নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবাদশিরোনাম

আমি কিছুই না। শুধুমাত্র একটি অস্তিত্ব।

সংবাদশিরোনাম › বিস্তারিত পোস্টঃ

একটা সফটওয়্যার জরুরি দরকার

১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

ব্লগের ভাই বোনেরা, আমি আমার ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করি এবং ইন্টারনেটের জন্য Qubee Wimax ব্যবহার করি । আমার এমন একটা সফটওয়্যার দরকার যেটা দিয়ে আমি ইন্টারনেটের speed limit করে দিতে পারব এবং যা Windows Startup এর সাথে সাথে এমনিতেই চালু হবে আর প্রোগ্রামটার সেটিংস পরিবর্তন করা বা বন্ধ করা কিংবা Uninstall করার জন্য পাসওয়ার্ড সেট করা যাবে যেন যে কেউ প্রোগ্রামটা অপারেট করতে না পারে । কারো কাছে এরকম কাজের সফটওয়্যার থাকলে প্লিজ একটু উপকার করুন। কোন কার্যকরী উপদেশ দিলেও উপকৃত হব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৮

নবীউল করিম বলেছেন: আপনি কেন ও কি চাচ্ছেন জানতে পারলে ভালো হতো।
তারপরেও follow instruction:

1. Click Start------ on search option write "gpedit.msc” a window will be open
2. In the left panel click “Administrative Templates”----- in drop down box click “Network”……in drop down box click “Qos Packet Scheduler”
3. Now on right panel double click on “Limit Reservable Bandwidth”….. a new window will be open
4. Check Enabled button------ under “option” bandwidth limit(%) 50 instead of 20----- click OK & out

এটা আপনার ব্রাউজিং স্পীড কমিয়ে দিবে। পিসি ৫০% রিজার্ভ রাখবে নিজের জন্য।

অথবা “K9” লিখে গুগোলে সার্চ দেন, যে সফট অও্যারটা পাবেন সেটা দিয়ে আপনি অনেক কিছুই কাস্টমাইজ কোরতে পারবেন ইচ্ছা মতো।

ধন্যবাদ

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

সংবাদশিরোনাম বলেছেন: নবীউল করিম ভাই আপসাকে অনেক ধন্যবাদ । আপনার নির্দেশ অনুযায়ী আমি সেটিংস পরিবর্তন করেছি কিন্তু তাতে কাজ হয়নি ।

৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

সংবাদশিরোনাম বলেছেন: আসলে আমি যখন বাসার বাইরে থাকি তখন আমার বোন অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করে সব মেগাবাইট শেষ করে ফেলে । তাই আমি এমন একটা ব্যবস্থা চাচ্ছি যেটা দিয়ে আমি ইন্টারনেটের স্পীড কমিয়ে রাখব যেন অনেক ব্যবহার করলেও না ফুরায় এবং ব্যবস্থাটা আমার বোন জানবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.