![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষটিকে যেভাবেই হোক নিজের করে নিতে চাইছেন। প্রয়োজনে পালিয়ে যাবেন তাকে নিয়ে, সমাজ সংসার-পরিবার ছেড়ে। কিন্তু তা কি করে সম্ভব?
সমাজ-পরিবার তো আপনাকে ছাড়বে না! আসবে বাঁধা-বিপত্তি। যে ধরনের বাঁধা মোকাবেলা করতে হবে আপনাকে-
সাধারণত প্রেমের বিয়ের ক্ষেত্রে অপহরণের মামলা হয়: মেয়েটিকে অপহরণের মামলা করা হতে পারে আপনার ও আপনার পরিবারের বিরুদ্ধে, আটকে রাখার অভিযোগ আসতে পারে।
আপনার বিরুদ্ধে হতে পারে ধষর্ণের মামলাও। স্বেচ্ছায় বিয়ে করে যদি প্রেমিক স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না। তবে মেয়ের বয়স যদি ১৬ বছরের কম হয়, সে ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আনা যেতে পারে। কারণ মেয়ের বয়স ১৬ বছরের নিচে হলে তার ইচ্ছা-অনিচ্ছা বা সম্মতি আইনে গ্রহণযোগ্য নয়। তার সাথে যৌন সম্পর্ক করলে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। তবে ভিকটিমকে সাক্ষ্য দিতে হবে যে তার সাথে প্রতারণা করে এই সম্পর্ক স্থাপন করা হয়েছে।
বিবাহবন্ধন-বহির্ভূত ১৬ বছরের অধিক বয়সের কোনো মেয়ের যদি যৌনকর্মে সম্মতি থাকে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না এবং এর জন্য পুরুষসঙ্গীর কোনো শাস্তিও হবে না। কিন্তু অপহরণের ব্যাপারে কোনো বয়সের কথা উল্লেখ নেই। দণ্ডবিধির ৩৬১ ধারাতে উল্লেখ আছে, ১৬ বা তার অধিক বয়সের কোনো নারী যদি কারও সঙ্গে স্বেচ্ছায় চলে যায়, তবে তা অপহরণ হিসেবে গণ্য হবে না।
এসব সমস্যা মেটার পর দেখা যাবে যাকে ভালোবেসে এত কিছু করলেন সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আপনাকে প্রতারক ও অপহরণকারী বলে নিজ বাবা-মায়ের মতে আপনাকে জেলের ভাত খাওয়াচ্ছে!
তবে আপনার ভালোবাসার মানুষটি যদি হয় প্রাপ্তবয়স্কা এবং আইন অনুযায়ী আপনাদের বিবাহ কার্য সম্পন্ন হয় এবং একে অন্যের প্রতি যদি সৎ ও বিশ্বস্থ থাকেন তবে এ ধরনের সমস্যাগুলো থেকে পার পেয়ে যাবেন।
বিঃদ্রঃ এটি আপনাকে পালিয়ে বিয়ে করতে অনুপ্রেরণা নয় বরং না করতে ও ভালোবাসাটাকে সকলের সম্মতি ও সাহসের সাথে নিজের করে নিতে বলছি।
পালিয়ে বিয়ে করার আইনি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে ক্লিক করুণ -
view this link
(ছবিঃ ইন্টারনেট)
★★★আইন সবার জন্য সমান, তাই জানুন, সচেতন হউন।
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪২
মার্কো পোলো বলেছেন:
আপনি কি ভবিষ্যৎ বিশারদ হয়ে গেলেন নাকি! আইন জানলে বিয়ে করা সম্ভব হয় না প্রথম জানলাম। বিয়ে করবো কিনা সেটা পরে ভেবে দেখবো।
২| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: এই অাইন কি পোলাপান মানবো¿¿¿
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৩
মার্কো পোলো বলেছেন:
পোলাপান আবেগী থাকলে না মানাটাই স্বাভাবিক, তবে না মানলে ধরা খাওয়ার পসিবিলিটি আছে। ধরাও খাচ্ছে। পরে বুঝলেও কোন লাভ হয় না। কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পূর্ব হতে সতর্ক না থাকলে সেটির প্রতিদান ভয়াবহ হয়।
ধন্যবাদ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৮
আরিয়ান রাইটিং বলেছেন: জীবনে অনেক সময় আসে যখন আপনি ঠিক অথচ আপনার পরিবার ঠিক নয় তখন বিষয় টা অন্যরকম। তাছাড়া পালিয়ে বিয়ে যারা করে তারা যে খুব উপভোগ করে কাজটা করে তা আমার মনে হয়না। সবই পরিস্থিতি।।। +++
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০
মার্কো পোলো বলেছেন:
যখন কেউ বাবা-মা'র ইচ্ছার বাইরে নিজের ইচ্ছামত কাউকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে চান সেটিতে মতামত দিতে চায় না। কেননা, বাবা-মা'র অনেক ইচ্ছা থাকে উনাদের পছন্দমত পাত্র-পাত্রী নির্বাচন করবে। উনারা পরবর্তীতে যখন দেখেন উনাদের বিরুদ্ধে গিয়ে কাজটা করা হচ্ছে সেটি মেনে নিতে পারেন না। আর পালিয়ে বিয়ে করা সংসারে শান্তি কেমন থাকে সেটি আমরা সচরাচর দেখতেই পাচ্ছি।
ধন্যবাদ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৯
পথহারা মানব বলেছেন: ভাই পালায়া বিয়ে করার অনেক শখ!!!
