![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন কোন অপরাধের কথা আপনি জানেন কি যা করলে শাস্তি হয় না, কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি হয়?
কেউ কি বলতে পারবেন আইনে এমন কোন অপরাধ আছে যা করলে কোন শাস্তি নেই, কিন্তু অপরাধ করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি ভোগ করতে হয়?
হ্যাঁ, আমাদের আইনে এমনি এক ধরনের অপরাধ আছে যে অপরাধ সংঘটন করলে বা অপরাধ করে ফেললে কোন শাস্তি নেই, অর্থ্যাৎ কোন শাস্তিভোগ করতে হবে না। কিন্তু সেই একই অপরাধ করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে শাস্তি'র বিধান আছে এবং আইনুযায়ী সেই অপরাধ সংঘটনে চেষ্টার জন্য শাস্তিভোগ করতে হবে। একটু চিন্তা করুন এবং উত্তরটা দিন। পরে উত্তরটা আমি দিয়ে দিব।
(ছবিঃ ইন্টারনেট)
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫২
মার্কো পোলো বলেছেন: তাই! আপনার উত্তরটা সঠিক কিনা এখনি বলবো না। অপেক্ষা করুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা কি সিরিয়াসলি কোন আইন নাকি আই কিউ?
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০২
মার্কো পোলো বলেছেন:
আইন। তবে আইকিউও বলা যায়।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০০
সালান বলেছেন: আত্বহত্তা কোনও অপরাধ না,
কিন্তু করতে ব্যার্থ হলেই অপরাধ।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৩
মার্কো পোলো বলেছেন: পরে বলবো। অপেক্ষা করুন।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০২
মলাসইলমুইনা বলেছেন: ঠিক, সুইসাইড
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৪
মার্কো পোলো বলেছেন:
অপেক্ষা করুন। পরে বলছি।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আত্মহত্যার চেষ্টা করলে তো শাস্তির বিধান নেই...
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
মার্কো পোলো বলেছেন:
তাই তো! একটুপর বলছি।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৬
মলাসইলমুইনা বলেছেন: ও আরেকটা মনে হয় আছে, জাতীয় নির্বাচনে জালিয়াতি করে সরকার গঠন করলে কোনো ক্রাইম না, কিন্তু জালিয়াতি করেও নির্বাচনে হেরে গেলে খবর আছে আইনের চোখে |
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৯
মার্কো পোলো বলেছেন:
হুম। চিন্তার বিষয়। নেতাদের একদম আঁতে ঘা দিলেন।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবৈধ প্রক্রিয়ায় বিদেশ পাঠিয়ে দিতে পারলে কোন শাস্তি নাই, কিন্তু এয়ারপোর্টে ধরা খেলে শাস্তি!!!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১১
মার্কো পোলো বলেছেন:
উত্তরে বেশ মজা পাচ্ছি। তবে কথা কিন্তু সত্য।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১২
মলাসইলমুইনা বলেছেন: এইটা ঠিক হলো কিনা তাতো বললেননা ভাই ?
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৪
মার্কো পোলো বলেছেন:
হয়নি ভাইজান। যদিও সত্য তবে সঠিক নয়।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনি কি " আত্মহ্ত্যার" কথা ভাবছেন !!!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪
মার্কো পোলো বলেছেন:
উঁহু। মইরা যামু তো।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২২
ওমেরা বলেছেন: আমার মনে হয় ,সামরিক অভ্যুত্থান ।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫
মার্কো পোলো বলেছেন:
চিন্তার বিষয় তো!
