নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

জমি কেনার সময় আপনাকে যেসব বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪


আপনি কি জমি কিনতে চাচ্ছেন বা ভবিষ্যতে জমি কেনার কোন প্ল্যান আছে! তাহলে জমি কেনার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে জমি কেনার পর দেখতে পারেন আপনার ক্রয়কৃত জমির মালিক অন্যএকজন। তাই জমি কেনার সময় আপনার করণীয় কি হবে সেটা না জানলে জমি কেনা বৃথা যেতে পারে। কাজেই এখন জেনে নিন জমি কেনার আগে, কেনার সময় এবং কেনার পর আপনার করণীয় কি।

♣♣জমি কেনার আগে করণীয়ঃ

জমি কেনার আগে নিম্ন লিখিত বিষয়গুলি অত্যন্ত গুরত্ব সহকারে দেখতে হবে। যথাঃ-

(ক) জমি বিক্রেতার নামে রেজিষ্ট্রিকৃত দলিল আছে কিনা অথবা বৈধ স্বত্ব আছে কি না, দখলি স্বত্ব আছে কিনা।

(খ) হালসন পর্যন্ত খাজনার রশিদ আছে কি না।

(গ) দলিলে উল্লেখিত পরিমান জমি তার দখলে আছে কি না।

(ঘ) জমিটি সম্পুর্ন বা আংশিক বিক্রি করা হয়েছে কি না।

(ঙ) জমিটির অন্য কোন ওয়ারিশ আছে কি না।

(চ) জমির দলিলটি জাল কিনা।

(ছ) মালিকের নামে জমিটি খারিজ করা আছে কি না।

(জ) দলিলে উল্লেখিত দাগ নম্বর নকশার সাথে মিল আছে কি না এবং রেকর্ডের সঙ্গে খতিয়ানের মিল আছে কি না।

(ঝ) বিক্রেতা ক্রয় সুত্রে না উত্তরাধিকার সুত্রে জমিটির মালিক হয়েছেন।

(ঞ)জমিটি বর্গা বা বন্ধক দেওয়া আছে কি না।

(ট) জমিটি সহশরিকগন কিনতে চায় কি না।

(ঠ) উকিল নোটিশ করা।

(ড) সরেজমিনে খোঁজ নেওয়া ইত্যাদি।

♣♣জমি কেনার সময় করণীয়ঃ

(ক) জমির দলিলের স্ট্যাম্প ক্রেতার নামে খরিদ করা ও রশিদ যত্ন সহকারে রাখা।

(খ) জমি রেজিট্রির সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিত থাকা ও স্বাক্ষর টিপসহি দেওয়া।

(গ) নিজ নামে দলিল সম্পাদন ও রেজিট্রি করা।

(ঘ) দলিল রেজিষ্ট্রির রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে তা সংরক্ষন করা।

(ঙ) ক্রেতা বিক্রেতার পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া।

(চ) বিক্রেতার ক্রমানুসারে ২৫ বছরের মালিকানার ইতিহাস।

(ছ) জমির চৌহদ্দি।

(জ) বিক্রেতার নামে নামজরিপ কপি এবং আরএস পর্চা উপস্থাপন।

♣♣জমি কেনার পর করণীয়ঃ

(ক) রেজিট্রিকৃত জমি দখল করা।

(খ) নিজ নামে খারিজ করা।

(গ) নিজ নামে খাজনা দিয়ে রশিদ সংগ্রহ করা ও যত্ন সহকারে সংরক্ষন করা।

(ঘ) রশিদ জমা দিয়ে সাবরেজিট্রি অফিস থেকে মুল দলিল সংগ্রহ করা।

(ঙ) জমির সকল কাগজপত্র যত্ন সহকারে সংরক্ষন করা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

গন্ডোলার মাঝি বলেছেন: ধন্যবাদ গুরুপ্তপূর্ন তথ্যের জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

পবন সরকার বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

খোলা মনের কথা বলেছেন: গুরুত্বপূর্ন পোষ্ট। ভাল লাগলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মার্কো পোলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.