নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মায় প্রবেশ নিষেধ

ফজলে রাব্বী শরীফ

আমি এক অন্য আমি ৷ আমাতে প্রবেশ দন্ডনীয় ৷

ফজলে রাব্বী শরীফ › বিস্তারিত পোস্টঃ

এমনটাই যদি হতো (স্বপ্ন)

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

এমন যদি হতো,
লোডশেডিং হচ্ছে না বলে আন্দোলনের ডাক দেয়া হয়েছে রাজপথে ৷ সেখানে আজ অন্বেষন হবে!

এমনটাই যদি হতো,
রাস্তায় যানজট হচ্ছে না বলে সময়ের আগেই পৌছে যাচ্ছে গন্তব্যস্থলে ৷ মানুষ বিরক্ত হচ্ছে তাই জ্যামে পরার জন্য সারাদেশে সমাবেশ ডাকা হয়েছে ৷

দেশে ২০ বছর ধরে গুম খুন হচ্ছে না বলে দেশের জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে. গুম খুন হওয়ার দাবিতে মানুষ রাস্তায় নেমেছে৷

পুরুষরা এতই নিয়ন্ত্রিত হয়ে গেছে যে দেশের কোনো নারী ধর্ষন হচ্ছে না ৷ তাই নারীরা ছোট খাটো কাপড় পড়ে ৷ বেশী কাপড় অপচয় করে না! এ নিয়ে আজ রাস্তায় নেমেছে সকল নারী.. কেন ধর্ষন বন্ধ করা হলো!
ইস!  এমনটা যদি হতো!

এরকমটা যদি হতো যে,
পর্নসাইটগুলো বন্ধের দাবিতে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে শাহবাগে দিনরাত আন্দোলনে পড়ে আছে ৷ সেখানে লাকী আক্তার নামের কোনো মেয়ে উচ্চস্বরে লিড দিচ্ছে সবাইকে ৷ ডা়. ইমরান এইচ সরকার সেই আন্দোলনের প্রধান ৷

হিন্দি সিরিয়াল দেখানো চ্যানেলগুলো বন্ধের দাবীতে দেশের সকল নারীরা একটি সংগঠন তৈরী করেছে ৷ সরকারের কাছে তারা দাবী জানায় ভারতীয় চ্যানেল বন্ধের জন্য ৷ বন্ধ না করলে দিন রাত তারা লাগাতার হরতাল পালন করবে!

পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে না বলে ছাত্রসমাজ আজ অতিষ্ট ৷ তারা এর জবাব চায়! কেনো কোথাও প্রশ্ন পাওয়া যাচ্ছে না! তারা সাংবাদিকদের কাছে এর নিন্দা জানায় ৷
এমনটাই যদি হতো!

যুদ্ধাপরাধীরা একযোগে আত্মহত্যা করেছে ৷ তারা বাঁচতে চায় না ৷ সমাজে তাদের অবস্থান তলানীতে বলে তারা সবাই বাসার ফ্যানে বউয়ের শাড়ী ঝুলিয়ে আত্মহত্যা করেছে ৷ হাতে চিরকুট পাওয়া গেছে সবার ৷ লেখা আছে, আমি আর বাঁচতে চাইনা চাইনা চাইনা..

এমনটা যদি হতো,
দেশে বিরোধী দল আর হরতাল,সমাবেশ,বিক্ষোভ জাতীয় আন্দোলন দিচ্ছে না বলে সরকার সমর্থীত দলের মানুষরা আন্দোলনে নেমেছে.. তারা তাদের হরতাল চায় ৷ স্কুল কলেজের ছাত্ররাও যোগ দিয়েছে ৷ তারা স্কুল কলেজ বন্ধ পাচ্ছে না হরতালের অভাবে ৷

মুখ বাঁকা করে,চোখ বন্ধ করে প্রতিবন্ধিদের মতো করে সেলফি তুলেছে এক মেয়ে ৷ সে এখন পলাতক ৷ সবাই আন্দোলনে নেমেছে ৷ তাকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানায় এবং এভাবে সেলফি তোলার অপরাধে মেয়েটির ফাঁসি কার্যকর করার দাবির জন্য সবাই রাজপথে নেমেছে ৷ অনির্দিষ্টকালের জন্য হরতালও ডাকা হয়েছে সারাদেশে ৷ এমনই যদি হতো ৷

 হ্যা এমনটাই হতে পারতো ৷ এমনটা সম্ভব ৷ মানুষগুলোর পরিবর্তন দরকার ৷ একটু পরিবর্তন দরকার চিন্তা চেতনার ৷ এভাবে লিখে গেলে হয়তো লেখা শেষ হবে না কলমের কালি শেষ হয়ে যাবে ৷ তবে জানতে হবে দেশ পেছনে পরে যাওয়ার কারন কি! কারন আমাদের সবারই জানা ৷ কিন্তু সবাই ভাবছে না! নিজেকে নিয়ে ব্যস্ত ৷ বাঙালিরা অদ্ভত! যখন নিজে কোনো বিপদের সম্মুখীন হবে তখন তাদের হুঁশ হয় ৷ কি করলে বিপদ আসবে না সেটা কেউ ভাবে না ৷ যেমনটা খুনের পর ফাঁসির দাবি করা! ফাঁসি হলেই কি ফিরে পাওয়া যাবে হারানো মানুষটাকে! যাবে না! তাই কারনগুলো আগেই জানা থাকতে হবে ৷ আসলে দেশটার কোনো দোষ নেই ৷ কবি সাহিত্যিকরা ঠিকই দেশের  মায়া বুঝতে পেরেছিল ৷ এবার বোঝাটা আমাদের দরকার ৷ সবাই হাল ছেড়ে দিলে স্রোতে দেশটা ভেসে যাবে ৷ আসলে দেশটা নিষ্পাপ তবে দেশটার মানুষগুলো বড়ই পাপী ৷ স্বার্থপর ৷ পরিবর্তন চাই ৷ মস্তিষ্কের আমূল পরিবর্তন চাই ৷

ফেবুতে: ফজলে রাব্বী শরীফ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১০

নীলপরি বলেছেন: মজার স্বপ্নে শরিক হতে পেরে ভালো লাগলো । তবে - এ নিয়ে আজ রাস্তায় নেমেছে সকল নারী.. কেন ধর্ষন বন্ধ করা হলো! এখানে যেন তাল কেটে গেলো । অন্যরাকম , অন্যকিছু বললে ভালো হতো ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৪

ফজলে রাব্বী শরীফ বলেছেন: এটাও মজার সপ্নের মতো. সিরিয়াস কিছুই নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.