১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৭
নতুন বলেছেন: আত্নহত্যা করলে সাজা হয়না। কিন্তু ব্যথ` হলে সাজা হয়।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
মার্কো পোলো বলেছেন:
হুম। উত্তরটা নিয়ে চিন্তা করছি। তবে এটি সংঘটনের জন্য নয়।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫১
কল্পলোকের রাজপুত্র বলেছেন: সঠিক উত্তর এখনও পাওয়া যায় নাই কিন্তু
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮
মার্কো পোলো বলেছেন:
পাবেন। একটু ধৈর্য ধরুন। মন্তব্য দেখছি কে কি উত্তর দেয়।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫২
কল্পলোকের রাজপুত্র বলেছেন: অপেক্ষায় থাকলাম
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০
মার্কো পোলো বলেছেন:
আরো কিছু উত্তর দেখি। মন্তব্য দেখে ভালোই লাগছে।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পার্কে বসে প্রেমিকার সাথে প্রেম করলে কোন শাস্তি হয় না কিন্তু কারো হাতে ধরা খাইলে জামিন মেলে না।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০
মার্কো পোলো বলেছেন:
হাহা। গণধোলাই! উত্তরটা সেরাম হইছে।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯
শাহরিয়ার কবীর বলেছেন:
পার্কে বসে প্রেমিকার সাথে প্রেম করলে কোন শাস্তি হয় না,কিন্তু বাড়ীর কারো হাতে ধরা খাইলে জামিন মেলে না।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১
মার্কো পোলো বলেছেন:
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪
ত্রিকোণমিতি বলেছেন: আত্মহত্যা।
১০০% শিওর
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২
মার্কো পোলো বলেছেন:
এখনি বলবো না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: জাতীয় নির্বাচনে জালিয়াতি করে সরকার গঠন করলে কোনো ক্রাইম না, কিন্তু জালিয়াতি করেও নির্বাচনে হেরে গেলে খবর আছে আইনের চোখে |
শাহরিয়ার কবীর বলেছেন: পার্কে বসে প্রেমিকার সাথে প্রেম করলে কোন শাস্তি হয় না কিন্তু কারো হাতে ধরা খাইলে জামিন মেলে না।
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবৈধ প্রক্রিয়ায় বিদেশ পাঠিয়ে দিতে পারলে কোন শাস্তি নাই, কিন্তু এয়ারপোর্টে ধরা খেলে শাস্তি!!!
হাহাহাহাহা......... এর উপর কোন উত্তর নেই
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪
মার্কো পোলো বলেছেন:
হাহা। সবাই বিনোদন পাচ্ছে ভাল।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২
শাহরিয়ার কবীর বলেছেন: তাতে পাশ না -ফেল ?
আজকে বিশ্ব ডিম দিবসের শুভেচ্ছা রইল ।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
মার্কো পোলো বলেছেন:
উত্তরে কত সেটা পরে, তবে আপনার মন্তব্যে ১০ এ ১০।
শুভেচ্ছা ডিম দিবসের। বেশি করে ডিম খান, মুরগির উপর চাপ কমান।
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫
সামিদুল ইসলাম বলেছেন: সঠিক উত্তর দেন
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০
মার্কো পোলো বলেছেন:
আপনার কাছে সঠিক উত্তর কি মনে হয়? বলেন তো।
২০| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২
আটলান্টিক বলেছেন: মার্কো আপনার সাথে আমিও উত্তরের অপেক্ষায় আছি।মন্তব্যগুলো দেখে তো সেই মজা লুটছি
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
মার্কো পোলো বলেছেন:
হাহা। এজন্যই বিনোদন আসুক এই অপেক্ষায় বসে আছি। সাথে থাকুন।
২১| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: ব্লু হ্যোয়েল গেম!
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩
মার্কো পোলো বলেছেন:
হা হা। ঘটনা সত্য।
২২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
বিলিয়ার রহমান বলেছেন: এই ধাঁধাঁর উত্তর আমি দিমু না!
তবে লেখক চাইলে দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম দিতে রাজি আছি!
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩
মার্কো পোলো বলেছেন:
দেওন লাগতো না। উত্তর পরে পাইবান। তবে চাইলে একটা উত্তর দিতে পারেন।
২৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
শায়মা বলেছেন: তাইলে উত্তর ঘোষনা করো ভাইয়া!
