| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

তিন লাইনের কবিতাকে হাইকু বলে। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম কবিতা এই হাইকু।
হাইকু জাপানীজ শব্দ। এর অর্থ ছোট কবিতা।
এটি মূলত বড় কবিতার সংক্ষিপ্ত রূপ।
হাইকু জাপানি কবিদের সৃষ্টি।
সাধরণত একটি ছবিকে বর্ণনা করতে হাইকু লিখিত হয়।
হাইকু সরাসরি, রূপক অথবা পাগলামী যে কোনো অভিব্যক্তি দিয়ে লিখা যেতে পারে।
লাইন তিনটির মাত্রা হবে-
৫+৭+৫= ১৭
লেখার নিয়ম: তিন লাইন ছত্রেই ভাব, তাল, ছন্দ ও মাত্রার পূর্ণতা দিতে হবে।
অন্তমিলের ক্ষেত্রে ১ম ও ৩য় ছত্র অথবা ২য় ও ৩য় ছত্রে মিল রাখা ভালো।
বুঝার জন্যে আমার চারটি হাইকু তুলে ধরলাম-
৫+৭+৫ মাত্রার।
অন্তমিল-
ক
খ
ক
অথবা,
ক
খ
খ
হাইকু রচনার মূলরীতি অক্ষর সংখ্যায় প্রতিটা ছত্র যথাক্রমে ৫-৭-৫ হয়।
হাইকু ইচ্ছা করলে শব্দ সংখ্যা হিসেব করেও লেখা যায়। তবে সেটা জাপানী রীতিতে নয়। একদম নিজস্ব রীতিতে।
এখানে আমার আরো কয়েকটা হাইকু তুলে ধরলাম-
অক্ষর বিন্যাসে হাইকু:
১
জীবন রেখা
বদলে গেলে বুঝি।
মানেটা খুঁজি।
২
আমি দেখি
হায়, কোথায় মন!
সবই মেকি!
৩
আষাঢ় মাসে
মেঘের ফাঁকে ফাঁকে
সূর্যটা হাসে।
৪
বাদলা দিনে
এতো এতো বৃষ্টি
অনাসৃষ্টি!
৫
পাহাড় ধসে
মরছে কেনো শিশু?
জাতীয় ইস্যু।
৬
পানির তোড়ে
কষ্ট অবিরত
দুঃখ ঘোরে।
৭
চোখ হারিয়ে
সিদ্দিকুর ভাই
ভালো যে নাই!
৮
বাজে নেতার
রাজনীতির চাল
খাচ্ছি মাকাল।
শব্দ বিন্যাসে হাইকু
১
আলো এসে আঁধার ঘুচায় বলে,
দুঃখ মোছার আভাস পাই, সুখের রেশ পেয়ে-
জীবনটা এভাবে ঘুরে ফিরে চলে।
২
মনু মিয়া একখান ঝানু লোক,
রাজনীতিতে তেল মারেন আর নেতারূপে ফাল মারেন,
এমন কইরা মাতাজির নজর কাড়েন।
তিন লাইনের কবিতাকে হাইকু বলে। পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম কবিতা এই হাইকু।
হাইকু জাপানীজ শব্দ। এর অর্থ ছোট কবিতা।
এটি মূলত বড় কবিতার সংক্ষিপ্ত রূপ।
হাইকু জাপানি কবিদের সৃষ্টি।
সাধরণত একটি ছবিকে বর্ণনা করতে হাইকু লিখিত হয়।
হাইকু সরাসরি, রূপক অথবা পাগলামী যে কোনো অভিব্যক্তি দিয়ে লিখা যেতে পারে।
লাইন তিনটির মাত্রা হবে-
৫+৭+৫= ১৭
লেখার নিয়ম: তিন লাইন ছত্রেই ভাব, তাল, ছন্দ ও মাত্রার পূর্ণতা দিতে হবে।
অন্তমিলের ক্ষেত্রে ১ম ও ৩য় ছত্র অথবা ২য় ও ৩য় ছত্রে মিল রাখা ভালো।
বুঝার জন্যে আমার চারটি হাইকু তুলে ধরলাম-
৫+৭+৫ মাত্রার।
অন্তমিল-
ক
খ
ক
অথবা,
ক
খ
খ
হাইকু রচনার মূলরীতি অক্ষর সংখ্যায় প্রতিটা ছত্র যথাক্রমে ৫-৭-৫ হয়।
হাইকু ইচ্ছা করলে শব্দ সংখ্যা হিসেব করেও লেখা যায়। তবে সেটা জাপানী রীতিতে নয়। একদম নিজস্ব রীতিতে।
এখানে আমার আরো কয়েকটা হাইকু তুলে ধরলাম-
অক্ষর বিন্যাসে হাইকু:
১
জীবন রেখা
বদলে গেলে বুঝি।
মানেটা খুঁজি।
২
আমি দেখি
হায়, কোথায় মন!
সবই মেকি!
৩
আষাঢ় মাসে
মেঘের ফাঁকে ফাঁকে
সূর্যটা হাসে।
৪
বাদলা দিনে
এতো এতো বৃষ্টি
অনাসৃষ্টি!
৫
পাহাড় ধসে
মরছে কেনো শিশু?
জাতীয় ইস্যু।
৬
পানির তোড়ে
কষ্ট অবিরত
দুঃখ ঘোরে।
৭
চোখ হারিয়ে
সিদ্দিকুর ভাই
ভালো যে নাই!
৮
বাজে নেতার
রাজনীতির চাল
খাচ্ছি মাকাল।
শব্দ বিন্যাসে হাইকু
১
আলো এসে আঁধার ঘুচায় বলে,
দুঃখ মোছার আভাস পাই, সুখের রেশ পেয়ে-
জীবনটা এভাবে ঘুরে ফিরে চলে।
২
মনু মিয়া একখান ঝানু লোক,
রাজনীতিতে তেল মারেন আর নেতারূপে ফাল মারেন,
এমন কইরা মাতাজির নজর কাড়েন।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: লেখাটা রিপীট হয়ে গেছে, অর্থাৎ একই লেখা দুইবার এসেছে। সম্পাদনা করে নেবেন।