![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
হাহাকার নয় আর আহা কার বাণী?
আনন্দ কোথায় গেল কেউ কি তা জানি?
কোথায় হারাল খুশি, সোহাগ কোথায়?
শান্তিকে কোথাও খুঁজে পাওয়া নাহি যায়।
চিন্তারা এখন থাকে সকলের ঘরে
অমর গাড়ির চাকায় সহজেই মরে
কবিতা লেখেন গল্প লাগে চমৎকার
সুশান্ত অশান্ত তাতে সে দায়টা কার?
স্বপন দেখতে নেই এ দূর্ভূাগা দেশে
আসুক না আসুক হাসি তবু হাস কেসে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৯
সোনাগাজী বলেছেন:
আনন্দ আছে আনন্দধামে ইউরোপ, আমেরিকায়; রেশ তার পড়ে আছে সোনার বাংলায়।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্দ বলেননি।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২৪
কামাল১৮ বলেছেন: স্বপ্ন দেখতে কোথাও নিষেধ নাই।মুমিনরা সারাদিন স্বপ্ন দেখে কখন ৭২ হুর পাওয়া যাবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেবিকা হিসাবে তারাই উত্তম। সেজন্য এরোপ্লেনে এয়ার হোস্টেজ রয়েছে।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯
এম ডি মুসা বলেছেন: কবিতায় কবিতায় কবিকে খুঁজি
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
কামাল১৮ বলেছেন: সেবার জন্য থাকবে গেলমন তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
– সূরা ওয়াকিয়া, আয়াত : ১৭–১৮
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: হুরেরা যন্ত্র বাজাবে, নৃত্য করবে এবং আমরা গান গাইব।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: হাহাকার কার কারনে? মহান প্রভুর কারনে।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি তো সে পদ শূন্য মনে করেন। তো আপনার দৃষ্টিতে কি শূন্যের কারণেও হাহাকার হতে পারে?
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: বাহ চমৎকার !!