নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লু'জ ব্লগ

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

টেস্টিং সল্ট

এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।

টেস্টিং সল্ট › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - হেমলক সোসাইটি (২০১২) {hemlock society}

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৮

হেমলক সোসাইটি...(hemlock society)



http://www.imdb.com/title/tt2266600/



ইনোভেটিভ নামটা দিয়েই বোঝা হয়ে যায় মুভির ভেতরে কতটা মুনশিয়ানা আছে...



হেমলক... বিষ... হেমলক সোসাইটির স্লোগান - "মরবে মরো, ছড়িয়ো না..."



আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরে এসে আত্মহত্যার প্রচেষ্টা জনিত দুর্ঘটনা, সামাজিক অধঃপতন, অথবা জেলে পচে বাকী জীবনটা ম্যাসাকার অবস্থায় না কাটিয়ে, হেমলক সোসাইটির তিন দিন ব্যাপী আত্মহত্যা প্রশিক্ষন মুলক কর্মশালায় যোগ দিন। মরতে হলে মরুন... ঠিকমতো মরুন... ঘটনা ঘটাতে গিয়ে সব তালগোল পাকিয়ে বিতিকিচ্ছিরি অবস্থা করবেন না।



কাহিনীর ভালোলাগার দিক গুলো তুলে ধরলে অনেক স্পয়লার হয়ে যাবে তাই ঘটনা প্রবাহ উল্লেখ করছিনা। একজন সাধারন দর্শক আমি, ক্যামেরার খুঁটিনাটি আমি বুঝি না। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ভিন্ন রকম লেগেছে সিন গুলো, ঠিক যেমনটা হলে মনের ভেতরে গেঁথে থাকে অনেক দিনের জন্য। শ্মশান যাত্রা, সি-স, মর্গের সিন, দরজার উপরে "বসু" লেখার উপরে ফোকাস, এগুলো বিশেষ ভাবে বলবো।







বিভিন্ন দৃশ্যের সেট গুলোর একটা মেজর ভুমিকা ছিল... এক রঙা সেটের অমন জোরালো আবেদনকে গল্পে ঠিকঠাক মত ফিট করবার জন্য ফিল্মসিটির প্রসঙ্গ তোলা হয়েছে। কি চমৎকার জাস্টিফিকেশন। আনন্দের প্রতীক হিসেবে এসেছে ক্লাউন... আত্মহত্যার চিঠি, কালো রঙের কনভারসেশন রুম... দারুণ...







একমাত্র বিরক্তিকর অভিনয় ছিল শীর্ষঅভিনেত্রীর বাগদত্ত চরিত্রে অভিনেতার। বাকীরা কে কাকে ছাড়িয়ে যাবেন তার অনন্যসাধারন কম্পিটিশনে মেতে ছিলেন। ছোট্ট চরিত্রে দুর্দান্ত সউমিত্র, সব্যসাচী আছেন বেশ ভালো, দুর্দান্ত লাগে নি যদিও... কোয়েল মল্লিকের অভিনয় আগে দেখিনি, খুব ভালো লাগলো...তার বাবা মায়ের চরিত্রের দুজনকে বেশ কবার পর্দায় দেখেছি আগেও, তারাও প্রত্যাশা পুরন করেছেন। আর পরমব্রতর তো জবাব নেই...

আর একজনের নাম না বললেই নয়, নাম না জানা মেয়েটি, যে কনভারসেশন রুমে ছিল, স্তব্ধ হয়ে দেখলাম ওর অভিনয়...



সিনেমার গান গুলো তো হিট, সবার মুখে মুখে। আর তার জন্য যথেষ্ট কারণ আছে। শুনে দেখুন, আপনিও গুনগুনিয়ে উঠবেন।



আমি মরবো না ভাই... হেরে যাই... দুমড়ে যাই... আঘাতে চুর্ন হয়ে যাই... আমি মরবো না... সকালে ঘুম ভেঙে নরম রোদ আর দেখবো না যে...দুপুরের আলসেমিতে চোখ বুজবেনা আর... বিকেলে চায়ের কাপে আর পারবো না চুমুক দিতে... সন্ধ্যায় বন্ধুর আড্ডায় ফাঁকা থাকবে আমার আসন... রাত্রে প্রিয় মানুষটাকে কে ফিসফিসিয়ে গান শোনাবে???? আমি পালাবো না...







