![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেট:গ্রামীণফোনের ‘এক্সক্লুসিভ’ প্রস্তাব প্রত্যাখ্যান
এক্সক্লুসিভ প্রস্তাবটা কি জাতী জানতে চায়???
হারামী টরে জনসেন
এখনকারমত ২০ বৎসর বা তারও আগে সবার হাতেতো মোবাইল ছিল না । জেলা সদরে ল্যান্ড ফোন ছিল তবে তা সর্বসাধারণের নাগালের বাইরে । কোন জরুরী সংবাদ প্রেরণ বা গ্রহনের একমাত্র মাধ্যম ছিল পোষ্ট অফিসের মাধ্যমে টেলিগ্রাম করা বা গ্রহন করা । মেসেজ পাঠানোর জন্য একটা যন্ত্র ব্যবহার করা হতো আজ অনেক বৎসর পর তার আভিধানিক নামটা ভূলে গেছি তবে টরে টক্কা নামটা এখনও মনে আছে ।
২০১২ সালে আবার টরে নামটার সাথে পরিচয় হলো । এই টরে যা তা টরে নয় উনি হলেন আমার দেশে বসে আমার ভাই-বোনদের চাকুরী খাদক । গ্রামীন ফোন তাদের কার্য্যকলাপের জন্য অনেকেই বলে থাকেন হারামী ফোন আর এই হারামী ফোনের প্রধান নির্বাহী টরে জনসেন। বর্তমান সরকারের অনেক কাজ-কর্মের সাথে আমাদের মতের অমিল থাকতে পারে তবে এই হারামী টরেকে সংসদীয় কমিটিতে তলব করাতে খুশী হয়েছি । এখন দেখা যাক টরে সংসদীয় কমিটিতে কি ব্যাখ্যা দেয় আর সংসদীয় কমিটির কাছে জোর দাবী হারামী টরের জবাব যেন জনসম্মুখে প্রকাশ করে ।
১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪
ফানার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:২৮
হেডস্যার বলেছেন:
যন্ত্রখানের নাম টেলিগ্রাফ