![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো শত্রুপক্ষ বা যে কেউ বিনা কারণে আপনাকে উৎপাত করছে বা হুমকি দিচ্ছে।
জমি দখলের চেষ্টা, ভয়ভীতি দেখানো কিংবা রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছেন। তখন কী করবেন আপনি?
এ অবস্থা থেকে বাঁচার উপায় আছে আইনে।
এ আইনটি হলো ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা।
তবে আদালতে যাওয়ার আগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করে রাখতে পারেন নিকটস্থ থানায়।
অনেক সময় অভিযোগটি গুরুতর হলে পুলিশ এ জিডি থেকেই নন-প্রসিকিউশন প্রতিবেদন আদালতে দাখিল করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
এছাড়া কোনো ব্যক্তির কারণে পারিবারিক বা সামাজিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার, কোনো কলহ-বিবাদ তৈরির আশঙ্কা কিংবা বিরক্তিকর কোনো কাজের আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা অনুযায়ী প্রতিকার চাওয়া যায়।
কেউ আপনাকে অযথাই হুমকি-ধমকি দিলে, ভয়ভীতি দেখালেও ১০৭ ধারার আশ্রয় নিতে পারেন। এই ধারায় প্রতিকার সাধারণত শান্তি রক্ষার মুচলেকার মামলা বলেই পরিচিত।
১০৭ ধারায় মামলা রুজু করে প্রতিপক্ষকে কিংবা দায়ী ব্যক্তিকে শান্তি বজায় রাখার জন্য বন্ড বা মুচলেকা সম্পাদনের জন্য বাধ্য করা যায়।
এ ধরনের মামলা করতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। আইনজীবীর মাধ্যমে আরজি উপস্থাপন করতে হবে। আরজিতে মূল অভিযুক্ত ব্যক্তির নাম-ঠিকানাসহ কেন, কী কারণে আপনার শান্তি বিনষ্ট করছে এবং কোনো ভয়ভীতি দেখালে কখন ঘটনাটি ঘটেছে তা স্পষ্ট করে লিখতে হবে। আরজির সঙ্গে কোনো প্রমাণ থাকলে তা দাখিল করতে হবে।
কোনো সাধারন ডায়েরি বা জিডি করা থাকলে তাও দাখিল করতে হবে।
১০৭ ধারায় দায়ী কোনো ব্যক্তি জামিন পাওয়ার যোগ্য। এ ধারায় মামলার উদ্দেশ্য হলো দায়ী ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনের নিরাপত্তা প্রদান করা।
১০৭ ধারায় আশ্রয় নিলে আদালত প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা খুঁজে পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দেবেন। তখন দায়ী ব্যক্তিকে আদালতে হাজির হয়ে মুচলেকা সম্পাদন করতে হবে।
মুচলেকায় বলতে হবে ভবিষ্যতে তিনি আর কোনো ধরনের উৎপাত করবেন না এবং ভয়ভীতি দেখাবেন না।
(ছবিঃ ইন্টারনেট।)
♥সবশেষে ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য। ভাল লাগলে বলবেন আর না লাগলেও বলবেন।
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৬
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ।
২| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৪
দাড়ঁ কাক বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। গ্রামে গঞ্জে অনেক উটকো ঝামেলা হয়। এ আইনটি জানা থাকলে করণীয় সম্পর্কে জানা যাবে। ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০
মার্কো পোলো বলেছেন:
ঠিক বলেছেন। আমাদের আইন যথেষ্ট আছে, কিন্তু প্রয়োগের অভাব রয়েছে। গ্রাম-গঞ্জের লোকজনের এ সম্পর্কে ধারণা নেই বললেই চলে।
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
দুর্নীতি ও নৈরাজ্যকারীদের হাত থেকে এই আইনের যথাযথ প্রয়োগ রক্ষা কবচ হবে।
ভাল পোষ্ট প্লাস++
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩২
মার্কো পোলো বলেছেন:
আইনের যথাযথ প্রয়োগ হোক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: খুবই দরকারি একটি পোস্ট। অনেকের কাজে লাগবে আমার বিশ্বাস। আইন অনেকই আছে, কিন্তু প্রয়োগ নেই এবং বিশেষ করে আমাদের দেশে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে নি!!
