নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

বডি ফার্ম; মৃতের উন্মুক্ত পঁচন!

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বডি ফার্ম মূলত গবেষণাগার যেখানে মৃত ব্যক্তির দেহের পঁচন সংশ্লিষ্ট গবেষণা প্রক্রিয়া চালানো হয়। Dr. William Bass সর্বপ্রথম ১৯৭১ সালে University of Tennessee Forensic Anthropology Facility তে বডি ফার্ম বিষয়ক গবেষণা চালু করেন।পরবর্তীতে বিভিন্ন ক্রিমিনাল কেইসে পুলিশ এই ফার্মের সহায়তা নিতে থাকেন।বর্তমানে যা খুন, নিরুদ্দিষ্ট ব্যক্তির হত্যাকান্ডে পুলিশ তদন্তে সহায়ক হিসেবে কাজ করছে।এ বডি ফার্মের উপর ভিত্তি করেই প্যাট্রিসিয়া কর্নওয়েলস ১৯৯৫ সালে 'The Body Farm' উপন্যাস রচনা করেছিলেন।
Dr. Bass প্রথমে মৃতদেহ নিয়ে আসতেন মেডিক্যাল পরীক্ষণের বিভিন্ন বেওয়ারিশ লাশ গুলো, তবে পরবর্তীতে ফরেনসিক শিক্ষার জন্য লোকজন ফার্মে লাশ দান করা শুরু করেন।আমেরিকায় এটির গবেষণা শুরু হলেও অস্ট্রেলিয়া ও বৃটেনেও বডি ফার্মে গবেষণা শুরু হয়েছে।
প্রথমে মৃতদেহ ফার্মে নিয়ে এসে উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয় এবং মানুষের পঁচন প্রক্রিয়ার বিভিন্ন সময়কাল ও অবস্থান নির্ণয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার দেহ বহিরঙ্গন গবেষণাগারে ফেলা হয়, মৃতের পর তার দেহের কি হয় বা কিভাবে পঁচন শুরু হয়, বিভিন্ন পরিস্থিতেতে পোকামাকড়, জখম, আঘাত, পীড়ায় মৃতদেহের অবস্থান বিজ্ঞানীরা পর্যবেক্ষন করে থাকেন।যেমন ধরুন - মৃতদেহ গাড়ির ভিতরে থাকলে কিভাবে পঁচন ধরে, পানিতে ডুবে মারা গেলে কিভাবে পঁচন ধরে অথবা এটি নগ্ন অবস্থায় থাকলে কিভাবে পঁচন ধরে, আবার অনগ্ন অবস্থায় থাকলে কিভাবে পঁচন ধরে বা পুরু কাপড়ে আচ্ছাদিত থাকলে কিভাবেই বা পঁচন ধরে এসব পরীক্ষা করে দেখা হয়।
এটি ফরেনসিক নৃবিদ্যার একটি গবেষণালব্ধ বিষয় এবং এটির অন্যতম ক্ষেত্র হচ্ছে আইন বলবৎকরণ বা প্রয়োগ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: সামহোয়্যারইন ব্লগে সু-স্বাগতম

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। দেশ বিদেশ পরিভ্রমণ করে এখানে এসেই ঠাঁই নিলাম।এখন আপনাদের আলম্বন প্রত্যাশা করছি। :-)

২| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: বেশ বীভৎস প্রক্রিয়া।

২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ, সময়ক্ষেপণ করে পড়ার জন্য। অশেষ সাহস বাধে মনে যখন দেখি আপনার মতো সুবিদিত লেখক এই অধমের লেখাখান সময় নিয়ে পড়ে। :-)

৩| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

টাইম টিউনার বলেছেন: শুভ ব্লগিং। লিখতে থাকুন।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। আপনাদের সহযোগিতাও কাম্য। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.