নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার সেরা ১০ টি ধারনা :D :D

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩২


ছবিঃ ইন্টারনেট।

১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।

২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।

৩) সাড়ে বারোটার পর বাজে সাড়ে একটা, সাড়ে একটার পর সাড়ে দুইটা।

৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।

৫) কোন ফলের বিচি খেয়ে ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।

৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।

৭) টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ দেখা যাবে।

৮) যে যত ভালো ছাত্র তার রোল তত কম আর যত খারাপ তত বেশি...
এইটা কেমন সিস্টেম?

৯) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে? নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময় ।

১০) এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবে না!

বিঃ দ্রঃ আরো কোন আইডিয়া থাকলে শেয়ার করুন, মনে করার চেষ্টা করি। :)

:D :D :D :D

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
এক গালে থাপ্পর দিলে অন্য গালেও দিতে হবে নাইলে বিয়ে হবে না! :) :D ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

মার্কো পোলো বলেছেন: আগে এগুলা বিশ্বাস করতাম। :) :) আপনিও তো! ;)

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: ৭,৮ ছাড়া সব বিশ্বাস করতাম। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

মার্কো পোলো বলেছেন: :) :)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

মো:সাব্বির হোসাইন বলেছেন:
বেশিরভাগ ই বিশ্বাস করতাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

মার্কো পোলো বলেছেন: হাহা। এখন এসব মনে পড়লে হাসি পায়।:)
ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্য কথা। বিশ্বাস করতাম। ম্যাক্সিমাম গুলান। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

মার্কো পোলো বলেছেন: তখন যে যা বুঝাইত তাই বিশ্বাস করতে হইতো। :)
ধন্যবাদ ভাই।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

গৌতমধর বলেছেন: খুব ভাল পাইলাম ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

মার্কো পোলো বলেছেন: :) :D ধন্যবাদ ভাই।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

দুখু বাঙাল বলেছেন: ছোট বেলায় ২নাম্বারটা নিয়ে আমি বেশ টেনশনে ছিলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

মার্কো পোলো বলেছেন: ভায়া বিয়া নিয়ে চিন্তিত ছিলেন বেশি, এমনকি সিরিয়াসও ছিলেন যে বিয়ে করতেই হবে। :D :-P
ধন্যবাদ ভাই।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

পথহারা মানব বলেছেন: ভাই আমিতো জানতাম বাচ্চা আকাশ থেকে আনতে হয়!!!
এক লোকমা খেলে পানিতে পরে যায়, তাই দুই লোকমা খেতে হয়!!!
যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

মার্কো পোলো বলেছেন: হাহা। বেপক, ব্যাপক। :) ভাই শেষের টা শুনেছি। সেজন্য ভয়ে জমজ কলা ধরতাম না। :D
ধন্যবাদ ভাই।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

শোভন১ বলেছেন: টিভি এ্যান্টেনার উপর কোন পাখি বা কাক বসলে দৌড়ায় গিয়ে টিভি দেখতে বসেছি ঐটা টিভিতে দেখা যায় কিনা দেখতে :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

মার্কো পোলো বলেছেন: হাহা। খুব মজা লাগলো। তবে এইটা প্রথম জানলাম। :) :) :D
ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ নং টা আমারও ধারণা ছিল অনেকদিন!
আরো ধারণা ছিল যেমন - নায়ক নায়িকারা আসলে জড়াজড়ি করে না, ক্যামেরার কারসাজি!! টাক ২ টা থাকলে ২ বিয়ে হবে! ইত্যাদি...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

মার্কো পোলো বলেছেন: হাহা। :) :) ভাই, মজাইলেন। :) ধন্যবাদ ভাই।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা।

আসলেই এইগুলো বিশ্বাস করতাম। আর, আমার সবচেয়ে বড় কনফিউশন ছিল - বাংলাদেশ একটা, কিন্তু বিদেশ এতগুলা ক্যান???

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

মার্কো পোলো বলেছেন: হেহে। বিদেশ। :) তখন কত প্রশ্নই না মনের মধ্যে উঁকি মারতো, উত্তর আবার নিজেরই বের করা লাগতো। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.