নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মালেকী শাফেঈ হাম্বলী সালাফী ও আহলে হাদীসদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য হতে হলে তাদেরকে হানাফী হতেই হবে

২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২২


সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৩ নং আয়াতের অনুবাদ-
১০৩। তোমরা একত্রে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর! আর বিচ্ছিন্ন হবে না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর।যখন তোমরা শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তরে প্রীতি সঞ্চার করেছেন, ফলে তাঁর দয়ায় তোমরা পরস্পর ভাই হয়ে গেলে।তোমরাতো অগ্নি কুন্ডের প্রান্তে ছিলে, আল্লাহ উহা হতে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে বিবৃতকরেন যাতে তোমরা সৎপথ পেতে পার।

সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে। তাদের জন্য মহাশাস্তি রয়েছে।

সহিহ সুনানে ইবনে মাজাহ, ৩৯৫০ নং হাদিসের (ফিতনা অধ্যায়) অনুবাদ-
৩৯৫০। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.)বলতে শুনেছি আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে।

* আয়াত ও হাদিস অনুযায়ী ১। উম্মতের সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকা ফরজ ২। উম্মতের সর্ববৃহৎ দল থেকে বিচ্ছিন্ন হওয়া হারাম ৩। উম্মতের সর্ববৃহৎ দলের সাথে মতভেদ করা হারাম। হানাফী উম্মতের সর্ববৃহৎ দল বিধায় ১। তাদের সাথে সম্পৃক্ত থাকা ফরজ ২। তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া হারাম ৩। তাদের সাথে মতভেদ করা হারাম। ফরজ তরক করা ও হারাম কাজ করা সুন্নত নয় বিধায় হানাফীদের থেকে আলাদা থাকা কোন দল আহলে সুন্নাত ওয়ার জামায়াতের সদস্য নয়। যদি তারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের সদস্য হতে চায় তাহলে তাদেরকে হানাফীদের সাথে মতভেদ ও বিভেদ পরিহার করে তাদেরকে হানাফীদের সাথে একত্রে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরে হানাফী হয়ে যেতে হবে। এছাড়া তাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য থাকার আর কোন পথ নেই। আল্লাহ তাদেরকে সত্য বুঝার তাওফিক দান করুন- আমিন।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২০

সাজিদ! বলেছেন: সনেট কবি অবসরে কি পরীমনিতে কাটে? কয়েক জায়গায় কমেন্ট করলেন তাই জিজ্ঞেস করলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি অবসর কোথায় দেখলেন?

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩

রাকু হাসান বলেছেন:

সনেট কবি নিকটা চালান না ? আপনাকে দেখে ভালো লাগছে । মিস করেছি আপনাকে । শুভেচ্ছা আপনাকে আগমনে ।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিও আপনাদের সাথে আবার যোগাযোগ স্থাপনে আনন্দীত।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৬

তারেক ফাহিম বলেছেন: ভাইয়ার পূর্বের নিকদ্বয় হারিয়ে ফেললেন?

২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে গুলোর পাস ওয়ার্ড ভুলে গেছি। কোন ই-মেইল আইডি দিয়ে নিকগুলো খুলেছিলাম তাও ভুলে গেছি। মডুর সাহায্য চেয়ে কোন সাড়া পাইনি। এ নিকটাও সেফ করছে না।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: পড়েছি-ভালো লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট দেন না যে, সনেট লিখবেন আবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.