নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি নিয়ে ৪০ টি মজার এবং বিস্ময়কর তথ্য

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৩


1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification। এর বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান করা।

2. 80 কে letter marks বলা হ্য়, কারণ-
L=12, E=5, T=20, T=20, E=5, R= 18 (অক্ষরের অবস্থানগত সংখ্যা), সুতরাং 12+5+20+20+5+18= 80।

3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি)।

14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination। মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পুনরাবৃত্তি নাই।

20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!

25. It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

26. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।

27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে।

28. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed, exceed, succeed।

29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous, horrendous, stupendous, hazardous।

31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।

32. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।

33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।

34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

35. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein।

36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।

37. Indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।

38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo, kk, ee পাশাপাশি আছে।

39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।

40. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।
__________________________
তথ্যসূত্র ও ছবিঃ ইন্টারনেট হতে সংগৃহীত।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮

শরতের ছবি বলেছেন:



বাহ ! অজানা অনেক কিছু পেলাম ।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম!

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

মার্কো পোলো বলেছেন:

অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই। :)

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: শ্রদ্ধেয় আইন বিশেষজ্ঞ তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শুভ কামনা রইল ।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ দৃষ্টিসীমানা। :)

শুভকামনা রইলো।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুবই জ্ঞান সম্পন্ন,.,,, খুবই ভালো লাগলো.,, অনেক ধন্যবাদ ভাই

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট,; কিন্তু বাইরের দেশে লিউট্যান্যান্ট উচ্চারন করে,
ভাই ভুল হইতেও পারে আবার নাও হতে পারে আমি যতটুকু জানি তা শেয়ার করলাম ।
প্লিজ ভাই িকিছু মনে করবেননা!

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

মার্কো পোলো বলেছেন:
আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলীয় উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। আপনার কথাও ঠিক আছে।

অসংখ্য ধন্যবাদ।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

হাসান রাজু বলেছেন: ভালো, অনেক ভালো । মজা পেয়েছি ।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬

মার্কো পোলো বলেছেন:
আপনার ভাল লেগেছে জন্য ভাল লাগলো।

আপনাকে অনেক ধন্যবাদ জানাই। :)

৮| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

মেহেরুন বলেছেন: প্রিয়তে নিলাম।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

মার্কো পোলো বলেছেন:
মন্তব্যে প্রীত হলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

মাজুবিবি বলেছেন: বেশ মজা লাগেছ। বিশেষ করে বৃষ্টি পড়ে।
প্রিয়তে রাখলাম।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

মার্কো পোলো বলেছেন:

মন্তব্যে প্রীত হলাম। আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো।


শুভকামনা রইলো। :)

১০| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

বলেছেন: বেশ কিছু জানতে পারলাম।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার নাম দেখতে পাচ্ছি না। :)

১১| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

মারিয়া ফেরদৌসী বলেছেন: বাহ । ভালো লাগলো।

১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

মার্কো পোলো বলেছেন:
আপনার ভাল লেগেছে জন্য খুশি হলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

১২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

নয়ন বিন বাহার বলেছেন: বাহ ! নতুন কিছু জানতে পারলাম । আপনাকে ধন্যবাদ।।

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শুভকামনা রইলো।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: সুন্দর বিষয়

১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মার্কো পোলো বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই। :)

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮

মার্কো পোলো বলেছেন:
আপনার মন্তব্যে প্রীত হলাম।

অসংখ্য ধন্যবাদ ভাই।

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৬

ফরিদ আহমাদ বলেছেন: মজার পোস্ট

১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১২

মার্কো পোলো বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:০৩

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি থেকে অনেক বিষয় জানা হল ।
আরো কিছু যোগ করে যেতে চাই , অবশ্য ইন্টারনেট থেকে নেয়া । তবে অনেকের কৌতুহল মিটতে পারে ।

Word Origin and History for floccinaucinihilipilification

"action or habit of estimating as worthless," a combination of four Latin words ( flocci, nauci, nihili, pilifi) all signifying "at a small price" or "for nothing," which were listed together in a rule of the well-known Eton Latin Grammar.

ধন্যবাদ তথ্যপুর্ণ লিখাটির জন্য ।
শুভেচ্ছা রইল

১৫ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

মার্কো পোলো বলেছেন:
এটি জানা ছিল না। ধন্যবাদ নতুন কিছু সংযোজন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১০

হাবিবুর রাহমান বাদল বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। আশাকরি এই রকম পোস্ট অব্যাহত রাখবেন।

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ।

শুভকামনা রইলো।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৫

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও ধন্যবাদ রইল

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

মার্কো পোলো বলেছেন:
আপনাকে আবারো ধন্যবাদ। :)

দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.