নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সরকার প্রধান হিসাবে কে সকলের সেরা?

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫



সে ফেল করেছে তবে সে প্রথম
কারণ রাষ্ট্র শাসন পরীক্ষায় কেউ পাস করেনি
কোন কোন শাসিতের বিবেচনায়।
কেউ বলেছে সে পাস, কেউ বলেছে সে ফেল
সকল শাসকের বেলায় এমন মূল্যায়ন
শুনা যায় বিভিন্ন রকম জনতার মুখে।
সাকুল্য হিসাবে সাফল্যে শেখ হাসিনা সবচেয়ে সফল
সরকার প্রধান হিসাবে কে সকলের সেরা?
সকলের মুখ থেকে একটি উত্তর বের হবে
তা’ হলো অনন্যা শেখ হাসিনা।

ছিট মহল সমস্যার সমাধান, পার্বত্য শান্তি চুক্তি,
সমূদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্ররেল, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার,
যুদ্ধাপরাধের বিচার, ডিজিটাল বাংলাদেশ,
শেখ হাসিনার সাফল্যের মাইল ফলক।

শাসকের সুকাজের সুনাম করলে যদি শাসক উৎসাহিত হয়ে
আরো বেশী বেশী সুকাজ করে তবে তাতে জাতির মঙ্গল।
আর শাসকের ভুল? মানুষ মাত্রই ভুল আছে।
তবে অন্য দের সাফল্যের মাত্রা কম। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা, সরকার প্রধান হিসাবে সকলের সেরা।
আমরা আপনার আরো সাফল্য কামনা করি
আপনি খুশী হতে পারেন।
কারণ জনগণ আপনার কাজে আনন্দ প্রকাশ করে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:



নাই মামার চেয়ে কানা-মামাই ভালো

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনার যারা বদনাম করে তাদেরকে বলি তাঁর বিরোধীদের সুনামগুলো বলুন, শুনে কানটা একটু জুড়াক। শেখ হাসিনার চেয়ে বেটার অপশন কে? কেউ বলতে পারে কি?

২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:


আমাদের বুঝার দরকার বিশ্ব কিভাবে চলছে, সেটার তুলনায় শেখ হাসিনা কি করছেন!

উনার বাবা কি চেয়েছিলেন, কি চাওয়ার ফলে উনার বাবার প্রাণ গেলো? উনার বাবা যা চেয়েছিলেন, সেটা করার দরকার ছিলো।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: দরকার মত আমাদের দেশে অনেক কিছুই হয় না। সেজন্যই আমরা উন্নত নই। শেখ হাসিনার চেয়ে উন্নত মানের শাসক আমরা অতীতে পাইনি। আপনার বিবেচনায় তারচেয়ে উন্নত মানের শাসক হওয়ার যোগ্য কেউ থাকলে আপনি তার নাম বলুন। আর সেটা আপনি কেমন করে বলবেন। কারন অদ্যাবদি আপনি নিজের নামই বলতে পারলেন না।আপনার কিসের এত ভয়, বুঝতে পারলাম না।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

কামাল১৮ বলেছেন: গ্রহনযোগ্য একটা ভোটের ব্যবস্থা করতে হবে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও পরাজিত পক্ষ গ্রহণযোগ্য হিসাবে মানতে পারে নাই। তাহলে এখানে গ্রহনযোগ্য একটা ভোটের ব্যবস্থা কেমন করে হবে?

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার যারা বদনাম করে তাদেরকে বলি তাঁর বিরোধীদের সুনামগুলো বলুন, শুনে কানটা একটু জুড়াক। শেখ হাসিনার চেয়ে বেটার অপশন কে? কেউ বলতে পারে কি

অন্য কোন সরকারের সময় কাউন্টসেল গুম-খন হয়নি, দেশের অর্থনীতি ধ্বংস করে কেউ কাউন্টসেল লুটপাট করার সুযোগ দেয়নি, অন্যকেউ মিথ্যা কথা বলে নির্লজ্জভাবে জনগণের ভোটের অধিকার কেরে নিয়ে অস্র দিয়ে দশ বছর ক্ষমতায় থাকেনি। অন্যকেউ এভাবে বিচার ব্যবস্থা ধ্বংস করেনি, অন্যকেই শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করেনি, অন্যকেউ তাহাজ্জতর কথা বলে ইসলাম ধর্মের উপর আগাত করেনি, মুসলমানদের হিন্দুত্ববাদের তাবেদার বানানোর চেষ্টা করেনি,

