![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের পর অনেকেরই মহা ধুমধামে বিয়ে চলছে। চারদিকেই শুধু দাওয়াতের হিড়িক। বিশেষ করে যারা গ্রামে আছেন তারা বুঝতেই পারছেন প্রতিদিন কয়টা করে দাওয়াত পাচ্ছেন। বিয়েতে দেনমোহর অনেক গুরুত্ববহন করে। আসুন জেনে নেই দেনমোহর সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও উত্তর।
প্রশ্নঃ দেনমোহর কী? এটি কি যৌতুক?
উত্তরঃ না, মুসলিম আইন অনুযায়ী দেনমোহর বিয়ের একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধ যোগ্য একটি আইনগত দায়। সুতরাং দেনমোহর ও যৌতুক দুটি ভিন্ন বিষয়।
প্রশ্নঃ দেনমোহর কত প্রকার?
উত্তরঃ সাধারণত দেনমোহর দুই ধরনের হয়ে থাকে।
১। তাৎক্ষণিক দেনমোহর।
২। বিলম্বিত দেনমোহর।
তাৎক্ষণিক দেনমোহর স্ত্রী চাওয়ামাত্র পরিশোধ করতে হয়। আর বিলম্বিত দেনমোহর বিয়ের পর যেকোনো সময় পরিশোধ করা যায়। তবে মৃত্যু বা বিয়ে বিচ্ছেদের পর দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। তখন দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ হিসেবে থাকে।
প্রশ্নঃ দেনমোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে?
উত্তরঃ মুসলিম নিকাহ অনুযায়ী একটি শুদ্ধ বিয়ের জন্য দেনমোহর অত্যাবশ্যকীয়। দেনমোহর নির্ধারণ ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। বিয়ের সময় যদি দেনমোহর নির্ধারিত না হয়ে থাকে, অথবা স্ত্রী কোনো দেনমোহর দাবি করবে না শর্তে বিয়েটি যদি সম্পাদিতও হয়, তবুও স্বামীকে দেনমোহর দিতে হবে স্ত্রীকে। এ ক্ষেত্রে স্বামীর কোনো ধরনের অজুহাত দেখিয়ে স্ত্রীকে দেনমোহর দেওয়া থেকে বিরত থাকার আইনগত সুযোগ নেই।
প্রশ্নঃ স্ত্রী কি তালাক বা স্বামীর মৃত্যুর আগে দেনমোহর দাবি করতে পারে?
উত্তরঃ অবশ্যই, স্ত্রী যেকোনো সময় স্বামীর কাছে দেনমোহর দাবি করতে পারেন। কেননা আপনার কাছে এটা তাঁর পাওনা। তালাক বা মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
প্রশ্নঃ স্ত্রী কর্তৃক তালাক দিলে স্বামী দেনমোহর পরিশোধ করবেন কি?
উত্তরঃ অবশ্যই, দেনমোহর হলো বিয়ের শর্ত, যার সাথে তালাকের কোনো সম্পর্ক নেই।
প্রশ্নঃ শুধু তালাক দিলেই কি দেনমোহর পরিশোধ করতে হয়?
উত্তরঃ বিবাহ বহাল থাকা বা বিবাহবিচ্ছেদের সাথে দেনমোহরের কোনো সম্পর্ক নেই। বিবাহ সম্পন্ন হলে উল্লেখিত দেনমোহর স্ত্রীর আইনানুগ পাওনায় পরিণত হয়।
প্রশ্নঃ দেনমোহরের পরিমাণ অধিক হওয়া কি যৌক্তিক?
উত্তরঃ দেনমোহর স্বামীর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে নির্ধারণ করতে হয়। দেনমোহরের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে স্ত্রীর পারিবারিক অবস্থান ও স্বামীর আর্থিক সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন। দেনমোহর এত অধিক হওয়া উচিত নয় যা স্বামীর পক্ষে পরিশোধ করা সম্ভব নয়; আবার এত কম হওয়া উচিত নয় যা স্ত্রীর আর্থিক নিরাপত্তা দিতে পারে না।
প্রশ্নঃ স্বামীর মৃত্যু হলে কি স্ত্রী দেনমোহর পাবেন?
উত্তরঃ দেনমোহর পরিশোধ না করা পর্যন্ত এ অধিকার বহাল থাকবে। প্রয়োজনে স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী তা আদায় করে নিতে পারবেন।
প্রশ্নঃ দেনমোহর সংক্রান্ত মামলা কোথায় দায়ের করা যায়?
