নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
হে দেশ তোমার জন্য তপ্ত একাত্তরে
ঝরেছে অনেক রক্ত! আত্ম বলি দানে
মুক্তিযোদ্ধাদের দল ক্ষোভের তুফানে
এ ষোলই ডিসেম্বরে এনেছে বিজয়।
ঊনিশ শ’ একাত্তর স্মৃতির মিনারে
সে কারণে তাজা ফুল।আনন্দের বানে
ছুটে চলে জনস্রোত অঞ্জলি প্রদানে
এ বিজয় কোন দিন ভুলবার নয়।
লাল সবুজ পতাকা গৌরবে উড়ুক
উম্মুক্ত আকাশ নীলে।হানাদার সব
দলিত মতিথ হোক। আমাদের বুক
মানেনাতো কোন দিন কোন পরাভব।
স্বাধীনতা আমাদের সম্পদ উত্তম
আরাধ্য এ আমাদের জনম জনম।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শুনা যায় মুক্তিযোদ্ধাগণ দেশের জন্য কি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমরা যদি সেই স্মৃতি মনেও রাখতে না পারি তবে সেটা বড় অন্যায় হবে।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৫
সোনাগাজী বলেছেন:
আগামীকাল বিজয় দিবস, আমার ধারণা অনেক স্হানে অনেক অনুষ্ঠান হবে; এভং অনেক অনুষ্ঠানে কোন মুক্তিযোদ্ধাকে দাও্যাত করা হবে না, হাজার হাজার মুক্তিযোদ্ধা বিনা অনুষ্ঠানে দিনটি কাটাবেন।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আজ বিজয় দিবস। সেজন্য মুক্তিযোদ্ধা চাঁদগাজীর জন্য বিনম্র শ্রদ্ধা। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাতে পারি না সেটা আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা জানাই সনেট কবি।
লেখার মাধ্যমে বিজয় একাত্তরের মুক্তিযুদ্ধ কে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে জাতি তার ইতিহাস ভুলে যায় তার ধ্বংস হবেই। আমাদের ধ্বংসের জন্য আমাদের শত্রুরা আমাদেরকে আমাদের ইতিহাস ভুলিয়ে দিতে তৎপর। আত্মরক্ষায় আমাদেরকে নিজ দায়িত্বে আমাদের ইতিহাস মনে রাখতে হবে।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৮
কবিতা ক্থ্য বলেছেন: কবি এবং স্বাধীনতায় শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বাধীনতায় শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য আপনার প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাই।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৮
সোনাগাজী বলেছেন:
আপনাকে ধন্যবাদ, আমি দিনটিকে ঘনিষ্টভাবে অনুধাবন করি সব সময়; এখানে এখন রাত, কালকে আমরা পালন করবো।
১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ দিবসের প্রেরণায় উজ্জিবীত হয়ে সারা বছর আমাদেরকে দেশপ্রেমে কাটাতে হবে। যারা দেশ ধ্বংসের কাজে জড়িত তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই। তাদের বিষয়ে গোটা জাতিকে সাবধান থাকতে হবে। তাদের মিষ্টি কথায় ভুলার দরকার নাই।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা এখন আর খুব একটা লেখি না। কারণ কবিতার সমঝদার কম। কিন্তু দিবসের গুরুত্ব বিবেচনায় একটা লেখলাম। তবে তাতে সাড়া তেমন মিলেনি।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
নেওয়াজ আলি বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।
১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশ প্রেমের জন্য তাঁরা আমাদের চির অনুপ্রেরণা।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৪৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ, আপনি একাত্তরের জেনারেশন ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন।