নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

অনলাইন নিউজপোর্টাল কথন. . . .

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

বিভিন্ন অনলাইন পত্রিকার সংবাদ পুনরাবৃত্তি, অতিরঞ্জিত অনর্থক, নকল করা সংবাদ চরম বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। কোন সংবাদ একটি পত্রিকায় প্রকাশ হওয়া মাত্র অন্যান্য নিউজপোর্টাল গুলো একই বিষয় অবিকল প্রতিরূপ এবং কপিএডিট করে বারংবার প্রচার করছে। সস্তা খ্যাতি লাভের প্রয়াসে বিদেশী পত্রিকাগুলো থেকে কপিসমেত প্রচার করে নিজেদের পত্রিকার নামে চালিয়ে দিচ্ছে।

কিছু অনলাইন পত্রিকায় দেখা যায় কলকাতাকেন্দ্রিক পত্রিকা থেকে সংবাদ অবিকৃত অবস্থায় অনলাইনে চালিয়ে দেয়া হচ্ছে যা দেখে গা গুলিয়ে তোলার উদ্রেক হয়।

কিছু অনলাইন নিউজপোর্টাল এমন কিছু সংবাদ প্রচার করে যার হেডলাইনের সাথে ভিতরের ঘটনার কোন মিলই খুঁজে পাওয়া যায় না। অথচ এসব সস্তায় পাঠক বাড়ানোর অপকৌশল মাত্র।

অনেক নিউজপোর্টাল এমন কিছু আজগুবি সংবাদ প্রচার করে যেগুলো তারা তাদের বাপের জন্মেও এগুলো শুনেছে বলে মনে হয় না। অথচ সেই একই ব্যাপার। সস্তা খ্যাতি লাভের প্রয়াসে ব্যর্থ অপকৌশল!

এসব সংবাদ প্রকাশে তাদের নিউজপোর্টাল যে সমৃদ্ধ ও জনপ্রিয় হচ্ছে এমনটিও নয়, বরং এসব সুবুদ্ধিহীন কর্মকাণ্ড লোকজনের বিরক্তির হেতু হয়ে দাঁড়াচ্ছে। কমেন্ট বক্সে ফলোয়ার, ব্যবহারকারীদের মন্তব্য খেয়াল করলে তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায়।

মনে রাখবেন জনপ্রিয়তা, ফলোয়ার এসব উল্টাপাল্টা, বিকৃত, অন্তঃসারশূন্য, কপি করা সংবাদে হয় না, বরং নিজেদের মান, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য বস্তুনিষ্ঠ, বাস্তব, বিশ্বস্ত, নির্ভুল সংবাদ প্রচার করে সবার প্রতি আপ্তকারী, আস্থা স্থাপনের যোগ্য হোন।

প্রায় একবছর পর ব্লগে আগমন। আশাকরি ভাল আছেন সবাই। এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। সাথে শুভকামনা রইলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভূয়া সংবাদ যাচাই করার জন্য বাংলাদেশী http://www.jaachai.com সাইটটা ভিজিট করতে পারেন। (বিঃদ্রঃ যাচাই এর সাথে আমার কোনো ব্যবসায়িক চুক্তি নাই। :D

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩১

মার্কো পোলো বলেছেন:
গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:





ভাই, কত্ত দিন পর আইলেন........... ভাল আছেন তো...... মিস ইউ....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

মার্কো পোলো বলেছেন:






ভাই, আপনাদের অনেক মিস করেছি। বিশেষকরে আপনার কবিতাগুচ্ছ এখনো মনেরগহনে সেঁটে আছে। কবিতাপাঠে ভালোলাগা অটুট থাকবে।
আশাকরি ব্লগে এখন নিয়মিত থাকবো। :)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

দূরের যাত্রী বলেছেন: এতদিন কি ওকালতি পেশায় ব্যস্ত ছিলেন?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

মার্কো পোলো বলেছেন:


উড়ে এসে হঠাৎ করে এই প্রশ্ন! যেখানেই ব্যস্ত থাকি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। প্রশ্নের ধরন, লেভেল, কোয়ালিটি আছে যা এই জিজ্ঞাসনে নেই। ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: অনলাইন পত্রিকার জন্য সরকারের যথাযথ আঈন প্রয়োগ করতে হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২২

মার্কো পোলো বলেছেন:

আমাদের প্রেক্ষাপটে আইন প্রয়োগ যথেষ্ট কঠিন। তবে বিধিমালা করে, মান যাচাই পূর্বক নির্দিষ্ট সংখ্যক পত্রিকার অনুমতি প্রদান করা উচিত। বাকিসব কথিত, অন্তঃসারশূন্য আউট।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.