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৬
মার্কো পোলো বলেছেন:
আমরা আইন বানাইতে পছন্দ করি, কিন্তু মানতে অপছন্দ করি। আবার প্রয়োগের বেলায় বৈষম্য লক্ষ্য করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
মার্কো পোলো বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: আপনি ঠিক বলেছেন। হাসপাতালের বারান্দায় রোগী কাতরাতে কাতরাতে মারা যায়। সেখানে দেখার কেউ থাকে না!! আইন কি তাদের জন্য নয়!!
আসলে কোনভাবেই নিয়ম মানা যেই ব্যাপারটি আছে এবং আইন মানা এই বিষয়টি আমাদের মধ্যে একেবারেই কাজ করে না। একারনেই বসবাসের অযোগ্য দেশ হিসেবেই বারবার প্রথম সারিতে থাকবে এদেশের নাম। একজন ফরেনার যখন ফুটপাথ ঝাড়ু দেয় তখন সে প্রকারান্তরে দেশের নীতিনির্ধারক ও মানুষদের অপমান করে। এটা বুঝার মত তৌফিক আল্লাহ তায়ালা এই ভূখণ্ড'র মানুষকে দেন নি।
আমি ও আমার পরিবার কিছু ব্যাতিক্রম ও অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে গত কয়েকবছর অতিবাহিত করছি। না পারছি পুলিশের দারস্থ হতে, না কোন ব্যাবস্থা নিতে। জানি না শেষ পরিণতি কি হবে! স্বজাতির প্রতি এখন ঘৃণা ছাড়া আর কিছুই আসছে না।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
মার্কো পোলো বলেছেন:
আমরা জানি, আইন সবার জন্য, কিন্তু প্রয়োগের বেলায় অন্য কারো জন্য। এই নীতি চলছে দেশে।
আমাদের দেশের নীতিনির্ধারকরা সজাগ, তৎপর না হলে আইনের মতো আইন থেকেই যাবে, কাজের কাজ কিছু হবে না। সাধারণ ও ভুক্তভোগী আইনের আশ্রয় তো দূরের কথা, প্রতিকার আশা করতে পারে না।
আমাদের যে টেনডেন্সি তাতে দেশ আরো অবনতি বরণ করে নিবে। সুশাসন না থাকলে অবনতি কেউ ঠেকাতে পারবে না।
পুলিশ আছে থাকবে, তবে আইনের সহযোগী হাত হিসেবে কিনা জানিনা। তবে তাদের কাছে আমাদের অবশ্যই সাহায্যের আশা থাকবে। আপনি ও আপনার পরিবারের প্রতি শুভকামনা রইলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।
সবার সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: আরে ভাই ধইন্না যখন দিবেনই তখন কেবল পড়ার লইগ্যা ক্যালা!
মুই যে লাইক দিসি + ২টা মন্তব্য করসি এগ্গুলানেরে কি করবেন???
আরো বেশি বেশি কইরা ধইন্না দিয়া উত্তর করেন!!(খিক খিক...)
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯
মার্কো পোলো বলেছেন:
অহো।।।।
মন্তব্যে কৃত হলাম।
লাইকের জন্য স্পেশাল থ্যাংকস। এবার কিন্তু ধইন্না না কইয়া থ্যাংকস কইছি।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: ওওওক্কে!!
স্পেসাল থ্যাংকুটা ওয়ালেটে রেখে দিলাম। ভবিষ্যতে কাজে লাগতে পারে!
