![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিএসসি তে বস্ত্রহরণ কারা করেছিল? তারা কিন্তু
কোনো মাদ্রাসার নয়।
.
গর্ভবতীর পেটে লাথি মেরে গর্ভপাত কারা
ঘটিয়েছিল? ওরা মাদ্রাসার ছাত্র নয়।
.
শিক্ষিকার যৌণ হয়রানি কারা করেছিল? তারাও তো
মাদ্রাসার ছিল না!
.
ক্যাম্পাসের ভেতরেই প্রকাশ্যে প্রফেসর-
শিক্ষকদের গায়ে হাত তোলে কারা? এরা মাদ্রাসার
কেউ না।
.
বিভিন্ন কলেজে মেয়েদের সতীত্ব কেড়ে
তাদের বাজে মেয়ে কারা বানায়? নিশ্চয়ই কোনো
মাদ্রাসার ছেলেরা নয়!
.
প্রকাশ্যে অস্ত্র হাতে শো-ডাউন দেয় কারা?
মাদ্রাসার কেউ না তো!
.
বিশ্ব বিদ্যালয়ের নবীন বরনে মারামারি কাটাকাটি করে
কারা? কোন মাদ্রাসার ছাত্র নয়।
.
ক্যাম্পাসে ও হলের ছাদে/বারান্দায় প্রকাশ্যে
অস্রে শান দেয় কারা? কই তারাও তো কোন
মাদ্রাসার ছাত্র নয়।
.
হলে মাঝরাতে ছেলেদের রুমে মেয়েদের
নগ্ন অবস্থায় পাওয়া যায়, হল গুলো কোথাকার?
কোন মাদ্রাসার নয়।
.
মাঝরাতে হলের সিঁড়িতে মদ ও মেয়েদের নিয়ে
মাতলামি করে কারা? তারাও কোন মাদ্রাসার ছাত্রছাত্রী
না।
.
যাবতীয় নেশার উপকরণ কাদের রুমে পাওয়া যায়?
কোনো মাদ্রাসার ছাত্রের রুমে নয়!
.
রাস্তা দিয়ে হাটলে কাদের দেখে মানুষ ভয় করে?
মাদ্রাসা পড়ুয়াদের দেখে নয়!
......
এরকম হাজারো কুকীর্তির উদাহরণ দেওয়া যেতে
পারে যেগুলোর সাথে মাদ্রাসার "জঙ্গীদের" (!)
কোনো সম্পর্ক নেই, তারপরেও কেন কিছু
ক্ষমতাসীন ব্যক্তি আসল দোষীদের ধরা বাদ
দিয়ে মাদ্রাসার নিরীহ (প্রকৃত অর্থেই) ছাত্রদের
পেছনে লেগেছে তা খুবই হতাশাজনক!
এ ব্যপারে আমাদের সতর্ক হতে হবে।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
কবি এবং হিমু বলেছেন: কলেজ বা বিশ্ব বিদ্যালয়ে পড়লে হ্য় নেতা।আর নেতাদের একটু দোষ থাকবেই।আর মাদ্রাসার এরা হলো জঙ্গী।জঙ্গীদের এই সব দোষ মেনে নেয়া যায় না...তাদের সোজা ফাসি.....
৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০১
ইসলামের ইলম বলেছেন: Good.
very good.
really it is true.
i also say this....
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
ফকির লাল বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ।। :-)
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
সজিব হাওলাদার বলেছেন: ভাই ওরা মুক্তিযুদ্ধের চেতনাধারী,দেশপ্রেমিক,মুক্তমনা।ওদের বাপ দাদার দেশ ,তাই একটু আধটু ভুল ত্রুটি করে আরকি।ক্ষমার চোখে দেখেন,দেখবেন আপনি ও মুক্তিযুদ্ধের চেতনাধারী,দেশপ্রেমিক,মুক্তমনা।