নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব এর একজন পুরুষ সদস্য। আধুনিক নাম মানুষ (হোমো স্যাপিয়েন্স)

কূপমন্ডুক আর?

আমি বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব এর একজন পুরুষ সদস্য। আধুনিক নাম মানুষ (হোমো স্যাপিয়েন্স)

কূপমন্ডুক আর? › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা ব্যবস্থা

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:০০

আমাদের শিক্ষা জীবনে একজন কমান্ডার থাকে। যাকে আমরা সম্মান দিয়ে শিক্ষক বলি। তিনি ক্লাসে ঢুকলে দাড়িয়ে যাই ।বসতে বললে বসি। আবার মাঝে মাঝে বলেন, খাতা বের করে বোর্ডে দেওয়া পড়া গুলো খাতায় তুলে রাখো। কিংবা মাঝে মাঝে বলে অমুক বইয়ের অমুক পৃষ্ঠা বের করো।আমাদের মগজ ,চিন্তাশক্তিতে একটা সার্কেল তৈরি হয়। শিক্ষন নামের এই ভদ্রলোক যা বলবেন তাই ঠিক। মাঝে মাঝে এমন শিক্ষক ও দেখা যায় , আপনি বা আমি যদি প্রশ্ন করি। তখন তারা বলে উঠবে ,আমার থেকে বেশি বুঝিস? বোর্ড এ যা আছে তাই লেখ। আমি বলছি না যে সব শিক্ষক এমন। কিন্তু সেখান ঠিক "থিঙ্ক আউট অফ বক্স " বিষয়টা কাজ করেনা আমাদের ভিতর। কমান্ডর বাইরে কিছু চিন্তা করতে পারি না। হয়তো বিরক্ত হয়ে না হয় বাধ্য।
আপনার আশেপাশেই দেখবেন যে ,খুব ভালো ছাত্রটি সাতার কিংবা গাছে উঠতে পারে না। কিন্তু তার বইয়ের প্রতিটা পাতায় পাতায় তার ভীষণ ভাব।আসলে আমাদের বার্ষিক অথবা যেই পরীক্ষা নেওয়া হয় সেটা শুধু মাত্র স্মৃতিশক্তির, বুদ্ধিমত্তার না।তা না হলে আমার পাশে বসা বন্ধুটি পরীক্ষার বিষয় বস্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে কিভাবে লেখে? ওদিকে মুখস্ত বিদ্যায় যে পারদর্শী এটা প্রমাণ করতে, আমার পিছনের বসা বন্ধুটি বাড়ি থেকে বইয়ের‌ খন্ডাংশ ছিড়ে নিয়ে এসেছে।
আমি আবারো বলছি, আমাদের শিক্ষাব্যবস্থা শুধু মুখস্তবিদ্যার পরীক্ষা‌ নেয়। বুদ্ধিমত্তা বিকশিত হওয়ার জন্য নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.