![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের হয়তো ধারণা অপরাধীকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ গ্রেফতার করতে পারে না। কিন্তু আপনি চাইলেও অপরাধীকে গ্রেফতার করতে পারবেন। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ছাড়াও সাধারণ মানুষের হাতে অপরাধীকে গ্রেফতারের ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং জেনে নিন কোন কারণে আপনি চাইলেই অপরাধীকে গ্রেফতার করতে পারবেন।
সাধারণ মানুষ দুটি কারণে অপরাধীকে গ্রেফতার করতে পারবে।
কারণ দুটি হলোঃ
১) যদি কোন ব্যক্তি জামিনের অযোগ্য কোন অপরাধ সাধারণ মানুষের সামনে করে।
২) যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য ঘোষণা দেওয়া হয়েছে।
এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারায় দেয়া হয়েছে।
#উদাহরণঃ
১) ক রাস্তার পাশে খ কে গুরুতর আঘাত করে পালাতে চাইলো, এমনতাবস্থায় প্রত্যক্ষদর্শী গ ক কে গ্রেফতার করতে পারবে।
২) একটি খুনের দায়ে পলাতক ক এর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ক কে পাওয়া গেলে যে কেউ তাকে গ্রেফতার করতে পারবে।
তবে এখানে শর্ত থাকে যে, গ্রেফতার করে বিলম্ব না করে পুলিশে খবর দিতে হবে অথবা থানায় নিয়ে যেতে হবে।
(ছবিঃ ইন্টারনেট)
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮
মার্কো পোলো বলেছেন:
হাহা। এমপি ধরলে কিন্তু রক্ষা নাই।
২| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক গুরুত্বপুর্ণ কথা জানা গেল ,
কোন কাজে লেগে যায় কে জানে !!
ধন্যবাদ তথ্যপুর্ণ লিখাটির জন্য ।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
মার্কো পোলো বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৫
জিল্লুর রহমান রিফাত বলেছেন: আমি পুলিশ কে গ্রেফতার করার আশায় বইস্যা রইলাম!!
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
মার্কো পোলো বলেছেন:
হাহা।
পুলিশ ভয় পেয়ে যাবে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ প্রামানিক ভাই।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১১
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল তথ্য। পুলিশের গ্রেফতারি নিয়ে নতুন যে আইন হল ওইটা দেন।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
মার্কো পোলো বলেছেন:
ঠিক আছে, ওইটা দিব ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ শাহরিয়ার ভাই।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮
সাহসী সন্তান বলেছেন: পোস্টটা পড়ার পর থেকে খালি মানুষকে গ্রেফতার করতে মুঞ্চাইতেছে! যারেই দেখতেছি, তারেই তো ঐ দুই ক্যাটাগরির বইলা মনে হইতাছে......
ব্যাপারটা জানা ছিল, আবারও জানলাম! পুরানো জিনিস নতুন করে জানার মধ্যেও এক ধরনের ভাল লাগা কাজ করে!
শুভ কামনা জানবেন!
২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
মার্কো পোলো বলেছেন:
হাহা। আজকাল ভাল মানুষের চেয়ে অপরাধীর সংখ্যাই বেশি মনে হয়। গ্রেফতার করতে থাকুন, অপরাধীর সংখ্যা কমিয়ে আনুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
কোনদিন আবার কোন এমপি'কে ধরে বসি কে জানে?