নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মহাজাগতিক যৌক্তিক প্রথম (পর্ব-১)

০৯ ই জুন, ২০২১ বিকাল ৩:৪০



প্রথমের পূর্বে কিছু থাকে না। সসীমের সীমা থাকে। সেজন্য সসীমের পূর্বে এর সীমা দাতা থাকে।অসীমের সীমা থাকে না। সেজন্য অসীমের পূর্বে এর সীমা দাতা থাকে না। সুতরাং কিছু না থাকার বিষয়টি সসীমের পূর্বে খাটেনা, বরং কিছু না থাকার বিষয়টি অসীমের পূর্বে খাটে। সুতরাং মহাজাগতিক যৌক্তিক প্রথম কোন সসীম নয়, বরং অসীম।

অসীম একাধীক হলেও সব অসীম মিলে একটি অসীম হয়। কারণ অসীমকে একাধীক করা যায় না। কারণ অসীমকে একাধীক করতে হলে এর সীমা দিতে হবে। আর সীমা দিলে অসীম আর অসীম থাকে না, বরং সসীম হয়ে যায়। সুতরাং সকল অসীম মিলে গঠিত একজন অসীম মহাজগতের প্রথম। মুসলিমগণ তাঁর নাম দিয়েছেন আল্লাহ।

আল্লাহর বিষয়টি এখন সবাই বুঝতে পারে। সেজন্য নাস্তিকরা নিজেদেরকে এখন আর নাস্তিক বলে না। তারা এখন নিজেদেরকে ধর্মহীন বলে। হিন্দুরা এখন আর একধীক ঈশ্বর থাকার কথা বলে না, বরং তারা বলে একজন ঈশ্বরই বিভিন্ন যুগে বিভিন্ন রূপে পৃথিবীতে আসেন।

অমুসলিমদের ঈশ্বর বিশ্বাসে নানাবিধ অসংগতি রয়েছে। যা আমরা পরে বিশ্লেষণ করব- ইনশাআল্লাহ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:০৮

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় সনেট কবি।
আপনাকে মিস করছিলাম।
আপনাকে দেখে মনটা হালকা হলো।

১০ ই জুন, ২০২১ দুপুর ১২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সনেট কবি ব্লগটা আর চালাতে পারছি না বিধায়, আবার নতুনভাবে শুরু করলাম। আপনারা আমাকে মনে রেখেছেন এটা আমার জন্য অনেক কিছু।

২| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার প্রো-পিকটা কি আপনার নিজের ছবি? আপনি কি আমাদের সনেট কবি?

১০ ই জুন, ২০২১ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আমার নিজের ছবি। সনেট কবি ব্লগটা চালাতে পারছি না বিধায় নতুন ব্লগ খুলতে হলো।

৩| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



শুন্যতাই অসীম।

১০ ই জুন, ২০২১ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই অসীমকে পূর্ণতাদানকারীও অবশ্যই অসীম। কারণ সসীস অসীমকে পূর্ণতা দান করতে পারে না। আমি যে অসীমের কথা বলছি তা’ অনেক অসীমের সমষ্টি। যেমন: অসীম + অসীম + অসীম +..................... + = অসীম।

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শূণ্যতা অসীম হলেও সসীমের সীমা প্রদাণের যোগ্যতা শূণ্যতায় নেই। সেজন্য শূণ্যতা মহাজাগতিক যৌক্তিক প্রথম নয়। মহাজাগতিক যৌক্তিক প্রথম এমন অসীম কেউ যার মহাজগতের সকল কিছুর সীমা প্রদানের যোগ্যতা রয়েছে। তিনি সূর্যের সীমা প্রদান করতে পারেন। তিনি সৌর জগতের সীমা প্রদান করতে পারেন। তিনি গ্যালাক্সির সীমা প্রদান করতে পারেন। যেহেতু তিনি মহাজগতের প্রথম সেহেতু তিনি এসব না পারলে মহাজগতের সসীম সদস্যরা সীমা পেল কেমন করে?

৪| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:১৪

অক্পটে বলেছেন: আপনাকে অনেকদিন পর পাওয়া গেল। চিন্তামুক্ত হলাম।

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মনে রেখেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:১৭

হাবিব বলেছেন: কেমন আছেন সনেট কবি?

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভাল আছি।

৬| ১০ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:





আপনার ফিরে আসাটা অনেক খুশীর ব্যাপার।

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার লেখা পড়তে হলে তো ফিরে আসতেই হয়।

৭| ১২ ই জুন, ২০২১ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন: কেমন আছেন সনেট কবি? আশা করি ভালো আছেন।

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভাল আছি। আপনি কেমন আছেন?

