![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কোনদিন দেখা হবে না বিলীন এ নগরীতে পোকামাকড়ের রাজত্ব আর শুকনো কঙ্কাল ! !
না যাবো না
____________
সামনে এগুতে এগুতে থমকে দাঁড়ালাম ।
না , যাবো না ।
হাত গুটিয়ে নিয়েছি।
ওই মরণ খেলায় আমি আর নেই !
যা ছিল দেবার, দিয়ে দিয়েছি।
ভালোবাসা
স্বপ্ন
দুটো রাত
জোছনা মাখানো চাঁদ !
হাতে হাত ছিল
ঠোঁটে ঠোঁট
বিষের পেয়ালা ফিরাইনি
পরম আদরের বিষ মাখা ভালোবাসা
জেনেও সরাইনি
মরতে মরতে বেঁচে ফিরলাম !
একটু দেখবার দরকার ছিল
কতটা সহ্য করো আমার যন্ত্রণা !
কতটা প্রগাঢ় ভালোবাসো !
এবার আমি আর তোমার নই
শুধুই আমার।
নতুন জীবন,
নতুন আশার আলো ।
ক্ষীণ তুমি,
ঘন আঁধার কালো !
হাত পেছনে থাকুক
অন্যটি ও ছেড়ে দাও
আমি আর ফিরছি না
হাত গুটিয়ে নিয়েছি
ওই মরণ খেলায় আমি আর নেই !
লেখা ও ফটোগ্রাফি
ফারহা মৌরিন মৌ
#কপিরাইটেড
জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা " যায়যায়দিন " এ আজ (৫ ফেব্রুয়ারী, ২০২১)
শুক্রবারের সাহিত্য সংখায় প্রকাশিত
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৮
ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ! অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন আপনি।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০
এম ডি মুসা বলেছেন: ভালোবাসা নামক নোংরামি করা আজকাল ভালো বাসা,
আগের ভালবাসা এখন আর নেই
অবশেষে কেউ কেউ বুঝতে পেরে ফিরে আসে
সেই জীবন আর প্রথম জীবনে এক নয়।
বাস্তব চিত্র এখন এমনি এমনি কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০০
ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ, কবিতাটি মনোযোগ দিয়ে পরেছেন, অনেক কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত আমি।
খুব ভালো থাকবেন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: ফাঁসির আসামী কি আর যেতে চায়। কিন্তু যেতে হয়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১১
ফারহা মৌরিন মৌ বলেছেন: ঠিক বলেছেন সুহৃদ । মর্মান্তিক ----
ভালো থাকবেন আপনি
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: উপলব্ধির সুন্দর প্রকাশ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭
ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ! অনুপ্রাণিত হলাম ভীষণ! খুব ভালো থাকবেন।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৪
আহমেদ জী এস বলেছেন: ফারহা মৌরিন মৌ ,
এতো দেখছি - "আমি জেনেশুনে বিষ করেছি পান..." হয়ে গেলো!
কবিতা ভালো হয়েছে । তবে কোথাও যেন " সঁপেছি প্রান..." এর একটু আকুতিও মিশে আছে মনে হলো!!!!!!!!
পত্রিকায় প্রকাশের অভিনন্দন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩২
ফারহা মৌরিন মৌ বলেছেন: আপনার ভালো লেগেছে, জেনে অনুপ্রাণিত হলাম সুহৃদ!
সঁপেছি প্রাণ , বিষয়টি এমন নয়।
বিষয়টি একটি সংকল্প, ভুল থেকে বেরিয়ে আসার। ভালো থাকবেন
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ভালোবাসায় প্রতারিত হলে আর ভালোবাসার স্বাদ থাকেনা...
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৪
ফারহা মৌরিন মৌ বলেছেন: ঠিক বলেছেন, একদম ঠিক বুঝেছেন সুহৃদ! শুভ কামনা, ভালো থাকবেন।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৩
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: মরণ খেলা থেকে বাইচ্চা ফেরনের লিগা অভিনন্দন!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৬
ফারহা মৌরিন মৌ বলেছেন: হা হা হা , ধন্যবাদ সুহৃদ!
শুভ কামনা, ভালো থাকবেন
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০০
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭
ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুহৃদ!
ভালো থাকবেন আপনি।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪৩
স্প্যানকড বলেছেন: "ওই মরন খেলায় আমি আর নেই " খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন।