নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

আমার ঘরের ষাট-পাওয়ারের বাতির নিচে

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

আমার ঘরের ষাট-পাওয়ারের বাতির নিচে
টিকটিকি এক খাচ্ছে ধরে পোকা-মাকড়
আমার ঘরে টিকটিকি আর আমিই থাকি
দুইজনের’ই রপ্ত আছে মরণ-কামড় !

আমার ঘরে আমরা এ-দুই বাসিন্দা মোট
আমি জানি সভ্যতা কি, ওর জানা নেই
কাজেই আমার প্রাইভেসি’টা একটু বেশী
ওর লুকিয়ে রাখার মত জাঙ্গিয়া নেই !

আমার ঘরে আমরা দুয়েই জাগি, ঘুমাই
কিন্তু আমি কোরান-গীতায় পলিশ করা
মার্কস-লেনিনও মাঝেমাঝেই রপ্ত করি
ফলে আমি মানুষ, ও-কীট-পোকাধরা !

তবুও ‘মানুষ’ নামেই ‘অ’ টা ঠিক মিলে যায়
অটিকটিকি শব্দ’টা বেখাপ্পা শোনায় !

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:



টিকটিকি, কুমীর মিলয়ন বছর একইভাবে আছে, অবস্হার পরিবর্তন হয়নি, নিউটনের থিওরী পড়েনি; মানুষ ক্রমাগতভাবে উন্নতি করে এখানে এসেছে, ভবিষ্যত আরো উজ্বল।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

ফরহাদ মেঘনাদ বলেছেন: মানুষের উন্নতি হয়েছে, আবার মানবিক অবনতিও হয়েছে সমানভাবেই ! মানুষ’ই ভয় সৃষ্টি করছে, মানুষ’ই ভয় পাচ্ছে ! মানুষ যেদিন বয়নযন্ত্র আবিষ্কার করলো, সেদিন’ই মানুষ দু-ভাগ হলো ! একদল তাঁতী নিচুজাত, আরেক দল কেতাদুরস্ত বড় ! অবোধপ্রাণীর এসব সমস্যা নেই ! শুভেচ্ছা !

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

আহা রুবন বলেছেন: টিকটিকি সবসময় টিকটিকি অটিকটিকি হয় না। কেননা অমানুষ টিকটিকি গিলে নেশা করবে, তাই সে কখনও অটিকটিকি হয় না। ভা্লই লাগল কবিতা।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

ফরহাদ মেঘনাদ বলেছেন: সতত শুভেচ্ছা !

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

আশফাক ওশান বলেছেন: দুজনে মিলে ভালোই আছেন দেখছি!! :D :D :D

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমি অস্থির, ভালো আছে টিকটিকি !

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ষাট প্টওয়ারের বাতির নীচে টিকটিকি নিয়ে লিখা কবিতাটি ভাল লাগল বৈপিরিত্বটা বেশ পরিস্কার । টিকটিকি নিয়ে একটি কথা শুনে থাকি যে কেও মনে মনে কিছু বলল, অমনি দেয়ালের উপর থেকে কেউ ডেকে উঠলো টিক টিক টিক। যে ডেকে উঠলো সে কিন্তু কোনো মানুষ নয়, একটি নিরীহ টিকটিকি। কেউ কেউ অবশ্য এমন কুসংস্কারে বিশ্বাস করেন যে টিকটিকি ডেকে উঠলে সেই ভাবনা নাকি সত্যি হয় । টিকটিকি আমাদের কিছু উপকার যে করে না তা কিন্তু নয়।বিভিন্ন রকম পোকামাকড় খেয়ে আমাদের ঘরদোর কিছুটা হলেও পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে একটি সমস্যাও আছে, টিকটিকি নিজেই ঘর নোংরা করে আর এর মল নাকি খুবই বিষাক্ত!
যাহোক, কবিতাটির ভাবার্থ বেশ গভীরে নিহীত ।
শুভেচ্ছা রইল ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: এক এক অঞ্চলে এক এক ধরনের কুসংস্কার প্রচলিত টিকটিকি নিয়ে ! টিকটিকি আছড়ে মারা পূণ্যের কাজ, কথিত আমাদের অঞ্চলে! নিরন্তর শুভেচ্ছা !

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৯

ক্লে ডল বলেছেন: ভাল লাগল। তাইত! অটিকটিকি বেখাপ্পা শোনায়।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ ধন্যবাদ !

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: সতত শুভেচ্ছা শাহরিয়ার কবীর ভাই !

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে লেখার ধরণ ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ !

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

বিলিয়ার রহমান বলেছেন: ফরহাদ মেঘনাদ,

সুন্দর লিখেছেন!!:)

অনেক অনেক শুভকামনা!:)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: সতত শুভেচ্ছা বিলিয়ার ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.