![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেইদিন ছিল যেইদিন তোমার ফোনের অপেক্ষায় উদগ্রীব হইয়া কালক্ষেপণ করিতাম, অপেক্ষার প্রহর বিলিপ্ত করিয়া সুরেলা কন্ঠে হাসিমাখা মুখখানা সামনে নিয়া আসিতে আর তোমার আহ্লাদী কণ্ঠীরবে আমার মন নাচিত। চারিধারে সুখের নিনাদ বাজিতে থাকিত। আজ তুমি নেই সেই অপেক্ষার প্রহরও কালসমুদ্রে হারায়ে গিয়াছে। তুমি স্বার্থ দেখাইয়া হারিয়ে গেলে আমাকে একাকী জলাবর্তে ফেলিয়া। কিন্তু আজিকে যদি জানিতে কতখানি কষ্টকর, জ্বালাময়ী বেদনাবিধৌত প্রাণ নিয়া বাঁচিয়া আছি জানিয়া তুমি কাঁদিয়া বুক ভাসাইতে।
সবই হারিয়াছি তোমারি লাগি। চিনিলে না আমায়, বুঝিলে না অনহঙকৃত অনুরাগী মনকে। আশায় বুক বাধিয়া দিয়াছিলাম ডুব সাঁতার, তুমি নিরাশায় আশ্রিত হইয়া পাড়ি জমাইলে দূরগাঁয়।
কিন্তু আজও যে তোমার জন্য নীরবে চোখেরজল ফেলিয়া ব্যর্থ জীবনকথার দিনাবসান করি। ব্যথার আঘাত সহিয়া আমি আজও বাঁচিয়া আছি, বুঝাইতে পারি নাই কাউকেও।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৫
মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। সাহস দেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: ফিরে আসুক সে...
ভাল লিখেছে।
একটু টাইপিং...........