নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ঘুষ নেয়া শুরু এ দেশে (রম্য) :) :D :P

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৯


তখন ব্রিটিশরা বাংলা শাসন করতো। অফিসের বড় কর্তারা সবাই ছিল ব্রিটিশ, অন্যরা ছিল বাঙালী। একদিন সকালবেলা হাসমত (পিয়ন) ব্রিটিশ বড়কর্তার কাছে দৌড়ে এসে বললেন-

-Sir sir, Rohim boss eating Gush.
বড় কর্তাতো অবাক!

-Gush! What is Gush? Why is he eating Gush?
বড় কর্তা ঘুষ বিষয়টি বুঝতে পারলেন না।

বাঙালীদের ভাত থাকতে তারা কেন ঘুষ খাবে! এটা তার মাথায় আসছে না। ঘুষ খাবারটাই বা কেমন এটাও তার অজানা। তাই তিনি পিয়নকে নিয়ে ঘুষ দেখতে রহিম সাহেবের রুমে গেলেন। গিয়ে দেখেন একজন লোক রহিম সাহেবের সামনে দুই কাদি কলা নিয়ে বসে আছে আর রহিম সাহেব তার ফাইলে সাইন করছেন। সাইন শেষে তাকে কলার কাদি দিয়ে লোকটি চলে গেলেন। পিয়ন তখন বলল-

- এই যে Sir this is Gush. Rohim sir eating Gush!

-Wow! this is called GUSH? This Banana!
Good, বলে তিনি একটা কলা খেতে খেতে বলতে লাগলেন-

-Gush is good for health. Every body must eat GUsh!

এই বলে বড় কর্তা চলে গেলেন। ব্রিটিশদের এই সামান্য ভুলে সারাদেশে ছড়িয়ে পড়ে ঘুষ নেয়া।
কালের আর্বতে একসময় তা টাকায় পরিণত হয়। :) :D

(ছবিঃ ইন্টারনেট)
সৌজন্যেঃ আইনশিক্ষাকেন্দ্র।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩০

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার, মজা পেলাম।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ।।। :) :D

২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


এখনো কলা দিলে ভালো হতো!

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৫

মার্কো পোলো বলেছেন:
কলার বাজারদর এখন একটু বেশি। কদর কমে গেছে। :P

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৭

ফজলে মাহ্‌বুব জয় বলেছেন: It was good :D

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

মার্কো পোলো বলেছেন:
:) :D

৪| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৯

অতঃপর হৃদয় বলেছেন: কলা, আপেল, কমলা এগুলা নিলেও তো হইতো কিন্তু অহন তো খালি ট্যাহা চায়! আপডেট হইছে!

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০০

মার্কো পোলো বলেছেন:
কলা থেকে আপডেট হয়েই তো ট্যাহা হইছে। শেষের লাইনে তাই লেখা আছে :) :D

৫| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে মজা পেলাম! :P

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০০

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। :) :D

৬| ২২ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২১

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে বাঙালিদের ঘুষ খাওয়ার দায়ভারটা ব্রিটিশদের !!! :) :) :)

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২

মার্কো পোলো বলেছেন:
হ। যত অকামের মূল ব্রিটিশরা। এককালে বাঙালিরা ভদ্র ছিল, ওরা বদমাইশ বানাইসে। :) :D :P

৭| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন:
মজা পাইছি পইড়া।

এখনো কলা ঘুষ নেওয়ার চল থাকলেই ভাল হইতো। বিবর্তিতটা হইলো ক্যান?

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৪

মার্কো পোলো বলেছেন:
তাইলে কলার দাম কত হইতো বলা মুশকিল। টাকার চেয়ে কলার ডিমান্ড বেশি থাকতো। :) :D

৮| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১

এ কে এম রেজাউল করিম বলেছেন:
-Gush is good for health. Every body must eat GUsh! =p~

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৫

মার্কো পোলো বলেছেন:
:) :D =p~

৯| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালো ভাইটামিন আছে গল্পে :-B

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৭

মার্কো পোলো বলেছেন:
:) :D :D

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১২

মার্কো পোলো বলেছেন:
কলাতে ভিটামিন একটু কম, তবে পাকা কলায় অ্যামাইল এসিটেড আছে যা উপকারী বটে। :) :P

১০| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

সাহসী সন্তান বলেছেন: ঘুষের রাজ্যে শরীর সু-স্বাস্থ্যময়..... ;)

রম্য মচৎকার হইছে! পড়ে বেশ মজাক পাইলাম! শুভ কামনা!

২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

মার্কো পোলো বলেছেন:
হেহে। ঠিক কথা। :) :D
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১১| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

আমি মাধবীলতা বলেছেন: রম্য ভালো লাগলো :D

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য এবং ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। :)

১২| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর সুন্দর B:-)

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। :) :D

১৩| ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কাজী নায়ীম বলেছেন: অসাধারন! :#) =p~

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৬

মার্কো পোলো বলেছেন:
:D =p~

১৪| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

গেম চেঞ্জার বলেছেন: আল্লা বাঁচাইসে। কলার রেওয়াজ হলে আজ কলা খাওয়া যাইতো না! :||

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৮

মার্কো পোলো বলেছেন:
হাহা। :) মজা পেলুম।
তখন টাকার গাছের প্রবাদ উঠে গিয়ে কলার গাছ প্রচলন হতো। :)

১৫| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

মার্কো পোলো বলেছেন:
হা হা
:) :D

১৬| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৫

আই সি টি মামুন বলেছেন: যারা ঘুষ খায় তাদের হাত কেটে দেয়া উচিত।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৫

মার্কো পোলো বলেছেন:
এছাড়া কাজের গতি অচল, ঘুষ দিলে হয় সচল।

১৭| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০১

আই সি টি মামুন বলেছেন: ওহে শিক্ষিত ভদ্রর লোক তুমি ঘুষ কে কত নাম যে দিলে
যে নামে গিল না কেন , মনে রেখো দোজখের আগুন খেলে।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬

মার্কো পোলো বলেছেন:
তারা বুঝেও না বুঝার ভান করে। আগে ঘুষ পরে কাজ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩০

মেহেদি হাসান আদনান বলেছেন: হাস্যকর ত বটেই তবে আমারা যেন এরকম না করি।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮

মার্কো পোলো বলেছেন:
ঠিক বলেছেন।
ধন্যবাদ।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: মজার ছিলো ।

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৯

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। :) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.