উত্তরঃ দেনমোহর সংক্রান্ত মামলা স্থানীয় সহকারী জজ আদালত যা পারিবারিক আদালত নামে পরিচিত, সেখানে করা যায়।
বিঃদ্রঃ আমি ইতোমধ্যে ২ টি বিয়ের দাওয়াতে গিয়েছি, আজকে আরেকটা বিয়েতে যাচ্ছি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
মার্কো পোলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহ আমার নতুন বিষয়সমূহকে আরো আকর্ষনীয় করে তোলে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বিলিয়ার রহমান বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
মার্কো পোলো বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
পবন সরকার বলেছেন: দেনমোহর যদি স্বামীর সামর্থের বাইরে হয়, আর স্বামী তা পরিশোধ করতে না পারে, স্ত্রীও যদি দেন মোহরের দাবি না ছাড়ে তখন কি হবে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২
মার্কো পোলো বলেছেন: যখন দেনমোহর ধার্য করা হয় তখনই স্বামীর অবস্থা বিবেচনা করা হয়। তবে দেনমোহর যদি স্বামীর সামর্থের বাইরে হয় তবুও দেনমোহর পরিশোধ করতে হবে। সেটি তার জমি বা ঘর-বাড়ি বিক্রি করে হোক বা যেভাবেই হোক পরিশোধ করতে হবে। তবে স্ত্রী দেনমোহর কিছু অংশ মাফ করে দিতে পারে। কোর্ট এক্ষেত্রে কিস্তিতে দেনমোহরের আদেশ দিতে পারে। কিস্তির মাধ্যমে ৫ বছর লাগুক আর ২ বছর লাগুক অবশ্যই পরিশোধ করতে হবে।
সুতরাং দেনমোহর ধার্য করার সময় অবশ্যই আর্থিক অবস্থা বিবেচনা করতে হবে। স্ট্যাটাস বা আবেগের বশে দেনমোহর অত্যধিক ধার্য করা গ্রহণযোগ্য নয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
পবন সরকার বলেছেন: ভাই এইটা তো বললেন, কিন্তু অনেক বিয়েতে উপস্থিত থেকে দেখেছি ছেলের ইনকামের কথা কেউ চিন্তাই করে না মেয়ের পক্ষ মেয়ের ভবিষ্যত চিন্তা করে আকাশ পাতাল দেন মোহর বেধে দিয়ে বসে থাকে। ঐ সময় তো ছেলে লজ্জায় কথাও বলতে পারে না। যে কারণেই মোহরানা অনেকের পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না।
আচ্ছা ধরেন ছেলে দেন মোহর পরিশোধ করতে পারল না। মেয়ে যদি কেস করে আর ছেলের যদি জেল হয় তখন কি জেলের বিনিময়ে দেন মোহর শোধ হবে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬
মার্কো পোলো বলেছেন: এটি আমাদের সমাজের কিছু মাথাওয়ালাদের সমস্যার কারণে বিড়ম্বনা পোহাতে হয়। দেনমোহর যেমন ভবিষ্যত সিকিউরিটির জন্য নির্ধারিত হবে তেমনি আর্থিক বিষয় খেয়াল রাখতে হবে। বিয়ের সময় এ বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে নির্ধারন করতে হবে।
মেয়ে যদি কেস করে তাহলে আদালত সম্পত্তি যদি থাকে তাহলে সম্পত্তি হতে আদায়যোগ্য হলে সম্পত্তি হতে পরিশোধ করবে। আর যদি তাও না থাকে তাহলে জেল হলে জেলের বিনিময়ে পরিশোধ হবে। আমাদের পেনালকোডে এ সম্পর্কে সুনির্দিষ্ট ধারা রয়েছে।
আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আরেকটা তথ্য জানি তা হলো, দেনমোহর শোধ করার আগে যদি স্ত্রী মারা যায়, তাহলে তার(স্ত্রীর) পরিবারের সদস্যদেরকে নাকি দেনমোহর দিয়ে দিতে হবে...
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
মার্কো পোলো বলেছেন: না। তথ্যটি সঠিক নয়। দেনমোহর শুধু স্ত্রীর পাওনা। যেখানে স্ত্রী ছাড়া কেউ দেনমোহর পাবে না, দাবি করতে পারে না। তবে স্ত্রী মারা গেলে তার ছেলে মেয়ে থাকলে তারা ভরণপোষণ বা খোরপোষের অধিকার পাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
প্রিয়তে রেখে দিলাম।