![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিনের মধ্যেই সরকারবিরোধী আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, কয়েকদিনের মধ্যেই নতুন জোট করে সরকারবিরোধী আন্দোলনে নামবেন তিনি।
নতুন জোটে হেফাজতে ইসলাম থাকবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি এরশাদ।
হেফাজতে ইসলামের আমির শফীর সঙ্গে এই বৈঠক করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী মাদ্রাসায় যান এরশাদ। বেলা পৌনে ১২টার দিকে শফীর কক্ষে তাদের মধ্যে বৈঠক শুরু হয়। প্রায় ৫০ মিনিটের এই বৈঠকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর হেফাজতে ইসলামের মহাসচিব সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এসেছিলেন দোয়া নিতে। রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। তবে এরশাদ জানিয়েছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে হেফাজতে ইসলামের ১৩ দফা বাস্তবায়নের চেষ্টা করবেন।
বক্তৃতা চলার সময় বারবার মহাজোট ছাড়ার ঘোষণা দিতে শ্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। তাদের শান্ত করতে অনুষ্ঠান শেষে এরশাদ বলেন, আমরা আর মহাজোটে নেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ২/১ দিনের মধ্যে ঘোষণা দেব।
-
©somewhere in net ltd.