নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

অর্পিত সম্পত্তি কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২


আপনি জানেন কি?

স্বাধীনতা যুদ্ধের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ফেলে যাওয়া সম্পত্তির যে অংশ সরকার অধিগ্রহণ করেছে বা দখলে নিয়েছে সেই সম্পত্তিগুলোকে (ক) তালিকাভুক্ত এবং

সম্পত্তির যে অংশ সরকার অধিগ্রহণ করেনি বা বেদখল রয়েছে, সেগুলোকে (খ) তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

দেশে মোট
(ক) তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ ১ লাখ একরের বেশি এবং
(খ) তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির পরিমাণ প্রায় ৬ লাখ একর।


(ছবিঃ ইন্টারনেট)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: এই বিশাল সম্পত্তির কতটুকু সরকারের দখলে আছে, জানতে পারলে কিন্তু ভাল লাগতো!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২

মার্কো পোলো বলেছেন:

সর্বশেষ তথ্যানুযায়ী, অর্পিত সম্পত্তির মোট পরিমাণ ছয় লাখ ৬০ হাজার ২২১ একর। এর মধ্যে প্রত্যর্পণযোগ্য সরকারের দখলে থাকা ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তির পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৬৬২ একর ও সরকারের দখলের বাইরে ‘খ’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তির পরিমাণ চার লাখ ৭০ হাজার ৫৫৮ একর। ধন্যবাদ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

ম্যালা সম্পদ....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

মার্কো পোলো বলেছেন:

:)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

কানিজ রিনা বলেছেন: আমাদের বাড়ি কাঠের মিস্ত্রী কাকা কাঠের
কাজ করত এখন করে কাকার ছেলেরা
বাড়ির কিছু কাঠের কাজ করতে এসে
ধীরেন কাকার ছেলে বলল আমার বাবার
ভায়েরা ইন্ডিয়া যাওয়ার আগে তাদের বাড়ি
ও মাঠানসম্পত্তি বাবা কিনে নেয় যা রেস্ট্রি হয়
এসএ রেকর্ড ধরে। কিন্ত এখন আর এস
রেকর্ড কার্জকর হওয়ায় সরকার এখন
এনিমি করে নিচ্ছে। আসলে ভূমি অফিসের
কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সহ এলাকার
দাপটধারী লোক ধরী মাছ না ছুই পানি
এইসব কাজে জড়িত।
সরকারী এনিমি দেখিয়ে মুক্তযোদ্ধা বানোয়াট
নাম ধারী সরকারী জমি বলে দখল করে
নিচ্ছে।
পাতি নেতাদের পাললায় আমাদের ১০০ বছরের ভিটা বেহাত হওয়ার পথ থেকে
অনেক কষ্টে আমরা কোর্টের স্বরনাপন্ন
হয়েছি আজও মামলা চলছে।
আমার বিধবা মা বুড়ো হয়ে গেছে একটি
মাত্র ভাই ভয়ে কথা বলতে পারেনা।
ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

মার্কো পোলো বলেছেন:

খুবই দুঃখজনক। আসলে ভূমি অফিস হচ্ছে দুর্নীতির অন্যতম প্রধান খাত। এখানকার দুর্নীতি লাগামহীন।
ধন্যবাদ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৫

মলাসইলমুইনা বলেছেন: অর্পিত সম্পত্তি নিয়ে এই সবইতো চলছে | সাধারণ মানুষেরা এবং বেশির ভাগ মানুষই কিন্তু এই অর্পিত সম্পত্তির ইনস এন্ড আউট কিছুই জানে না | তবুও এই অর্পিত সম্পত্তিই হয়ে গেছে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতনের একটি মূল কারণ | আর সব সময়ই এর হোতা হলো ক্ষমতাশীল সরকার দলীয় গুন্ডা পান্ডারা | কিন্তু এর বদনামটা নিতে হচ্ছে পুরো দেশের আর সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীকে |

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

মার্কো পোলো বলেছেন:
হ্যাঁ। ভূমিদস্যুদের রুখার সাধ্য কারো নাই। কাউকে বাস্তুচ্যুত করা অনেক বড় অপরাধ। নিজের বাপ-দাদার ভিটা থেকে উচ্ছেদ হওয়ার মতো এমন কষ্ট আর হয় না। অথচ এদের কাছে সংখ্যালঘু নির্যাতন কোন বিষয় না।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

মার্কো পোলো বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.