নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সিকিশত ব্লগার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২




রানু বলে পাজী-পোলা সাধু কেন নীল?
অকপটে বলে ভাই ব্লগে সব হয়
শুন ফুয়াদের বাপ এক্ষেত্রে কি কয়?
ফাতেমায় বলে চুপ আসে গেঁয়োভূত।
জানা ও জাদিদ বলে রাখ খোশ দিল
চারা গাছ বাড়ে দ্রুত নেই আর ভয়
মিরোরডডল আপু দিলাম অভয়
নতুন ব্লগার হবে ব্লগারের পুত।

সোহানী কলাবাগান শেরজা তপন
নজসু রানার ব্লগ জুল ভার্ন বক
কাল্পনিক ভালোবাসা বুবলা আপন
পরস্পর; নীতি মনে তারা নয় ঠক।
সোনাবীজ সোনাগাজী শায়মা বিটপি
সামুর ব্লগার সব যেন ফুল ঝাঁপি।


# সাতাত্তর শব্দে কপি রাইটিং সনেট

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫

বাকপ্রবাস বলেছেন: B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: হঠাৎ মনে হলো এমন কি সনেট লেখা যায়?

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মচৎকার অসম্ভব সুন্দর হয়েছে

থ্যাংকিউ সো মাচ

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় কবি।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার কোন লেখায় স্বপ্নবাজ থাকে না। যদিও যে ব্লগে ১১ বছর কাটিয়ে দিলো !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাত অক্ষরের কোন নিক আমি আট-ছয়ে মিলাতে পারিনি। অক্ষরে মিললে আবার ছন্দে মিলে না। আপনাকে নিয়ে আলাদা সনেট লেখা যায়। কারো একার নামে সনেট লেখা আবার অনেকের অপছন্দ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



৪/৫ লাখ ব্লগার রেজিষ্টার করেছিলেন; আপনাকে অনেক সনেট লিখতে হবে। জুল ভার্নও কি ব্লগিং করেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে নিয়ে আমি মনে হয় সবচেয়ে বেশী সনেট লিখেছি।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪

সামছুল আলম কচি বলেছেন: কি চমৎকার !! ধন্যবাদ !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার নিকটি নয় অক্ষরে আট-ছয়ে মিলানো মুশকিল! অবশ্য একাংশ নিয়ে লেখা যায়। উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

গেঁয়ো ভূত বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মচৎকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে আপনি কি বলেন জনাব?

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

নেওয়াজ আলি বলেছেন: মজার লেখা। ধন্যবাদ আপনাকে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আপনি ব্লগারদের নামে সনেট লিখে, তাঁদেরকে উৎসাহিত করেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারগণও আমাকে যথেষ্ট উৎসাহিত করেছেন। তাঁদের উৎসাহ আমার কবিতা লেখার প্রেরণা।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৬

ফুয়াদের বাপ বলেছেন: বাপরে! কি অস্বাধরন প্রতিভা! ব্লগারদের নাম নিয়ে মজারু কবিতা তাও আবার ছনেট মানদন্ডে!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্টুর বাপের কৌতুক থেকে মজারু কবিতা লেখার চিন্তা আসে। তা’ আসরে কিন্তু আপনাকে মুরব্বী বানিয়ে দেওয়া হয়েছে।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ, আমার মতো তুচ্ছ একজন কে আপনার সনেটে স্থান দেয়ার জন্য !!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি ভালো কবিতা লেখেন।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: চমৎকার। গ্রেট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো না বাসলেও ভাতিজাকে দিয়েই শুরু করলাম আর কি!

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !! আপনাদের স্বিকৃতি আমাকে অনেক বেশি সাহসী ও আনন্দীত করে তোলে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আবারো গিয়ে আপনার কবিতা পড়ে আসলাম। খুব চমৎকার মনে হলো। এসময় এমন কবিতার দারকার আছে।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: এ বিষয়ে আপনি কি বলেন জনাব?

আমার বোনের কথাই আমার কথা, অতি চমৎকার হয়েছে সনেট।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহে আপ্লুত হলাম। অনেক অনেক ধন্যবাদ জনাব।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভালো না বাসলেও ভাতিজাকে দিয়েই শুরু করলাম আর কি!


তাতেই আমি অনেক খুশি। ছোটবেলা থেকেই আমি অল্পতেই খুশি হই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই হয়ত ভাতিজাকে অনেকে পছন্দ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.