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার অনেক কথা সত্য নয়। তারা একধরনের অকাজ না করলেও অন্য ধরনের অকাজ করেছে। সেজন্য সবাই ফেল। আর শেখ হাসিনা ফেলদের মাঝে ফাস্ট।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৯

হাসান জামাল গোলাপ বলেছেন: সরকারের সুনামের জয়গান করবার বুরোক্রেট আছেন, আছেন মন্ত্রী, নেতা, কর্মী এবং আরো আছেন দলের সমর্থক বন্ধু, আত্মীয়। আপনি ভালো লেখেন, ওই দলের হয়ত সমর্থকও আপনি, constructive criticism করুন, অন্যায়, অবিচার, ভুল যা হচ্ছে তা শুধরানোর পথ দেখান, তবেই তো সরকার আরো refined হয়ে সঠিক কাজ করবে। ডেমোক্রেসির check and balance এর সূত্রগুলো কাজ করবার জন্য পথ খোলা আছে কি?

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে ডেমোক্রেসি হলো কেউ জিতলে তার নিকট ডেমোক্রেসি ঠিক আছে আর সে হারলে তার নিকট ডেমোক্রেসি ঠিক নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও এদেশে পরাজিত পক্ষের নিকট সঠিক নির্বাচন হিসাবে গৃহিত হয় নাই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪০

কলাবাগান১ বলেছেন: ছিট মহল সমস্যার সমাধান/সমুদ্র বিজয় এর মাঝে দেশের আয়তন বড় করেছেন (ভারত থেকে জমি 'উদ্ধার' করে)....এর উল্টা টা হলে রাজাকার বাহিনী এর দেখতেন মুখের কথার ফুলঝুড়ি.....৫৬,০০০ বর্গমাইল এর দেশ এখন কত বর্গমাইল সেটা ওদের কে জিজ্ঞেস করে দেখুন বলতে পারবে না

একটা অপ্রাসংগিক কথা:
মেট্রো রেলের কর্মী, বিশেষ করে চালকদের, অন্তত ড্রেস কোড থাকা দরকার। বিদেশে দেখা যায়, চালকদের ড্রেস কোড এর মাঝে থাকে সুট/টাই যেটা কৃত্তর্পক্ষ সরবরাহ করা থাকে। এখন হলুদ রংয়ের যে 'ফতুয়া' পড়ে থাকে সেটা তো যেখানে কোন কনস্ট্রাকশান হচ্ছে, সেখানে পড়ার কথা থাকে সাবধনতার জন্য।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো-মন্দ বিবেচনায় সেরা নির্বাচন করা হয়। এ জাতি এখনো এটাই শিখতে পারেনি। ভোটের নিয়ম হলো যে সেরা তাকে ভোট দিতে হবে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১০

জ্যাক স্মিথ বলেছেন: শেখ হাসিনাই সেরা।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: অস্বীকার করার কোন সুযোগ নাই।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩১

নেওয়াজ আলি বলেছেন: শেখ হাসিনা ওয়াজেদ

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনিই এযা্ৎ কালের সেরা শাসক।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

কামাল১৮ বলেছেন: পরাজিতরা কি বললো সেটা বিষয় না।আপনি আমি বললেই হলো।

০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার আমার কথা কে শুনে? আর নির্বাচন কমিশন তো বলে নির্বাচন সুষ্ঠ হয়েছে।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: হাসিনা খালেদা জিয়ার চেয়ে অনেক উন্নত।

০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খালেদাকে অন্য লোক চালাত। কিন্তু হাসিনাকে অন্য লোক চালাতে পারে না।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৩

