নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

কপিরাইট (Copyright) এর টুকিটাকি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১


★কপিরাইটে সুরক্ষার বিষয়বস্তু কোনগুলো?

→বই/ পাণ্ডুলিপি/ সংগীত/ চলচ্চিত্র বা নাটক অঙ্গনের কাজ/ চিত্রাঙ্কন/ ছবি/ ভাস্কর্য/ নকশা/ শৈল্পিক কর্ম ইত্যাদি।

★কোন কোন বিষয়গুলো কপিরাইটের আওতাভুক্ত নয়?

→ধারণা/প্রক্রিয়া/পদ্ধতি এবং অদৃশ্য যে কোন কাজ। যেমন- কেউ এমন একটি চিন্তা করল যা আগে কেউ করেনি, কিন্তু মনে মনে। সে কপিরাইট সুবিধা পাবে না।

★অধিকারের সুস্পষ্ট তিনটি দিক : অধিকারের স্বীকৃতি, সুরক্ষা ও আদায়। একটি কর্ম সৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা জন্মগত অধিকারের ভিত্তিতে স্বীকৃত হয়ে যায়।

★আমাদের আইনে কপিরাইট -
যে কোন ধরণের পাইরেসি কপিরাইটের লঙ্ঘন। বাংলাদেশে প্রচলিত কপিরাইট আইন, ২০০০ যা ২০০৫ এ সংশোধিত হয়, তথ্য মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। কপিরাইট সুরক্ষা সত্ত্বাধিকারী ব্যক্তির মৃত্যুর ৬০ বছর পর পর্যন্ত বলবৎ থাকে।
কপিরাইট আইনের (২০০০) ১৯ নং ধারায় বলা হয়েছে, ‘কোন কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ বৈধ হইবে না, যদি তাহার স্বত্ব প্রদানকারী বা তাহার নিকট যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির দ্বারা স্বাক্ষরিত না হয়।'

★কপিরাইট আইনের ধারা ৮২ ও ৮৩ অনুযায়ী, কপিরাইটের মালিকের অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কর্মের চুরি, নকল, মুদ্রণ, পুনঃমুদ্রণ, অনুবাদ, প্রকাশ, পুনঃপ্রকাশ, পুনরুৎপাদন, অভিযোজন, প্রচার, সম্প্রচার, প্রদর্শন, রেকর্ডিং ও ভাড়া বা অধিকার লঙ্ঘন করলে আইনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং জরিমানা হিসেবে ৩ লাখ টাকা অর্থদণ্ডের কথা বলা হয়েছে।
সুতরাং আইন অনুযায়ী, যাঁরা কোনো লেখক বা প্রকাশকের কপিরাইট করা বই পিডিএফ আকারে অনলাইনে প্রকাশ করেন তাঁরাও অভিযুক্ত হিসেবে গণ্য হবেন।

★কপিরাইট আইনের আওতায় দেওয়ানি ও ফৌজদারি উভয় ক্ষেত্রেই মামলা করা যায়। নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণের জন্য জেলা ও দায়রা জজ আদালতে দেওয়ানি মামলা করতে হবে। ফৌজদারি মামলা করা যাবে দায়রা জজ আদালতে। মামলা নিয়ে হাইকোর্টে আপিল করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে কপিরাইট বোর্ডে আপিল করারও বিধান আছে।

★কপিরাইট সুরক্ষা পেতে করণীয় কি?

→কপিরাইট সুরক্ষা পেতে কিংবা লাইসেন্স গ্রহণ করতে নির্দিষ্ট নিয়মে আবেদন করতে হয়, যথার্থ অর্থ/ ফী জমা দিতে হয়। অতঃপর সুরক্ষা প্রক্রিয়া যাত্রা শুরু করে।

★কপিরাইট অফিস জাতীয় গ্রন্থাগার ভবন আগারগাঁও, ঢাকা এ অবস্থিত। কপিরাইট অফিসের সাথে ই-মেইল : [email protected], ওয়েবসাইট : http://www.copyrightoffice.gov.bd; Facebook ID : http://www.facebook.com/copyrightoffice;
ফোন : ০২-৯১১৯৬৩২,
ফ্যাক্স : ৮১৪৪৮৯৫;
Helpline : ০১৫১১-৪৪০০৪৪ মারফৎ যোগাযোগ করা যায়।
হেল্পডেস্ক ও হেল্পলাইনটি অফিস চলাকালে সর্বক্ষণ উন্মুক্ত থাকে।

★কপিরাইট সংক্রান্ত আন্তর্জাতিক আইন - WTO Convention/ Paris Convention/ Berne Convention।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।

প্রিয়তে রাখলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

জিএমফাহিম বলেছেন: আমি পাইরেসির ব্যাপারে খুবই সচেতন থাকার চেষ্টা করি। এমনকি বিদেশি পণ্যের ব্যাপারেও। এ জন্য উইন্ডোজ ও এর সাথে সম্পৃক্ত পাইরেটেড সফটওয়্যার ত্যাগ করে লিনাক্সমুখি হয়েছিলাম। তাছাড়া মুভি বা টিভি শ দেখার জন্য Netflix ব্যবহার করি আর না হলে মুভি থিয়েটারে যাই দেখতে। খরচ হয়তো আগের থেকে বেশি হচ্ছে, তবে নিজের কাছে নিজে সৎ থাকতে পারছি।

আপনার লেখা ভাল লেগেছে, আশা করি সবাই কপিরাইটের ব্যাপারে সচেতন হবে। :)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মার্কো পোলো বলেছেন:
খুবই ভাল উদ্যাগ। শুভকামনা রইলো।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অনর্থদর্শী বলেছেন: খুবই দরকারি একটি পোস্ট।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রয়োজনীয় পোস্ট। প্রিয়তে নিলাম।

ধন্যবাদ মার্কো পোলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

কানিজ রিনা বলেছেন: ধন্যবাদ আপনার ফোন ফ্যক্স জানা থাকল।
খুব দরকারি পোষ্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:১৮

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

রক্তিম দিগন্ত বলেছেন:
আপনার পোস্ট পড়তে পড়তে আইন বিশারদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মনে হচ্ছে।
আপনার পোস্টগুলো যে কোন সময়েই কাজে লাগার মত।

বড়সর ধন্যবাদ আপনার জন্য।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:২৩

মার্কো পোলো বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আশাকরি এরকম আরো পোস্ট চলবে। ভাল লাগলে বলবেন। অন্তত সাহস ও উৎসাহী হতে পারি। আইন জানুন এবং আইন বিশারদ হউন। শুভকামনা রইলো। :)

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:২৫

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই। পোস্টটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩১

আশাবাদী অধম বলেছেন: আপনাকে আমার আগেই সন্দেহ হয়েছিল ঢাবির ল'র ছাত্র হিসেবে।
যাহোক ধারণা করছি আপনি এন ই ভাই। আমার ধারণা ভুলও হতে পারে।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো। :)

১০| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬

নাসের গ্যাং ০০৭ বলেছেন: সুন্দর পোস্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১১| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৫

পবন সরকার বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.