![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলুনতো জেইলের বছর হয় কয় মাসে? উত্তরে হয়তো বলবেন ৯ মাসে?? এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ৯ মাস কি সঠিক!!
একটা কথা প্রায় শোনা যায় যে, জেইলখানায় বছর হয় নয় মাসে। কিন্তু কি তাই? না, কথাটি আর দশটা কথার মতই ভুলভাবে প্রচলিত।
বন্দি সদাচরণ ও জেইল বিধি যথাযথ পালনের মাধ্যমে সপ্তাহে তা একটি বা কখনো মাসে দুইদিন এভাবে বিভিন্ন মেয়াদের ”দণ্ড হ্রাস” অর্জন করতে পারেন। মূলত এই দণ্ড হৃাস বৃদ্ধির উপর এর মেয়াদ নির্ভর করে, যা কোনমতেই ৯ মাসে সীমাবদ্ধ নয়।
জেইল কোডের ৭৬৮ বিধিতে বলা হয়েছে জেইল কর্তৃপক্ষ সরকারের পূর্বানুমতি নিয়ে তা সর্বোচ্চ বন্দির কারাদন্ডের মেয়াদের চার-ভাগের একভাগ কমাতে পারবে। যদি কোন বন্দির কারাদণ্ডের মেয়াদ এক বছর হয় তাহলে তা কমিয়ে ৯ মাস করতে পারবে। আর এজন্য বলে জেইলের বছর ৯ মাসে।
(ছবিঃ ইন্টারনেট।)
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬
মার্কো পোলো বলেছেন:
হুম। আল্লাহ মাফ করুক।
ধন্যবাদ ভাই।
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকেই এই তথ্যগুলো জানেন না। পোস্ট দিয়ে ভালোই করেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
মার্কো পোলো বলেছেন:
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪
বিলিয়ার রহমান বলেছেন: জানা ছিল না!
জানানোর জন্য ধন্যবাদ!
০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১০
মোঃ মাইদুল সরকার বলেছেন: জেল খানায় যে না জায় সে বুঝবেনা মর্ম।
সেথা কি হচ্ছে কর্ম।
প্রচলিত ভুলটা জানায়া ভালই করিছেন ভাইজান।
০৯ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১
মার্কো পোলো বলেছেন:
ঠিক। জেইল হলো শারীরিক, মানসিক দু'ধরনের কষ্টেরই কেন্দ্রস্থল।
ধন্যবাদ ভাই।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১
আমার আব্বা বলেছেন: জেলে যেতে ভয় হয়
০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪
মার্কো পোলো বলেছেন:
জেলে যাওয়ার কি দরকার! বাইরেই থাকুন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ মাফ করুক...