নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

মার্কো পোলো

মার্কো পোলো › বিস্তারিত পোস্টঃ

বাজারের লিস্ট!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮



এক বিশেষ সূত্রে এই লিস্টটি পেয়েছি। যে রমণী বাজারের লিস্টটা করেছিল তার কাছ থেকেই সংগ্রহ করা, লিস্টটির জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই। এতো সুন্দর, রোমান্টিকতার আবহে রাগ-অভিমান ভরা, গুচ্ছ ভালোবাসার লেখনীতে লিস্টটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে এটি শুধু বাজারের লিস্ট নয়, বরং আবেগ ভালোবাসা মিশ্রিত চিঠি, অনুরাগ মিশ্রিত স্তবক।
বিয়ের পর রাগ, অভিমান, হাসি, গল্প, খুনসুটি থাকবে তবেই না সংসার হবে সুখের। তবে এটি দেখে ব্যাচেলর বিশেষকরে যারা অন্তহীন হৃদয়ের বার্তা নিয়ে পার্বতীর বিরহে দেবদাস ভাব নিয়ে ঘুরে বেড়ায় তারা আফসোস করবেন। অনেকের হয়তো হিংসা হচ্ছে, তবে ধৈর্য ধরুন। আপনারও হয়তো এমন দিন আসবে। তাই যেখানে সেখানে সস্তা প্রেম না বিকিয়ে, উড়নচণ্ডী না হয়ে ধৈর্য ধরুন। একটা গান আছে “বিয়ের পরে প্রেম ভালো গুণীজনে কয়, বিয়ের আগে প্রেম নিয়ে লুকোচুরি নয়।’’ :-P :P
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


দাদখানি চাল, মসুরের ডাল, চিনি-পাতা দৈ ...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

মার্কো পোলো বলেছেন: :-B লিস্ট কমপ্লিট করতে আরো কয়েকপাতা লাগবে। :)

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: ব্যাচেলরদের বাজার করার কষ্ট নেই ,সেই কথা ভাবুন না কেন

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৩

মার্কো পোলো বলেছেন: হ্যা, চিন্তার বিষয়। :||

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: প্রতি মাসের শুরুতেই আমার বউ এরকম একটা লিস্ট ধরিয়ে দেয়।
শেষে প্রেম ভালোবাসা সক্রান্ত কিছু লেখা থাকে। সেই গুলো ব্লগা নাই বা বলি।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

মার্কো পোলো বলেছেন: বাজার করতে যাওয়ার সময়ও ভালোবাসা!

আপনার জন্য শুভকামনা অফুরান। :)

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

কাওসার চৌধুরী বলেছেন:


লিস্টে একজন ভাল ডাক্তারের ছাপ স্পষ্ট। যে ডাক্তার ভাতের পরিবর্তে রোগীকে কমিশনের নেশায় পুরো পাতা জুড়ে ঔষধ লেখে দেন। আপার পেশা কী ডাক্তারী!!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

মার্কো পোলো বলেছেন: ঠিক ধরেছেন। উনি ডাক্তার। :D

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: পরিবারের সবার স্বার্থে এমন লিস্ট দরকার আছে।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

মার্কো পোলো বলেছেন: হ্যা। রোমান্টিকতা থাকলে সংসারও হবে সুখের।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হায়রে লিস্ট! আমার বউ তো লিখতে চায় না। বলে, তুমি মোবাইলে লিখে রাখ!...

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

মার্কো পোলো বলেছেন: হাহা। ডিজিটাল ভালোবাসা। :P

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

আল ইফরান বলেছেন: আমাদের এখনো এই সৌভাগ্য হয় নাই, আপাতত দেখেই শান্তি। :-B

আপনার ব্যাচ কত?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

মার্কো পোলো বলেছেন: ধৈর্য ধরুন, এমন দিন আপনারাও আসবে। :D

আপনি কি আইন বিভাগের?

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

আল ইফরান বলেছেন: জ্বী B-))

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

মার্কো পোলো বলেছেন: ব্যাচ ৩৬। আপনার?

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

আল ইফরান বলেছেন: ৩৪।
মাসফি,লিয়ন,প্রিয়াংকা,খালিদ আর নিবিড়দের বন্ধু?

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১

মার্কো পোলো বলেছেন: জ্বী।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: এইটা ভালবাসা?
বেচারা খুবই বিপদে আছে

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২

মার্কো পোলো বলেছেন: বিপদে না ভালই আছে। রোমান্টিকতা কার না ভালো লাগে। :D

১১| ১৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

ফাহেল৯৬ বলেছেন: একটা জিনিস জানার ছিলো,নেটে অনেক খুজেও পাই নি। তাই এখানে প্রশ্ন রাখলাম। অামার পরিচিত একজন তার প্রেমিকাকে গোপনে বিয়ে করে কাজি অফিসে, সেটা রেজিস্ট্রিও করে। নিকাহনামার মূল কপিও তার কাছে অাছে। এখন ব্যাপার হলো তারা ফ্যামিলিকাল ভাবে অনুষ্ঠান করে অাবার বিয়ে করবে (ঔই ২ জনই, কিন্তু এবার ফ্যামিলির অনুমতিতে,অাগের বিয়ে ছিলো নিজেরা নিজেরা ফ্রেন্ড সার্কেলের উপস্থিতিতে)। এই অবস্তুায় তারা চাচ্ছে না অাগের বিয়ের ব্যাপারটা ফ্যামিলিতে জানুক, কারন এক্ষেত্রে মান সম্মান একটু নস্ট হবে, ২ পক্ষের ফ্যামিলিও ভাববে এরা অনেক মাতববর হয়ে গেসে। এখন করণীয় কি যাতে অাগের বিয়ে সম্পর্কে জানতে না পারে? অাপনার কোর্ট ম্যারেজ পোস্টেও মন্তব্যটি করা,ওখানে ২০১৬ এর পর কোন রেসপন্স নাই দেখে, এখানেও মন্তব্যটি করা।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৪

মার্কো পোলো বলেছেন: আপনি দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন। কারো স্ত্রী যদি আইনগত কোন কারণ ছাড়াই তার স্বামীর সাথে একত্রে বসবাস না করে, সে ক্ষেত্রে স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য তার স্ত্রীর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে।

এক্ষেত্রে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলায় আপনাকে অবশ্যই প্রমান করতে হবে যে, আপনি নির্দোষ ও নিরীহ মনোভাব নিয়েই আদালতের কাছে বিচার প্রার্থী হয়েছেন।

তবে স্ত্রী যদি প্রমাণ করতে পারে যে, স্বামী তার সাথে নিষ্ঠুর আচরণ করেছে, তবে স্বামী ডিক্রি পাবে না। নিষ্ঠুরতার আকার প্রকৃতি এমন হতে হবে যে, ওই অবস্থায় স্ত্রীর পক্ষে স্বামীর ঘরে যাওয়া নিরাপদ নয় , তখন সেটা হবে একটি উত্তম বৈধ প্রতিরক্ষামূলক চুক্তি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.