![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমালয়ে চীনের সাথে সিমান্তে বিএসএফের জোয়ানরা চৈনিক ড্রোন বিমানের আতঙ্কে প্রায়শই তটস্থ হয় ।সাহস করে নিজেদের ড্রোন গুলোকে ওড়াতেও পারে না, পাছে চীনারা হ্মেপে গিয়ে ড্রোন দিয়ে সিমান্তের আকাশ ঢেকে দেয় ?
কিছুদিন আগে এই সীমান্তেই রাতের আকাশে মঙ্গল গ্রহকে দেখে বিএসএফ ভেবে ছিলো চীনা সার্ভেল্যান্স এয়ারক্র্যাফ্ট । পড়িমড়ি করতে করতে ওপর মহলে খবর দেয় । এক্সপার্ট টিম এসে নিজেদের সীমান্ত রহ্মীদের বুদ্ধির বাহার দেখে তবদা !
কিন্তু ড্রোন গুলাকে ওড়ানো যায় কোথায় ? বন্ধুরাষ্ট্র বাংলাদেশ আছে না! বন্ধুত্বের নিদর্শন হিসেবে ইতঃমধ্যে বাংলাদেশ ভারত সীমান্তকে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হিসেবে প্রতিষ্ঠা করা গেছে, ড্রোন গুলার টার্গেট প্র্যাকটিসও এখানেই করা যাক !
বিএসএ্ফ কর্তার শিশুপুত্র সীমান্তে বাবার কাছে গেছে দেখা করতে । বাবা অফিসে বসিয়ে গেলো নিচে , ফিরে এসে দেখে ছেলে কম্পিউটারে কিছু করছে ।
- বাবা তোমার এই কম্পিউটার গেমটা তো দারুন ।
- বেটা ওটা কম্পিউটার গেম না, ড্রোন বিমান 'লহ্ম্য' এর অপারেটিং প্যানেল আর তুমি যাদের গুলি করলে তারা সত্যিকারের বাংলাদেশী কৃষক । কিন্তু ঠিক , এটা দারুন । এটা আমারও প্রিয় খেলা ।
পৃথিবী গ্রহটাতে অনেক কিছু আছে এখন , শুধু মানবতাটাই চলে গেছে ডিকশনারীতে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
একজন বোকা মানুষ বলেছেন: সহমত
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬
চুরি যাওয়া আগুন... বলেছেন: তারেক হিমু বলেছেন: শক্তের ভক্ত, নরমের যম। ভারতেরও একই অবস্থা।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
তারেক হিমু বলেছেন: শক্তের ভক্ত, নরমের যম। ভারতেরও একই অবস্থা।