দারুণ সিনেমা। কোলকাত্তাইয়া বাংলা সিনেমা হিসেবে ৯/১০। সবাই কে রেকমেন্ড করব...



ডাউনলোড করুন - http://www.uploadcore.com/xw6vnejb7cj



ট্রিভিয়া - হেমলক সোসাইটি বলে একটা সুইসাইড সোসাইটি সত্যি আছে। ১৯৮০ সালে স্যান ফ্র্যান্সিস্কোতে প্রতিষ্ঠিত হয়েছিল :|:|

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১২

রাতুল রেজা বলেছেন: পরমবর্ত চক্রবর্তির অভিনয়টা ভাল লেগেছে। তবে কাহিনীটা খুবএকটা ভাল লাগেনি।

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৮

টেস্টিং সল্ট বলেছেন: আমার ভালোই লেগেছে :)

২| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২১

সোনালী ডানার চিল বলেছেন: দেখেছি; পরিচালক শ্রীজিৎ এর আগের মুভিগুলোর (অটোগ্রাফ, বাইশে শ্রাবণ) ধারাবাহিকতায় এটাও অনবদ্য একটা মুভি হয়েছে। গানগুলো অসম্ভব সুন্দর। বিশেষ করে জলফড়িং আর শ্রেয়ার গাওয়া গানটা।

আপনার রেটিং ঠিক আছে।

পোষ্টে +++

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৭

টেস্টিং সল্ট বলেছেন: অটোগ্রাফ দেখিনি। আপনার সাথে সহমত। রিভিউ ভালো লাগল জেনে খুশি হলাম।

আমার ব্লগে কবিকে স্বাগতম।

৩| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩০

ক্লান্ত২০১০ বলেছেন: দেখার সময় করতে প্সারিনি। তবে আশা করছি ভালো লাগবে।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৫

টেস্টিং সল্ট বলেছেন: দেখে ফেলুন ঈদের ছুটি তে :)

৪| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

নিওফাইটের রাজ্যে বলেছেন: চমৎকার রিভিউ লিখেছেন :)

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩৭

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ নিওফাইট :)

৫| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৬

ভদ্র পোলা বলেছেন: পরমব্রত এর অভিনয় সম্পর্কে কিছু বলা ঠিক হবে না !!

কাহিনী টা একটু আলাদা ঢং এর - মজা লেগেছে ।

সল্ট কে ধন্যবাদ

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫১

টেস্টিং সল্ট বলেছেন: হ্যাঁ :)
পড়ার জন্য থ্যাঙ্কু :)

৬| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ২:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: দেখিবই :) ++

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৫

টেস্টিং সল্ট বলেছেন: আমার চিনি? ? :(

৭| ২৬ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৭

অসীম পাগলা বলেছেন: দারুণ ছবি। আমিও মুগ্ধ হয়ে দেখেছি।
আজকে আপনার রিভিউটাও চমৎকার। :)
সৃজিত মুখার্জি সত্যি সব বিচিত্র কাহিনী বেছে নেন সিনেমার জন্য। এককথায় সৃজিত মুখার্জি রকস্‌/।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৫

টেস্টিং সল্ট বলেছেন: ওহ আমি তো তাহলে অনেক পরে দেখেছি :|| :||

৮| ২৬ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৬

দূর্যোধন বলেছেন: চমৎকার!
ঈদ মুবারাক!

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৬

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ দূর্যোধন দা :) ঈদ মুবারাক :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দেখতে হবে "হেমলক সোসাইটি"।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৬

টেস্টিং সল্ট বলেছেন: ঃ)দেখে ফেলেন

১০| ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৮

রাসায়নিক অপদার্থ বলেছেন: নেটে ভালো প্রিন্ট আছে? লিঙ্ক দেয়া যায়?

