নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন - বিশ্বের অদ্ভুত ও হাস্যকর কিছু আইন :) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭


হংকং এ আইন আছে যেখানে একজন স্ত্রী তার স্বামীকে খুন করতে পারে যদি সে কোন প্রতারণা খুঁজে পায়। তবে শর্ত হচ্ছে, স্ত্রীকে অবশ্যই খালি হাতে খুন করতে হবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টার পর জনসম্মুখে বাতকর্ম (পাদ দেওয়া) নিষিদ্ধ। প্রাকৃতিক কাজেও নিষেধাজ্ঞা! :)

সুইডেনের এক আইন অনুযায়ী রাত ১০ টার পর টয়লেটে ফ্ল্যাশ করা নিষিদ্ধ। ঘ্রাণশক্তি/বায়ু দূষণের তুলনায় সুইডেন সরকার মনে করে শব্দদূষণ আরো গুরুত্বপূর্ণ সমস্যা। তাই যদি আপনি রাত ১০ টার পর টয়লেটে ফ্ল্যাশ করেন তাহলে আপনি আইন লঙ্ঘন করবেন এবং যথাযথ শাস্তি ভোগ করতে হবে আপনাকে!

২০০৮ সালে ব্রিটেনের ইউকে টিভি তাদের দেশের সবচেয়ে হাস্যকর দশটি আইনের বিষয় নিয়ে একটি জনজরিপ করেছিল। এই হাস্যকর আইনের তালিকার প্রথম স্থানে যে আইনটি রয়েছে, সেটি হলো- পার্লামেন্ট ভবনে মৃত্যুবরণ করা আইনত নিষিদ্ধ। :(

ব্রুনেইতে যদি আপনি কোনো প্রকাশ্য স্থানে কাঁঠাল খাওয়া শুরু করেন তাহলে আপনি শাস্তিযোগ্য অপরাধ করবেন। বাসে, সাবওয়েতে, হোটেলে এবং বিমানবন্দরে কাঁঠাল খেতে নিষিদ্ধ করেছে ব্রুনেই সরকার।

আপনি কি চুইংগাম চিবুতে পছন্দ করেন? যদি এরকম অভ্যাস থেকে থাকে তাহলে সিঙ্গাপুরে গেলে আপনি বিপদে পড়তে পারেন। দেশটিতে প্রকাশ্যে চুইংগাম খেলে আপনাকে পুলিশ পাকড়াও করতে পারে। ১৯৯২ সাল থেকে সিঙ্গাপুরে প্রকাশ্যে চুইংগাম খাওয়া নিষিদ্ধ করা হয়।

সৌদি আরবে নারীদের ড্রাইভিং করা আইনত নিষিদ্ধ। এমনকি তাদের ভোটাধিকারের কোন অধিকার নেই।

সৌদি আরবে বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। ২০০৮ সালে সৌদি আরবের কোর্ট একজন ৮ বছর বালিকার ডিভোর্স চাওয়া নাকচ করে, যার বিয়ে হয়েছিল ৫৮ বছরের এক পুরুষের সাথে।

বিশ্বে দুইটি রাষ্ট্র আছে যেখানে ডিভোর্স অবৈধ, একটি ফিলিপাইন ও অন্যটি ভ্যাটিকান।

যুক্তরাষ্ট্রের ওয়া স্টেটে একজন গোঁফযুক্ত পুরুষ কর্তৃক জনসম্মুখে কোন নারীকে কিস করা আইনত নিষিদ্ধ।

ভারতের কিছু অঞ্চলে ঋণী ব্যক্তি তার স্ত্রীকে অর্পণ করতে পারে, যতক্ষণ না ঋণ শোধ না করা হয়।

স্যামোয়াতে কোন পুরুষের তার স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত অবৈধ। আপনিই বলুন, তারিখ মনে রাখা কি সহজসাধ্য ব্যাপার!

হনলুলু, হাওয়াই এ সন্ধ্যার পর (সূর্যাস্ত) উচ্চস্বরে গান গাওয়া আইনত নিষিদ্ধ।

কলোরাডোতে আপনি বেড়াতে গেলে বৃষ্টির দিনে রোমাঞ্চিত হয়ে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারবেন না। এখানে বৃষ্টির পানি সংগ্রহ করা আইনত নিষিদ্ধ। এমনকি কৃষক ও জমির মালিকদেরও শাস্তির সম্মুখীন হতে হয়।

সবশেষে পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

সূত্র: ওয়েবসাইট।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

মার্কো পোলো বলেছেন: পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অদ্ভুত!
ভালো হইছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

মার্কো পোলো বলেছেন: পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২

রক্তিম দিগন্ত বলেছেন:
টয়লেট ফ্ল্যাশ করাও নিষিদ্ধ??
অদ্ভুত!

ঐ সময়ে তো তাহলে ধৈর্য্যশীলের মত সহ্য করে পড়ে থাকা ছাড়া উপায় নাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

মার্কো পোলো বলেছেন:
অদ্ভুত হলেও সত্যি। :) বায়ু দূষণের কথা তারা একবারও ভাবলো না। :)
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

দিগন্ত জর্জ বলেছেন: চুইংগাম খাইলে সমস্যাটা কী, এটাই তো মাথায় ঢুকলো না।
যাই হোক, মজাদার সব আইন। ভাল্লাগছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মার্কো পোলো বলেছেন:
তারাই ভাল জানে। :)
ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.