তানভির জুমার বলেছেন: তাকসিম কত বছর ধরে ওয়াসার এমডি জানেন? টপ টু বটম চাঁদা দিয়ে টিকে আছে। এইসব আপনাদের চোখে পড়বে না কানেও শুনবে না কারণ আপনারা এতটাই অন্ধ আওয়ামী ভক্ত। ( কোরআনের একটা আয়াতে আছে আল্লাহ কিছু মানুষের অন্তরে মহর মেরে দেন) ঐরকম আপনারা আওয়ামী ভক্ত যে সত্যগুলো আপনাদের সামনে থাকা সত্বেও অস্বীকার করেন।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাকসিমদের মত লোক অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কিন্তু বর্তমান সরকারকে ১০০ তে ১০০ নম্বর দেইনি। আমরা বলেছি এ সরকার ফেলদের মধ্যে ফাস্ট। এসরকারের অবস্থা যা আছে অন্যদের অবস্থা তারচে বেশী খারাপ ছিল। সুতরাং এ সরকারকে হটিয়ে যারা তাদের চেয়ে খারাপ ছিল তাদেরকে আবার ক্ষমতায় আনার মূলত কোন দরকার নেই। আর এসরকারের চেয়ে ভালো দেশ চালাবে এমন সম্ভাবনাও কারো মাঝে দেখা যাচ্ছে না। সুতরাং ক্ষমতার পরিবর্তনের চিন্তা আপাতত বাদ। কারণ সেরা সরকারই যখন ক্ষমতায় আছে তবে আর ভিন্ন চিন্তার দরকার কি?

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৬

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনার সব চেয়ে বড় সাফল্য জামাত বিএনপিকে গর্তে ঢুকাতে পেরেছে।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা বেশ উপভোগ্য

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩

অক্পটে বলেছেন: এই ব্লগের আপনারা সংখ্যায় বেশি। আপনারা কানা এবং বধির লেখক। চোর আর লুটেরাদের দোসর সমর্থক এবং সাপোর্টার।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইহারা চোর আর লুটেরা হইলে উহারা কি নিপাট ভদ্রলোক? তাহাই যদি হয় তাহলে দেশ দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কেমন করে? আমরা ইহাদেরকে সাধু বলি নাই। আমরা বলেছি ইহারা উহাদের থেকে উত্তম। আর এটা সর্বাংশে সত্য। ইহারা কাজ করে কমিশন খায়। উহারা আসলটাই খেয়ে ফেলেছে।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

অক্পটে বলেছেন: উহারা নিপাট ভদ্রলোক আমরা কখনো বলিনাই, কিন্তু ইহারা চুরি বাটপারী গুন্ডামীতে সকলকে ছাড়াইয়া আসমান ছুইয়াছে তাহা আপনাদের মতো টিনের চশমা পরিহিতদের দৃষ্টিগোচর হয়নাই। আপনার্ চান ইহারাই ফিরিয়া ফিরিয়া আসুক তাহাও আবার অবৈধ রাস্তা ধরিয়াই। সর্বৈব অবৈধতা আপনাদের যে আশু কাম্য তাহা আপনার লিখা পড়িলেই বুঝিয়া লইতে কাহারো কষ্ট হইবার কথা নয়।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা ক্ষমতায় আছে তাদের থেকে যদি অন্যরা আরো বেশী মন্দ হয় তাহলে তাদেরকে ক্ষমতায় আনতে হবে কোন কারণে? অন্যদের ক্ষমতারোহন যেহেতু আমাদের কাম্য নয় সেহেতু যারা ক্ষমতায় আছে তারা আবার কোন রাস্তায় ক্ষমতায় আসছে সে বিষয়ে আমাদেরকে ভাবতে হবে কেন?

১৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৮

অক্পটে বলেছেন: জনগণ ঠিক করবে কারা মন্দ কারা মন্দ নয়। আপনিতো আর জনগণের বিবেক নন। অবৈধতায় আপনি যারপরনাই আহ্লাদিত! এজন্য এমন অযৌক্তিক ভাবে একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার নির্লজ্জ বাসনা পোষণ করছেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনগণ কি করে তার অপেক্ষায় থাকলাম। আর একযুগের বেশী সয় তাদের কাজ তো দেখছি। এ এক যুগের বেশি সময়ে আপনি জনগণকে কি করতে দেখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.