নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

এক কথায় নারী সিরিজ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭


※ যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।

※ যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।

※ যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।

※ যে নারীর (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।

※ যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।

※ যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া।

※ যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।

※ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।

※ যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।

※ যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।

※ যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।

※ যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।

※ যে নারী বীর = বীরাঙ্গনা।

※ যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা।

※ যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।

※ যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।

※ নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।

※ যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা।

※ যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

※ যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

হাতুড়ে লেখক বলেছেন: প্রিয়তে নিলাম। :#)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো তো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

গেম চেঞ্জার বলেছেন: B-) :>

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

মার্কো পোলো বলেছেন: :) :D

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: ওয়াও!! অনেক কিছুই জানা হল! ক্লাস ৭ এ এগুলা পড়িনি!

:-P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
এক কথায় প্রকাশ।
এক নারীকেই কত কিছু বলা যায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

মার্কো পোলো বলেছেন:
লেডিস ফার্স্ট :), কিন্তু পুরুষের ক্ষেত্রে এক কথায় কম। :D

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দরী,সুদন্তী, সুচিস্মিতা, সুনয়না, সুকেশী

যে নারীর বয়স দশ বছর = কন্যকা সহ আরও অনেক বাদ গেছে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

মার্কো পোলো বলেছেন:
হ্যা। অভাব নাই। এই কয়েকটাই দিলাম। :)
ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.