![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কিন কেয়ারের ব্যাপারে মানুষ হিসাবে আমরা সবাই বেশ সচেতন। বর্তমান সময়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও বেশ সচেতন , সেটা তারা স্বীকার করুক বা না করুক। স্কিন বা চুলের যত্নে সচেতনতা থাকলেও একটা জায়গায় আমরা বেশ ভাল ভাবেই আটকে যাই, সেটা হলো পার্লার খরচ। প্রতিমাসে একটা ভাল পরিমাণ টাকা পার্লারের জন্য বরাদ্দ রাখা অনেকসময় চাইলেও স্বম্ভব হয় না। সেটার বিকল্প হিসাবে আমি শুরু করেছিলাম অনলাইনে পড়াশোনা ও ইউটিউব থেকে দেখে শেখা। সেরকম কিছু লেসন থেকে একেবারে ঘরে থাকা এভেইলেবল জিনিস দিয়েই কিভাবে স্কিনের বা চুলের যত্ন নেওয়া যায়, সেটার উপরে সিরিজ পোস্টের এটা প্রথম পর্ব।
আলোচ্য প্রতিটা টোটকাই আমার নিজের উপর পরীক্ষিত ও যেগুলাতে ভাল রেজাল্ট পেয়েছি সেগুলাই শেয়ার করবো।
আজ আলোচ্য বিষয়- চুল।
এই গরমে মাথা ঘামা ও চুল পরার সমস্যায় মোটামুটি কম বেশি আমরা সবাই ভুগছি। ঈদ ও সামনে, তার জন্য আজ একটা হেয়ার প্রোটিন প্যাক সম্পর্কে আমি জানাচ্ছি। ছেলে ও মেয়ে সকলেই চুল পরা বা রাফ চুলের সমস্যার সমাধান হিসাবে প্যাক টা ব্যাবহার করতে পারবেন।
প্রোটিন হেয়ার প্যাক - (মাঝারী সাইজ চুলের জন্য)
প্রয়োজনীয় উপাদান –
১- নারকেল তেল- ২ টেবিল চামচ
২- ক্যাস্টর ওয়েল – ২ টেবিল চামচ
৩- ডিম – একটা ( শুধুমাত্র কুসুম)
৪- কলা – মাঝারী সাইজ ১টা
৫- মধু- ১ অথবা দেড় টেবিল চামচ
৬- কাচা দুধ – ২ টেবিল চামচ
প্রতিটা উপাদান খুব ভালভাবে মিক্স করতে হবে। তারপর চুল ভালভাবে আচড়ে নিয়ে প্রথমে চুলের গোড়ায় তারপর চুলের গায়ে ভালভাবে লাগায়ে হালকা হাতে ম্যাসাজ করে ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত রাখতে হবে। এরপর শ্যাম্পু করে, কন্ডিশনার লাগায়ে ধুয়ে ফেলতে হবে।
যাদের খুব বেশি চুল পরে তারা সপ্তাহে ২ বার, আর হালকা চুল পরার সমস্যা যাদের আছে তারা সপ্তাহে একবার করে প্যাক টি ব্যাবহার করলে ভাল রেজাল্ট পাবে আশা করছি।
ধন্যবাদ।
ফ্রি টিপস - শ্যাম্পু করার সাথে রেগুলার চুলে রেগুলার কন্ডিশনার লাগানো টাও জরুরী।
- যেকোন হেয়ার প্যাক ই ৪৫ মিনিট থেকে এক ঘন্টার বেশি রাখা উচিত নয়।
১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪২
ফারিয়া রিসতা বলেছেন:
২| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৬
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: কাজ হবে তো?
১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০
ফারিয়া রিসতা বলেছেন: আমি নিজেই এই প্যাক চুলে লাগায়া পোস্ট টা লিখছি, আশা করি হবে।
আর পোস্ট গুলা সেই টোটকা গুলা নিয়েই লিখবি যেগুলা নিজের উপর এক্সপেরিমেন্ট চালাইছি অলরেডি ।
তবে হ্যা, এরকম টোটকা গুলা হোমপ্যাথি ওষুধ এর মতন, ধীরে কাজ হয়, তাই ধৈর্য ধরে ইউজ করতে হবে।
বাকিটা আল্লাহর ইচ্ছা
৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: একটু যে নিজের যত্ন নিব- সময়'ই তো পাই না।
১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
ফারিয়া রিসতা বলেছেন: ইজি ইজি কিছু টিপস দিব ভাইয়া, সহজেই করতে পারবেন। আশা করি সেগুলার ক্ষেত্রে সময় নিয়ে সমস্যা হবে না
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:২২
আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: ভাল জিনিস জানলাম। ধন্যবাদ