নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে মানুষে হানাহানি, রক্তপাত, দম্ভ বন্ধ হোক। মনুষত্বের বিকাশ ঘটুক ধর্ম, বর্ণ, সাদা, কালো, উচু নিচু সব নির্বিশেষে। জয় হোক মানবতার...

ফকির মজুমদার

ফকির মজুমদার › বিস্তারিত পোস্টঃ

আবারও এরশাদ রঙ্গ ; ব্যাপুক বিনুদুনই বটে

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

আজ ১২ টায় সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ্য করে অনেকেই অনেক কথা বলেছেন। অনলাইন পত্রিকা নতুনবার্তা ডটকম ও আরটিএনএন এর সৌজন্যে বাচাইকৃত কিছু বুলি সাথে ফেবু থেকে কয়েকজনের স্টাটাস আপনাদের জন্য তুলে ধরলাম।

১. প্লিজ, আমাকে নিয়ে বিদ্রুপ করো না : এরশাদ

২. নাম প্রকাশে অনিচ্ছুক দলটির স্থায়ী কমিটির একজন সদস্য নতুন বার্তা ডটকমকে বলেন, “এরশাদের কথায় স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা নেই।

৩. এরশাদের এই ক্রিয়া কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয় : সুরঞ্জিত

৪. আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, "এরশাদের মুখ থেকে শেষ কথা শোনা হয়ে গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এমনটা মনে করার কারণ নেই। এটাই যে তার শেষ কথা, এটা কেন মনে করেন?”

৫. দেরিতে হলেও এরশাদ ভুল বুঝতে পেরেছেন : জাফর

৬. এরশাদের সিদ্ধান্ত জাপার নেতাকর্মীরাই জানেন না : তোফায়েল

৭. অবশেষে বলতে হয় মানুষ মাত্রই পরিবর্তনশীল = ম্যান ইজ এরশাদ।

ফেসবুকে এরকম একটি স্ট্যাসাস দিয়েছেন একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা। নিঃসন্দেহে এটি একটি যথার্থ মন্তব্য।

৮. Monzur Morshed Rahat

আজ দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন পতিত স্বৈরশাসক, বিশ্ববেহায়া লেজেহুমু এরশাদ। খুশি হওয়ার কিছু নাই। সে একটা পুতুল। হাসিনা যেভাবে নাচাইতেসে, সেভাবেই নাচতেসে। অতএব নাটকের বাকি অংশ দেখতে পপকর্ণ অথবা চালভাজা নিয়ে বসে পড়ুন টিভি সেটের সামনে।

৯. আর্সোনিস্ট লিডার

এরশাদ সম্পর্কিত প্রচলিত ফেসবুক কথনঃ

- মানুষ পরিবর্তনশীল; ম্যান ইজ এরশাদ

- মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায়

- দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ।

- সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না

- মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad)

- এরশাদ মানেই আসল পুরুষ

- আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়।

- একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না

- এরশাদ বারবার বেলতলায় যায়

- অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ

- এরশাদ মানেই সেইরাম বিনুদুন

- এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন।



পরিশেষে বলতে চাই

এরশাদ রক্স (এরশাদ পাথর হৃদয়ের মানুষ)



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: - মানুষ পরিবর্তনশীল; ম্যান ইজ এরশাদ
- মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায়
- দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ।
- সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না
- মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad)
- এরশাদ মানেই আসল পুরুষ
- আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়।
- একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না
- এরশাদ বারবার বেলতলায় যায়
- অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ
- এরশাদ মানেই সেইরাম বিনুদুন
- এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভোরের সূর্য বলেছেন: কালকেই বুঝতে পেরেছিলাম যে সামথিং রং কেননা কালকে মনোনোয়ন পত্র জমা দেয়ার শেষ দিনেও জাতীয় পার্টির অনেকেই মনোনোয়ন পত্র জমা দেন নি যার ফলে দেশের ৭টি আসনে মাত্র ১জন করে প্রার্থী ছিল ।অথচ জাতীয় পার্টি ২৯৯টি আসনে মনোনোয়ন দিয়েছিল।কালকে এমনো একটা সিট ছিল যেটাতে জাতীয় পার্টীর এমপি আছেন বর্তমান এবং বলতে গেলে নির্বাচনে ওটা নিশ্চিত সিট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.