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪
মার্কো পোলো বলেছেন:
শায়মা আপু, অপেক্ষা করলে আরো ভাল হবে। বিনুদুন আসছে আনলিমিটেড।
২৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০
আবু তালেব শেখ বলেছেন: দুঃখিত ধাধায় ব্রেন খরচ করি না
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
মার্কো পোলো বলেছেন:
দুঃখিত, মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: জানি কিন্তু কমু না ! কারন পুরষ্কার দিবেন কি না এইটা বলেন নাই !
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩
মার্কো পোলো বলেছেন:
বলেন। পুরুষ্কার হপে আইসক্রিম।
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি উত্তর জানি তবে দেখি, আপনি জানেন কিনা ...........?
:চ
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৫
মার্কো পোলো বলেছেন:
অক্কে। আপনার উত্তরটা শুনি। আমজনতা আগে আপনার উত্তরটা দেখতে চায়।
২৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
প্রামানিক বলেছেন: সঠিক উত্তর হলো--- আত্মহত্যা করলে শাস্তি নাই কিন্তু ব্যার্থ হলে শাস্তি আছে।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮
মার্কো পোলো বলেছেন: ধন্যবাদ ভাই। সাথেই থাকুন।
২৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন: Section 309 of Indian Penal Code সরি ভাই আমার আগেই ১০-১২ জন গুগল এ ঢু মারছে।সঠিক উত্তর হলো আত্মহত্যা
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯
মার্কো পোলো বলেছেন:
ধন্যবাদ ভাই। সাথেই থাকুন।
২৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
কানিজ রিনা বলেছেন: আত্বহত্যা করলে ছিছি পড়ে যায়। কিন্তু
বেঁচে থাকলে ভালবাসা পায়।
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯
মার্কো পোলো বলেছেন:
ঠিক। আমরা এরকম ঘৃণ্য পরিস্থিতি দেখতে চাই না।
ধন্যবাদ।
৩০| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬
মার্কো পোলো বলেছেন:
এই সরল ধাঁধাঁর উত্তর হচ্ছে ‘আত্মহত্যা’। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। যদিও বলিনি সঠিক কিনা, তবে প্রতিউত্তরের মাধ্যমে বুঝিয়েছি ঠিক আছে। তাছাড়া উত্তরও দেইনি কিছু বিনুদুনের আশায়।
যাইহোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা মহাপাপ। আইন অনুসারে এটি একটি অপরাধ। দণ্ডবিধি'র ৩০৯ ধারায় বলা আছে- যদি কোন লোক আত্নহত্যা করার চেষ্টা করে এবং অনুরুপ অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কোন কাজ করে, তবে উক্ত লোক এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ। মাঝেমধ্যে এরকম বিনোদন আমরা সবাই চাই এবং আপনাদের সকলের মন্তব্য পেয়ে সত্যিই অনেক ভাল লাগে। ভালো থাকুন নিরন্তর।
৩১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯
বিলিয়ার রহমান বলেছেন: আমিতো আগেই পারতাম মেয়াবাই! কিন্তু কই নাই!!
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৪
মার্কো পোলো বলেছেন:
আগেই জানতেন সেইটা জানি ভাই। কিন্তু কইলেন না ক্যান!
৩২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই পোস্ট পরে চোখে পড়ায় ভালই হইছে। নাহলে অন্যেরা জিতার সুযোগ পেত না।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৪
মার্কো পোলো বলেছেন:
হ্যাঁ। ঠিক। এখন উত্তরটা সবার কাছে পরিষ্কার।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪৯
কানিজ রিনা বলেছেন: প্রেম করেছেন কোনও অপরাধ না
কিন্তু নিবেদন করে ব্যার্থ হলেই অপরাধ।
যদি ভিকটিম নালিস করে।