৮| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৪২

ডঃ এম এ আলী বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় কবি ভাই ।
পুনরায় ফিরে এসেছেন দেখে খুব ভাল লাগছে ।
আপনাকে অনেক দিন ধরে ব্লগে দেখতে না পেয়ে
আপনার সেই ব্লগটি সহ অন্য কয়েকটি ব্লগে গিয়ে
আপনার কুশল জানার চেষ্টা করেছি । কিন্তু কোন
খুঁজ খবর না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছি ।
যাহোক অশেষ শুকরিয়া আপনি যে ব্লগে ফিরে
এসেছেন । আশা করি সুস্থ দেহে মঙ্গলমতেই
ছিলেন ।
অসীম সসীম নিয়ে বেশ ভাল কথা বলেছেন।
আমার ধারনা সৃষ্ট জগতের সকল কিছুই
একটা নির্দৃষ্ট সীমারেখার মধ্যে আছে ।
কারে সীমাবদ্ধতা তার হাতের নাগালের
মধ্যে আর কারো সীমাবদ্ধতা লক্ষ কোটি
মাইল ব্যপী । যেমন মানুষের খালী হাতের
সীমা মাত্র ৩ ফুটের মত , আন্তমহাদেশীয়
ব্যলিস্টিকমিসাইল হাতে থাকলে এর সীমা
হাজার হাজার মাইল ব্যপী, আর হাতে
মহাকাশ যান থাকলে সুদুরের গ্রহমন্ডলী ।
হাতে শক্তিশালী দুরবীন ধরা থাকলে তা
অনেক অনেক নক্ষত্র মন্ডলী এমনকি
ব্ল্যাকহোল পর্যন্ত । জ্যান বিজ্ঞানের বিকাশের
মাধ্যমে মানুষের সীমার পরিধি বাড়তেই থাকবে ।
অপর দিকে জগতের জীব যন্তুসহ সকল
প্রকার গ্রহ নক্ষত্র প্রভৃতির নিজস্ব একটি
সীমাবদ্ব বলয় রয়েছে। তাই বলা যায় সবকিছুই
বলতে গেলে সসীম । এজন্যই আল্লহ বলেন
‌‌''নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না''। [সূরাঃআল-মায়ীদাঃ৮৭ ]
এমাত্র অমাদের এই বিশ্ব ব্রম্মান্ডের সৃষ্টিকর্তা
আল্লাই অসীম , তাঁর কোন কিছুতেই কোন
সীমারেখা নেই । যাহোক আলোচনা চলুক।

শুভেচ্ছা রইল

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহোদয় আপনার মন্তব্যে বিষয়টি বুঝা আরো সহজ হলো। নাস্তিকতা যে সঠিক নয় সেটা এখন নাস্তিকেরাও বুঝে। সেজন্য তারা নিজেদেরকে নাস্তিক বলা ছেড়ে দিয়ে এখন ধর্মহীন বলে।

৯| ১৪ ই জুন, ২০২১ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,

প্রত্যাবর্তনে শুকরিয়া। সুস্বাস্থ্যে কুশলে আছেন জেনে ভালো লাগলো। আপনার সার্বিক অবস্থা সবিস্তারে জানতে পারলে আরও ভালো লাগতো। ইনশাআল্লাহ অনেক কথা হবে।

শুভকামনা।

১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘আল কোরআনের এক হাজার আয়াত ও দুই হাজার হাদিসে হানাফী মাযহাবের অকাট্য প্রমাণ’ বইখানি লিখছি। আশা করি তা’ হাজার পৃষ্ঠা ছাড়াবে। বইয়ের বিষয়গুলো ফেসবুকে পাঠকের পাঠের জন্য পোষ্ট আকারে দিয়েছি। তাতে কারো কোন প্রতিবাদ ছিল না বিধায় তা’ অকাট্য হিসাবে প্রমাণিত। একটা পোষ্টে চব্বিশ হাজার লাইকের বিপরীতে কোন প্রতিবাদ ছিল না। সেজন্য এখন আমি বিষয়টি পুস্তক আকারে লেখার চেষ্টা করছি। দু’শ পৃষ্ঠার বেশী লেখা হয়েছে । দোয়া করবেন বইটি যেন প্রকাশ পায় এবং মানুষ যেন এর দ্বারা সঠিক পথ বুঝতে পারে।

১০| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: 'মহাজাগতিক চিন্তা' হয়ে নতুন নামে ফিরে আসার জন্য সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন!
আশাকরি, আপনার শরীর স্বাস্থ্য এখন ভালো আছে। ভাল থাকুন, শুভকামনা---

১০ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মহোদয় আপনার উপস্থিতি আমার জন্য অনুপ্রেরণা দায়ক।

১১| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.