![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে পঞ্চগড়ে
তুমি ভোরের রাতে ঘুম হয়ে যাও,
বাতাসে কি আমার গন্ধ পাও?
একরাশ সপ্ন কাগজে মুড়ে পাঠিয়েছি গভীর রাতে,
একশো চিঠি লিখে পাঠিয়েছি পাওনি কি তা হাতে?
তিনটে জোনাকি তোমায় দেখে জ্বলছে পুকুর পাড়ে,
তোমার নামে ঘুড়ি উড়িয়েছি একটি তিনটি করে ৷
তুমি ছন্দে গন্ধে কবিতা হয়ে যাও,
মেঘের আড়ালে ভালবাসা কি খুজে পাও?
তুমি ছায়া হয়ে জানি ছাই মেখে চলে যাবে,
স্বচ্ছ কাঁচের অস্বচ্ছ জীবন রোজই তুমি পাবে ৷
পকেট ভর্তি চিরকুট এনেছি হাতের মুঠোয় দিলাম,
পড়ে দেখবে সবকটিতেই বর্ণ হয়ে ছিলাম ৷
তুমি শেষবেলাতে গোধূলী হয়ে যাও,
বিন্দু বিন্দু বৃষ্টি কণায় আমায় দেখতে পাও?
সন্ধ্যা হলেই শাঁখ বাজিয়ে বরণ করি তোমায়,
অন্ধকারে প্রদিপ জ্বেলেও খুজে পাওনা আমায় ৷
তোমার বুঝি ইচ্ছে করে থাকতে পঞ্চগড়ে?
তুমি আমি মিলে তেতুলিয়াতেই থাকবো মাটির ঘরে ৷
তুমি পাতার ফাঁকের রোদ হয়ে যাও,
গ্রামের শেষে নদীটি দেখতে চাও?
তোমার গালে কাদামাটি দিয়ে রোজ আঁকবো ছবি,
টিনের চালের জ্বলের ধারায় ভিজবো তুমি আমি,
সেই গ্রামের মাটির ঘরে যাবে কি আমার সাথে?
রাখবো তোমায় খুুব আদরে দুবেলা ডাল ভাতে ৷
ফেবু:ফজলে রাব্বী শরীফ
২| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪
ফজলে রাব্বী শরীফ বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ সকাল ৯:০৭
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লাগলো ।