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫০
মার্কো পোলো বলেছেন:
ওক্কে ব্লগার ভাই।।
আপনার কমেন্টের আশায় থাকি কখন কমেন্ট করবেন। আপনার কমেন্ট না পাইলে যে অপূর্ণতা থেকে যায়।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৬
বিলিয়ার রহমান বলেছেন: হু বৎস বেশি বেশি ল্যাখো। মুই তোমার পাশে আছি।থুক্কু ফলোয়ার হিসেবে আছি!!!
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯
মার্কো পোলো বলেছেন:
আমিও আপনার পাশে আছি। 'ও রমণী সওয়ারী হবে' বিখ্যাত লেখা এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে।
আপনার স্পেশাল ফ্যান বলছি।
১১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৪
বিলুনী বলেছেন: খুবই প্রয়োজনীয় একটি তথ্যবহুল পোস্ট , সকলেরই এটা জানা থাকা দরকার । পোস্ট টিকে এ ব্লগে কিছুদিনের জন্য স্টিকি করে রাখার বিষয় সামু কতৃপক্ষ বিবেচনা করে দেখতে পারেন । এ আইনটি সকলের জনান থাকলে ভিকটিম যেমন আইনের অাশ্রয় নিতে পারবে তেমনি প্রতিপক্ষ ভয়ও পাবে ।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৩
মার্কো পোলো বলেছেন:
আমাদের আশ্রয়, নিরাপত্তার জন্য আইন থাকলেও বেশিরভাগই জানি না কিভাবে, কী উপায়ে প্রতিকার চাইতে হয় বা প্রতিকার চাওয়া যাবে। উন্নত বিশ্বে টর্টের মামলা পর্যন্ত হয়, অথচ আমাদের দেশে প্রয়োজনীয় প্রতিকারের জন্য আইন জানি না। আমাদের দেশে টর্টের মামলা হলে ছোটখাটো কোন অপরাধ করার সাহসও কেউ করতো না।
আমাদের আইনে যাই থাকুক না কেন প্রতিকার পাওয়ার জন্য হোক আর জানার জন্যই হোক এসবের পাত্তা দেই না।
সবশেষে পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন:
পোস্ট ভাল না লাগলে আপনারে হুমকি দিমু। দেখি কিরাম মামলা করবার পারুইন!!!
যাই হোক, এইটা জেনে কাজে লাগবে - কিন্তু আইনের গন্ডি পর্যন্ত পৌছুতে পারবে কতজন সেটাই মুখ্য ব্যাপার।
০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩
মার্কো পোলো বলেছেন:
ভয় পাইছি ভাই। হুমকি'র মামলা হয়ে যাইবো। আপনারে বেশি বেশি লাইক আর কমেন্টের মুচলেকা দেওন লাগবো।
আইনের গণ্ডি পর্যন্ত আর কয়জনই যেতে পারে। আমাদের সবকিছুরই প্রতিকার আছে, কিন্তু উপায় জানা নাই।
১৩| ০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২৬
শরতের ছবি বলেছেন: জরুরী পোস্ট । ধন্যবাদ লেখক ভাইকে ।সুস্থ এবং মননে সুন্দর থাকুন যেন এ জরুরী পোস্ট আরও দিতে পারেন ।
০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯
মার্কো পোলো বলেছেন:
চেষ্টা অব্যাহত থাকবে বলে আশা করি।
সবশেষে পোস্টটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩০
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: চমৎকার এবং প্রয়োজনীয় পোস্ট!
শুভেচ্ছা রইল।
০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
১৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ খুনের বিচারই পায় না , আর আপনি কন হুমকি !!!!
০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২
মার্কো পোলো বলেছেন:
সবই নীতিনির্ধারকদের জন্য, বিচার তো তাদের হাতে। তারা যেভাবে চালাচ্ছে সেভাবেই চলতে হবে। আইন আছে প্রয়োগ তেমন নাই।
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৯
সানজিদা আয়েশা শিফা বলেছেন: প্রয়োজনীয় এবং জনগুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ।
০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০
মার্কো পোলো বলেছেন:
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৩
খোরশেদ মাহমুদ বলেছেন: ভালও লেগেচে