নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

ছেলে না থাকলেও কিভাবে মেয়ে বাবার পুরো সম্পত্তি পাবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬


এক ব্যক্তির তিন মেয়ে। কোন ছেলে নাই। সে চায় তার মৃত্যুর পর তার সব সম্পত্তি তার মেয়েরা পাক। এখন সে কি করতে পারেন যাতে তার সব সম্পত্তি তার মেয়েরা পায়?

সমাধানঃ

তাকে তার মৃত্যুর আগে তার সব সম্পত্তি মেয়েদের হেবা বা দান করতে হবে। তাহলে এবার আসুন জেনে নিন হেবা কি ও কিভাবে করতে হবে।

♣হেবা কি ও কিভাবে করতে হবে -

"কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন প্রকার বিনিময়/ প্রতিদান ছাড়া কোন সম্পত্তি হস্তান্তর করাকে হেবা বা দান বলে। হেবা স্বতঃপ্রবৃত্ত হয়ে হতে হবে। কাউকে প্রতারিত বা অন্য কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে হেবা করা যাবে না।

কিন্তু হেবার কয়েকটি শর্ত আছে যেগুলো পূরন না করলে হেবা বা দানটি বৈধ হেবা বা দান বলে বিবেচিত হবে না।

হেবার শর্তঃ

১। দাতার দান করার ঘোষনা বা ইচ্ছা প্রকাশ।
২। গৃহীতা বা তার পক্ষে দান গ্রহন করা।
৩। অনতিবিলম্বে দান হস্তান্তর।

★আবার যে হেবা করবে তাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং দান অবশ্যই স্বেচ্ছায় করতে হবে, কারও প্ররোচনায় করা যাবে না।

★মনে রাখতে হবে যে দখল অর্পণের পূর্বে যেকোন সময় হেবা প্রত্যাহার করা যায়। একবার হস্তান্তর হয়ে গেলে কেবল আদালতের অনুমতি নিয়েই হেবা প্রত্যাহার করা যায় (শর্ত প্রযোজ্য)।

★হেবাটি লিখিতভাবে করতে হবে এবং রেজিষ্ট্রেশন আইন অনুযায়ী রেজিষ্ট্রি করতে হবে।"

♣♣অতএব, মৃত্যুর আগে সঠিকভাবে হেবা করতে পারলে তার মৃত্যুর পর তার সব সম্পত্তি তার মেয়েরা পাবে।

বিঃদ্রঃ কাউকে সম্পত্তি হতে বঞ্চিত, বা উৎসাহিত করতে নয়, বরং সম্পত্তির আইনি বিষয়ে মেয়েদের বিষয়টি তুলে ধরেছি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

আহা রুবন বলেছেন: দান কি শর্তসাপেক্ষে করা যায়? ভবিষ্যৎ ঝামেলা এড়ানোর জন্য নাবালক কন্যাকে কি দান করা যাবে? যদি শর্ত দেয়া হয় পিতা/মাতার সম্পত্তি পুরোটা পাবে, তবে তার মৃত্যুর পরে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

মার্কো পোলো বলেছেন: উপরের তিনটি শর্তসাপেক্ষে হেবা করা যায়।
নাবালক কন্যাকে দান করা যাবে, তবে নাবালকের পক্ষে তার অভিভাবকের কাছে দখল হস্তান্তরিত হলে দান সম্পন্ন হবে। নাবালকের সম্পত্তির অভিভাবক হচ্ছে তার বাবা। বাবার অবর্তমানে বাবা কর্তৃক নিয়োজিত ব্যক্তি, তাদের অবর্তমানে দাদা বা দাদা কর্তৃক নিয়োজিত ব্যক্তি। বাবা বা অভিভাবক কর্তৃক নাবালককে দান করলে দখল হস্তান্তরের ক্ষেত্রে দখল হস্তান্তরের প্রয়োজন নেই। দান করার ইচ্ছা এবং ঘোষণাই এ ক্ষেত্রে যথেষ্ট।
আবার দান বা হেবার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দানকৃত সম্পত্তির দখল হস্তান্তর করতে হয়। যার জন্ম হয়নি, তাকে যেহেতু তাত্ক্ষণিক হস্তান্তর করা সম্ভব নয়, কাজেই জন্ম হয়নি এমন কাউকে হেবা করা যায় না।
মৃত্যুর পরে হেবা করা যাবে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

নতুন বলেছেন: যদি কারুর শুধুই ১ মেয়ে থাকে তবে সেই ব্যক্তি মারা গেলে কে কে তার সম্পত্তির ভাগ পাবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

মার্কো পোলো বলেছেন: কোন ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবে তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হবে। অর্থ্যাৎ তার ছেলে, মেয়েদের কাছে যাবে। আর যদি কোন ছেলে না থাকে শুধু একজন মেয়ে থাকে তাহলে অর্ধেক মেয়ের কাছে যাবে আর বাকি অর্ধেক মৃত ব্যক্তির ওয়ারিশগণের মাঝে চলে যাবে, অর্থ্যাৎ বাবা বেঁচে থাকলে বাবার কাছে বা ভাই থাকলে ভাইদের কাছে যাবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলেরা পাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

মার্কো পোলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়ে থাকলে তো পুরোটাই মেয়ে পেয়ে যাওয়ার কথা। ভাইয়ের ছেলে কেন পাবে? এটা তো আগে জানতাম না...

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মার্কো পোলো বলেছেন: ধারণা ভুল। মুসলিম উত্তরাধিকার আইন অনুসারে মেয়ে কখনো পুরো সম্পত্তি পাবে না। ছেলে থাকলে ছেলের হাফ অংশ পাবে আর ছেলে না থাকলে মেয়ে একা থাকলে সেটি তার বাবার ওয়ারিশগণের মাঝে বণ্টিত হবে।
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: মুসলিম আইনের সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

মার্কো পোলো বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.