নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথার বিষণ্ণতা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৯


সকালে তোমার সুর শুনেই দেখতাম সূর্যের মৃদু কিরণ, আবার রোদ্দুর তে তোমার কথা ভেবে বেঢপ মনকে নূতন করে তাজা করতাম।
এখন এ আলোতে কেনই বা তোমার স্মৃতিচারণ করি, আবার আঁধারে স্মৃতিকথা বারবার কেন সদয় হয়! এই আলো-আধারের মিলনোৎসবে জমেছে মনে বিষাদের খেলা। অন্যরা সব ধুলোয় ধূসররূপ ধারণ করলেও স্মৃতিপটে শুধু তুমিই কেন নাড়া দাও! অন্যসব কি বিষাদী ছিল না, শুধু তুমিই কি বিষাদিনী হয়ে সব সদয় করতেছ!
তুমি চলে গিয়েছ কিন্তু কি মায়াজাল দেখিয়ে আমায় স্মৃতিতাড়িত কর! তুমি কি এখনও ভাবো আমায়, যেমনি করে প্রতিটি লগ্নে, প্রতিক্ষণে তোমায় ভাবি আমি! চেনা সুরে স্বনিত হয়ে রোমাঁচিত না হয়ে কেন এখন তিমিরাচ্ছন্নকে বরণ করতে হয়!
তোমার কি মনে পড়ে উড়ুউড়ু মানসে কথায় কথায় আহ্লাদী আবদারে আমায় অনুরঁজিত করতে। ক্লাসে পড়ায় মন না দিয়ে আমাকেই মনস্থির করতে, কথা বলার জন্য আকুলিবিকুলি করতে। ক্লাসশেষের ঘণ্টাধ্বনিতে বাইরে বেড়িয়েই উতরোল ভাসাভাসা কণ্ঠে কথা বলতে। আর সেই তুমিই আমার ভাবনাগুলোকে বিদায় দিয়ে শূন্যতরীতে ভাসিয়ে দিলে। একটিবারের জন্যও কি আমার কষ্ট বোঝ না! আগেরমত আমায় ভেবে বিচলিত হও না!
ইচ্ছেজাগানিয়া মনে এখন প্রশ্নজাগে আর কতটা কষ্ট দিলে তুমি স্বস্তি পাবে!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। মন্তব্য পেলে সাহস অনেক বেড়ে যায়। 8-|

২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

টাইপিং সচেতন হতে হবে।


শুভ কামনা রইল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। নতুন এসেছি, এখনও বুঝে উঠতে ঢের বাকি। কিভাবে কি করতে হবে জানার জন্য আপনার পরামর্শের অপেক্ষায় রইলাম। 8-|

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮

গোফরান চ.বি বলেছেন: তুমি লিখ ব্রো । আমি প্রতিদিন তোমার পোস্টে মন্তব্য করবো। :)

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ। অনেক খুশি লাগছে ব্রো।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: বানান ভুলের কথাকে

টাইপিং সচেতন বলা হয়।


সমস্যা নাই লেখা চালিয়ে যান।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৪

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৪

গোফরান চ.বি বলেছেন: মন্তব্যের জবাব না দিলে তো নতুন মন্তব্য পাবেনা ব্রো । রেগুলার মন্তয়ের জবাব দিও।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৩

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ ব্রো। অবশ্যই। নতুন এসেছি, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.