নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

নিরুত্তর প্রিয়তম

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩১


তুমি যখন ছিলে এই মনে, নূতনত্বকে আদৃত করিয়াছিলাম বিনা সিগনালে। তুমি হাসিলে হাসিত সব পতত্রীকূল, ফুটিত ফুল অচিরাৎ। আর আমি বিস্মিত ভঙ্গিতে প্রেমোন্মত্ত হইয়া শুনিতাম তোমার হাসি।
কিন্তু হঠাৎ করিয়া অন্তরখান মেঘাচ্ছন্ন করিয়া সব তমসাচ্ছন্ন করিয়া দিলে। বিদায়বেলায় বিষাদময়, দুঃখজাগানিয়া স্মৃতিকথা অর্পণ করিয়া গেলে। মোহান্ধতার বৈপরীত্যে পশ্চাদপসরণ করিয়াছ আর বিদায়বেলায় দিয়াছ আমায় কষ্টকে সঙ্গী করিয়া। তুমি কি জানো কতটা পীড়িত হইয়াছিলাম একাকীত্ব হইয়া! কতটা রাত্রিজাগরণ করিয়াছি, মুখচাপা দিয়া জ্বালা-ধরানো বিষাদ সহ্য করিয়াছি! কি আর বলিব তোমায়, বুকের দগদগানি বুঝিবার সামর্থ কখনো তোমার হইবে না। চেষ্টা থাকিলেও বুকের প্রদাহের জ্বালা নিভাইতে পারিব না।
খুব জানিতে ইচ্ছা করে তুমি কি আজো সূচ্যগ্র মনোহারিণী সুস্বরে কথা বলো! ভুল করিয়াও কি আমাকে স্মরণ করো না যেমন করিয়া প্রতিনিয়ত আমি অন্বেষণ করি তোমার কথারঢং গুলি? অনেক কষ্ট সয়েছি তোমার লাগি, সব যে পার করিয়াছি বহুদূর।
কোথায় যাইবে যাও, আমি আর ভয় পাইনা তোমায় হারানোর। মুক্তি মেলিছে তোমার ইচ্ছায়, হয়তো ডানাওয়ালা পরী হইয়া ভিড়াইবে তরী অপর কোন লালসে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: সকল বিদায়েই বিষাদ থাকে। যাকনা সে ডানা মেলে। যেখানে ভাল থাকবে উড়ে যাক সেখানে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪০

মার্কো পোলো বলেছেন: বিষাদের জ্বালা কেমনে হবে শীতল, সেই ভাবনায় বাড়ায় যে চোখেরজল! আপনাকে অনেক ধন্যবাদ। :|

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: বিদায় মানেই আগমনের অপক্ষা

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৪

মার্কো পোলো বলেছেন: আহা! যদিও কইতো আসিয়া হারাইনি আমি, হারাবো কেমনে যদি তুমি বিদায় না দাও আমায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ২:০০

বিলিয়ার রহমান বলেছেন: খুব জানিতে ইচ্ছা করে তুমি কি আজো সূচ্যগ্র মনোহারিণী সুস্বরে কথা বলো! ভুল করিয়াও কি আমাকে স্মরণ করো না যেমন করিয়া প্রতিনিয়ত আমি অন্বেষণ করি তোমার কথারঢং গুলি? অনেক কষ্ট সয়েছি তোমার লাগি, সব যে পার করিয়াছি বহুদূর
এ প্রশ্ন হয়তো অনেকেরই।


২৮ শে আগস্ট, ২০১৬ রাত ২:২০

মার্কো পোলো বলেছেন: হারিয়ে গেলে ফিরে পাবার টান আরো বেশি বেদনার্ত হয়। কিন্তু তখন এক বুক কষ্টকে সঙ্গী করে ফিরতে হয়।
আপনাকে অনেক ধন্যবাদ। :>

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: যদিও বিদায় সুর করুন B:-/

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

মার্কো পোলো বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.