![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কোনদিন দেখা হবে না বিলীন এ নগরীতে পোকামাকড়ের রাজত্ব আর শুকনো কঙ্কাল ! !
দুঃখ বিলাসী ___ ফারহা মৌরিন মৌ
দুঃখ বিলাসেও আছে সুখ !
গভীর অনুভবে আছে ।
আছে কিছুদিন অন্য জগতে থাকা,
হঠাৎ চুপচাপ !
কিংবা মন খারাপ ।
কিছু হৃদয়ে কাঁপন ধরানো গান
টানা বাজতে থাকে কানের পাশে,
হারিয়ে যাওয়া বারংবা্র,
মনের অজান্তেই, মনের বাইরে ।
আকাশ টা অনেক ছোট লাগবে
নিজ আবেগের কাছে,
ছোট গাছটিকে মনে হবে বিশাল,
গতিময় ভাবনার বৈপরীত্যে !
কানে ভেসে আসা কিছু শব্দ
হারিয়ে যাবে, মিলিয়ে যাবে ।
কড়া ঝাঁকুনি দিয়ে ডাকলে
তবেই যেন শুনতে পাবে !
এটা এমন অনুভব
যার কোন উৎস নেই,
এটা এমন আকুতি,
যার কোন পূর্ণতা নেই ।
হঠাৎ করে মনে হবে
বেশ বড় হয়ে গেছি !
আমারও বুঝি ভাবনা হয়,
হয় একাকীত্ব অনুভব !
আমিও ছুটে চলি কল্পনায়
খরস্রোতা নদীর পাড় ঘেঁষে!
হঠাৎ থেমে যাই,
পরিত্যক্ত নৌকোর ধার ঘেঁষে ।
আপন মনে হয় ওটাকে
যেন আমার মতই,
পরিত্যক্ত পরিত্যক্ত ভাব নিয়ে
দাঁড়িয়ে রয় এভাবেই !
নামহীন অনুভবে,
গভীর কাব্য অনুরণন এ,
ভাবনায় ডুবি ভাসি
কি নামে ডাকবো নিজেকে !
দুঃখ বিলাসী ?
( প্রকাশিতব্য )
কপিরাইট সংরক্ষিত
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৯
ফারহা মৌরিন মৌ বলেছেন: অশেষ ধন্যবাদ সুহৃদ! আপ্লুত হলাম। খুব খুব ভালো থাকবেন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ছোট ছোট লাইনে খুব সুন্দরভাবে মনের ভাব তুলে ধরেছেন...
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০০
ফারহা মৌরিন মৌ বলেছেন: আপনার ভালো লেগেছে, জেনে সত্যিই ভালো লাগছে! অশেষ ধন্যবাদ সুহৃদ। ভালো থাকবেন।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪
ফারহা মৌরিন মৌ বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়! ভালো থাকবেন।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪
কবিতা ক্থ্য বলেছেন: না পাওয়ার হাহাকার কবিতার ছত্রে লুকায়িত।
কবি কে শুভকামনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৩
ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়! ভালো থাকবেন আপনি। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১২
এম ডি মুসা বলেছেন: সুন্দর, কবিতা, অনেক ভালো লাগলো।