ঝামেলায় পড়লে আপনারে কিন্তু ফোন দিমু, নাম্বারটা খোলা রাইখেন
১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
মার্কো পোলো বলেছেন:
শখ করে বিপদকে বরণ করে নিয়েন না।
ধন্যবাদ।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: দণ্ডবিধির ৩৬১ ধারাটি মুখস্ত করে রাখলাম!
ভবিষ্যতে কাজে লাগতে পারে!!!!
১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মার্কো পোলো বলেছেন:
হাহা। কাজে লাগলেও লাগতে পারে।
৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪১
রক্তিম দিগন্ত বলেছেন:
আইনের কোন সীমানা নেই। কিন্তু আবেগের বশে মানে কয়জন আসলে?
বিবাহবিচ্ছেদের আইনী প্রক্রিয়াটা সম্পর্কে জানালে খুশি হতাম। একটা গল্প লেখার জন্য লাগবে এই আইনের বিষয়টা।
১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪২
মার্কো পোলো বলেছেন:
কোনটা লাগবে? ওকে। আজকে লিখে দিবো বিস্তারিত। ইসলামসহ অন্য তিন ধর্মে তালাক বা বিবাহ বিচ্ছেদের পদ্ধতি দিয়ে দিবো।
অসংখ্য ধন্যবাদ ভাই।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: পরকিয়া প্রেম করলে কি সাজা হবে?
১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০
মার্কো পোলো বলেছেন:
পরকীয়া বা ব্যভিচার সম্পর্কে দণ্ডবিধির ৪৯৭ ধারায় বলা আছে।
যদি কোনো ব্যক্তি এমন কোনো নারীর সঙ্গে স্বামীর সম্মতি ব্যতীত যৌন করেন এবং অনুরূপ যৌনসঙ্গম যদি র্ধষণের অপরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচারের দায়ে দায়ী হবেন, যার শাস্তি ০৭ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদন্ডসহ উভয় দন্ডে দন্ডিত হবে।
এ ক্ষেত্রে নির্যাতিতাকে অন্য লোকের স্ত্রী হতে হবে।
তবে ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রীলোকের কোনো শাস্তির বিধান আইনে নেই। শুধুমাত্র পুরুষটি পরকীয়া বা ব্যভিচারের জন্য দোষী বিবেচিত হবে। স্ত্রীলোকটি আইনের দৃষ্টিতে নির্দোষ।
এটি জামিন যোগ্য ধারার অপরাধ।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২১
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: প্রেমিক শাস্তি ভোগ করবে কি করবেনা - পুরোটাই তাহলে প্রেমিকার বিবৃতির উপর নির্ভর করে। তাই ধর্ষণ করেও যদি অসহায় একটা মেয়েকে 'ম্যানেজ' করে অথবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি আদায় করা যায়, তো ধর্ষক বেঁচে গেল অন্য কোন মেয়ের সর্বনাশ করার জন্য। আশ্চর্য আজিব সব নিয়ম কানুন!
১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩
মার্কো পোলো বলেছেন:
কারণ আইন দেখবে প্রাপ্তবয়স্কা কিনা এবং সম্মতি ছিল কিনা। ম্যানেজ করলো কি করলো না সেটি আদালত দেখবে না। এক্ষেত্রে মেয়েদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি যত আইন গাইন বুঝেন, আপনার পক্ষে বিয়ে করা সম্ভব হবে না; আপনার যদি কারো সাথে সম্পর্ক থেকে থাকে, উহার ভবিষ্যত কি বলা মুশকিল!