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৭

টেস্টিং সল্ট বলেছেন: যে লিঙ্কটা দিলাম অইখান থেকেই নামিয়েছি, ৪২০পি

১১| ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৫৯

_উল্লাস_ বলেছেন: @রাসায়নিক অপদার্থ: আছে ভাই। কিন্তু আমার এফটিপি সার্ভার এ ভাই। ইন্টারনেট এর স্পিড থাকলে আমি আপলোড করে দিতাম।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৭

টেস্টিং সল্ট বলেছেন: চৌধুরী সাহেব.।।। জাতি এফটিপির অহঙ্কার মেনে নিবে না

১২| ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৯

কালো হিমু বলেছেন:

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৮

টেস্টিং সল্ট বলেছেন: থ্যাঙ্কু ভচ

১৩| ২৬ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৫৯

ব্রাত্য বালক বলেছেন: আরও ডিটেইলে রিভিউ লেখা দরকার ছিলো।

২৬ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১৮

টেস্টিং সল্ট বলেছেন: স্পয়লার চলে আসবে তাহলে।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০৫

লেখাজোকা শামীম বলেছেন: রিভিউতে প্লটটা একটু বলে দিতে পারতেন।

সিনেমাটা দেখেছি। আমার কাছে থিমটা দুর্দান্ত মনে হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০১২ রাত ৩:১৫

টেস্টিং সল্ট বলেছেন: সব বার প্লট বলে রিভিউ করি। এইবার একটি ভিন্নতা ট্রাই করলাম :) থিম টা আসলেই দারুণ।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৬

মুহাম্মাদ আলী বলেছেন: ভাল রিভিউ কিন্তু ভারতীয় কোন মুভি দেখি না :(

ইদ মোবারক

২৮ শে অক্টোবর, ২০১২ রাত ৩:১৬

টেস্টিং সল্ট বলেছেন: ঈদ মুবারাক...
ভালো জিনিষ জানতে দেশ বা জাতি বাধা হওয়া উচিত নয় - ব্যক্তিগত মতামত

১৬| ৩১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২৮

দিহান হাসান বলেছেন: রিভিউ ভালো লিখেছেন

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৭

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ :)

১৭| ৩১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫২

আমি বন্য বলেছেন: দেখেছি মজা লেগেছে, আপ্নার রিভিউটাও
গান গুলো আসলেই অসাধারন

৩১ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮

টেস্টিং সল্ট বলেছেন: :)

১৮| ০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৩১

আবহমান বাংলা বলেছেন: আপ্নার কাছ থেকে লিখিত বরিশালের আঞ্চলিক ভাষায় একটা মুভি রিভিউ দারুনভাবে আশা করছি। প্লিজ নিরাশ করবেন না।
এগ্রো, হোটেল ট্রান্সিল্ভানিয়া, অথবা টেকেন টু হলে ভাল, না হয় নিদেনপক্ষে জিদ্দি মামা।

কোনটাই দেখি নাই, আপনার রিবিউয়ের পরে ডিসিশান নিমু।

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৯

টেস্টিং সল্ট বলেছেন: মাথায় রইলো। সমস্যা হল উল্লেখিত সিনেমা গুলোর কোনোটাই দেখা হয়নি। আর কমেডি ছবি ছাড়া আঞ্চলিক ভাষা জমবে না :P

লিক্কা আম্মেরে লিঙ্কু দিয়া আমু আনে।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

আমি ফয়সাল বলছি বলেছেন: আমি দেকচি বালা চিনামা। আমার বেফুক বালা লাগচে। :) :) :)

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৯

টেস্টিং সল্ট বলেছেন: গুড গুড

২০| ৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

দূর্যোধন বলেছেন: মুভিখোরদের একটাকে এইখানে পাইলাম ।
খুব নামডাক দেখলাম এই ছবিটারও । তবে মনে হয় না দেখুম :P

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: পিলাচ দিলাম। মুভি আর লেখা দুটাকেই।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

টিনটিন` বলেছেন: লিংকে মুভি নাই। অন্য কোন রিজ্যুম সাপোর্টেড লিংক দিতে পারেন?

২৩| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৯

rudlefuz বলেছেন: কলাকাতার মুভি দেখি না

১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

টেস্টিং সল্ট বলেছেন: অনেক টা "বাংলা সিনেমা দেখিনা" টাইপ মন্তব্য হয়ে গেলো।

২৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: বেসম্ভব ভাল লাগে মুভিটা....গান গুলো অনন্য..+++++++++++

২২ শে জুন, ২০১৩ ভোর ৫:২২

টেস্টিং সল্ট বলেছেন: একটু আগেও শুনছিলাম। কষ্ট করে হাবিজাবি পড়বার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.