![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ক্যালিফোর্নিয়াতে ইদুর ধরার কল দিয়ে ইদুর মারার জন্য আপনার শিকারের লাইসেন্স লাগবে। (আর আমাদের দেশে বন্যপ্রাণী হত্যার জন্য কঠিন শাস্তি আছে তারপরেও হত্যা করা মামুলী ব্যাপার! )
২. দক্ষিণ কোরিয়াতে ট্রাফিক পুলিশকে রিপোর্ট করতে হয় মটর চালকদের কাছ থেকে ঘুষ গ্রহন করলে। (আমাদের দেশে এই আইন করলে কাজ হতো )
৩. চীনে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করার অনুমতি নেই, কারণ কারো ভাগ্যের/fate বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। (রাখেন মিয়া ভাগ্যের বিষয়, আগে বাচাঁবো আমরা, পরে আইন ^_^ )
৪. আর্কনেস শহরে, বউকে মাসে একবারের বেশি মারধোর করতে পারবেন না। তা অপরাধ। (একদিন=২৪ ঘন্টা )
৫. ফ্রান্সে গেলে সাবধান- ট্রেনে আপনার প্রেয়সীকে Kiss করতে যাবেন না। এটা নিষিদ্ধ। (ওয়েস্টার্ন কালচার কিন্তু এখানে কন্ট্রোল)
(ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট)
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪
মার্কো পোলো বলেছেন:
আইনটি অনেক আগে পাস হয়েছিল, বাতিল করা হয়নি এখনো। তখন ২৫ পয়সা অহরহ ছিল। কিন্তু এখন ২৫ পয়সা জরিমানা করলে পথে বসলেও এ পয়সা জোগাড় করা যাবে না।
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: বেশ মজার মজার আইন সব!
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১০
রক্তিম দিগন্ত বলেছেন:
বেশিই উদ্ভট আইন।
ডুবতে থাকা ব্যক্তিকে বাঁচানো যাবে না - এইটা কেমন কথা!!!
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
মার্কো পোলো বলেছেন:
হুম। বেশিই উদ্ভট। তাদের কাছে প্রাণের চেয়ে ব্যক্তি অধিকারের গুরুত্ব বেশি।
ধন্যবাদ ভাই।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র ধরণের সংগ্রহ
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৫
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ। পরবর্তীতে আপনার জন্য ভাল কিছুর সংযোজনের চেষ্টা থাকবে। ভাল থাকুন।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৬
রাশেদ রাহাত বলেছেন: অতিব দ্ররিদ্র বসসস
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৭
মার্কো পোলো বলেছেন:
চাঁদগাজী ভাইয়ের মন্তব্য দেখে আপনার কাছেও দরিদ্র মনে হয়েছে। ধন্যবাদ।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:২০
মেহেদী রবিন বলেছেন: মজার আইন সব দেশেই টুকটাক আছে। মজা পেলাম পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্যে
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯
মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯
কল্পদ্রুম বলেছেন: সব আইন তৈরির পিছনে একটা ইতিহাস থাকে।এইসব আইন তৈরির নেপথ্য কারণ জানতে পারলে আরো ভালো লাগতো।
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩
মার্কো পোলো বলেছেন:
ইতিহাস সহজে জানা সম্ভব নয়। তবে আইন গুলো অদ্ভুত। অনেকগুলো আবার মানবতাকেও হার মানায়।
ধন্যবাদ ভাই।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫
জ্ঞান ক্ষুধা বলেছেন:
মাত্র এইকটা?,,,,,,,
ক্ষুধা বৃদ্ধি করে দিলেন ভাই....
২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫১
মার্কো পোলো বলেছেন:
পরবর্তীতে পাবেন ভাই। জ্ঞান ক্ষুধা কিছুটা কমবে আশা করি।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৭
সুমন কর বলেছেন: মজার আইন
২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৭
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সান্নিধ্যে পোস্টখানা সার্থক হইয়া উঠিল।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
প্রামানিক বলেছেন: মজার আইন
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: চীনে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করার অনুমতি নেই, কারণ কারো ভাগ্যের/fate বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। .......তারপরও চীনেই বিশ্বের সর্বাধিক মানুষ
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৪
মার্কো পোলো বলেছেন: হয়তো ভয়ে আত্নহত্যা করার প্রবণতা কমে গেছে।
১২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আর্কনেস শহরে, বউকে মাসে একবারের বেশি মারধোর করতে পারবেন না। তা অপরাধ। (একদিন=২৪ ঘন্টা )..........বেশ মজার তো, তবে সমস্যা হবে যারা বউকে না মারে
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৬
মার্কো পোলো বলেছেন:
হাহা। বউকে মারলে ১ দিন, না মারলেও বিপদ!
ধন্যবাদ ভাই।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। আরো কিছু দিতে পারতেন।
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮
মার্কো পোলো বলেছেন:
পরবর্তীতে আশাকরি আরো ভাল কিছু দিতে পারবো।
অসংখ্য ধন্যবাদ ভাই।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০২
লিযেন বলেছেন: part 2 plz!
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১২
মার্কো পোলো বলেছেন:
ওয়েট। আসবে....।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯
আমিই মিসির আলী বলেছেন: বাহ ! বাহ !
চমতকার সব আইন তো ।
যদিও আমার মনে হইছে খেয়ে দেয়ে এদের কোন কাজ ছিল না ।
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭
অরুনি মায়া অনু বলেছেন: কি অদ্ভুত সব আঈন। মজা পেয়েছি পড়ে।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫২
মার্কো পোলো বলেছেন:
খুশি হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৭
কালীদাস বলেছেন: ঢাকা ইউনিভার্সিটি বাদ দেবেন কেন? ব্রিটিশ আইনটা এখনও ক্যান্সেল করা হয়নি যতদূর জানি, কোন ছেলে কোন মেয়েরে সাথে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পারমিশন ছাড়া কথা বললে উভয়কে ২৫ পয়সা করে জরিমানা দিতে হবে।
আমাদের ব্যাচের কারও কাছে এখন কেউ এই পারপাস জরিমানা চেয়ে বসলে পথে বসতে হবে হয়ত।