![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এত শত শত আইন অথচ প্রয়োগ তার সামান্য। একেবারে মাঠ পযার্য়ে মানুষকে আইন জানিয়ে সচেতন নাগরিক হিসেবে তৈরি করা নাগরিকসহ সরকারের দায়িত্ব। কিন্তু মৃত আইন বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশের আইনগুলো বিশ্বের মাঝে অন্যতম 'স্মার্ট' আইন যা বিশ্বের অন্য অনেক দেশের কাছে রোল মডেল হিসেবে কাজ করতে পারে। ইচ্ছে হলেই আইন বানিয়ে ফেলি কিন্তু তার প্রয়োগ হচ্ছে কিনা বা আদৌ প্রয়োজন ছিল কিনা বা পূর্বের বিদ্যমান আইন সংশোধন করেই কাজটি সমাধা করা যেত কিনা তা ভাবারও সময় দেওয়া হয় না। আজ আমাদের আইন আছে কিন্তু অপরাধ কমছে না। সময়ের সাথে পাল্লা দিয়ে খুন, ধর্ষণ, সহিংসতা সহ নিত্যনতুন অপরাধ বাড়ছে। শুধু আইন থাকলেই হবে না, এর বাস্তব ও সুষ্ঠু প্রয়োগই পারে সমাজের সকল অপরাধ দমন করতে।
মৃত আইনের পাল্লা ভারী করা নয়, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ ও গণমানুষের কাছে পৌছে দিই। আর না পারলে এটিই সত্য হয় যে, 'The more laws, the less justice'
(ছবিঃ ইন্টারনেট)
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১২
মার্কো পোলো বলেছেন:
বাস্তবে যে আইনের কার্যকারিতা নেই।
২| ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৬
শাহরিয়ার কবীর বলেছেন: যে দেশের জনগণ যেমন, সে দেশের আইন ব্যবস্থা তেমন?
কখা টা আপনি কি ভাবে দেখেন?
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৬
মার্কো পোলো বলেছেন:
কথা টা ঠিক বলেছেন। আমরা মানুষ/জাতি হিসেবে কেমন সেটি আমরাই ভাল জানি। আমাদের সাথে টেক্কা দিয়ে আইন কানুনও পারে না।
ব্রিটিশরা যেরকম মানসিকতা তৈরি করে গেছে তেমন মানসিকতা রয়ে গেছে। এমনকি তাদের আইনগুলোও তেমনি রয়ে গেছে।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান লিখাটির জন্য । আর মাত্র একটি নতুন আইন দরকার তা হল আর কোন নতুন আইন জারী হবেনা দেশে যে করিবে নতুন আইন তার গর্ধান যাবে, পুরাতন আইন প্রয়োগে শিথীলতা করলে শুলে চরবে ।!!!!
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
মার্কো পোলো বলেছেন:
ঠিক বলেছেন।
নতুন আইন করার চেয়ে পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করতে হবে।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
নীলপরি বলেছেন: সচেতনামূলক পোষ্ট । ভালো লাগলো ।
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশিরভাগি মৃতপ্রায়।
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
মার্কো পোলো বলেছেন:
ঠিক। পুরাতন আইনগুলো সংশোধন খুব জরুরি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশিরভাগি মৃতপ্রায়।
০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ
৭| ০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশিরভাগি মৃতপ্রায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: মরা আইন কি ভাই?