নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
শেখ মুজিবুর রহমান হয়ে হঠাৎ এক দিন
বাংলার বাগানে একটা সুন্দর গোলাপ ফুটে
মিষ্টি ঘ্রাণ ছুঁযে দিয়ে প্রতিটি বাঙ্গালী হৃদয়
উত্তেজনায় উম্মাদনায় ভাসিয়ে সারা দেশ
জনতার মাঝে বিস্তারিত করে ছিলো অনন্য
দেশপ্রেম। মাতৃভূমির প্রতি সুগভীর মায়া।
শিকল ছেঁড়ার সুতীব্র আহবান। নারকীয় শত্রুর
বিরুদ্ধে মুষ্ঠিবদ্ধ হাত। অমলিন মনে সকলের
অনিবার যাত্রা। রক্ত ঢেলে ঢেলে তারা
শত্রুকে দুমড়ে মুছঢ়ে তলে ঠেলে ফেলে পদদলীত
করে ছিনিয়ে আনলো চির কাংখিত স্বাধীনতা যাতে
জড়ানো ছিলো মুজিব নামের সেই
হঠাৎ ফুটে উঠা গোলাপের মিষ্টি ঘ্রাণের মাদকতা।
সেই ফুল কেউ বাগান থেকে ছিঁড়ে ফেলে দেয়?
নিতান্ত নিরবোধ তারা যারা রচনা করেছে
শোকাহত ১৫ই আগষ্ট। ১৯৭৫ পিছিয়ে দিল
অগ্রগতির দিকে ধাবমান একটি জাতিকে
যারা সবে মাত্র গুঁছিয়ে নিয়ে ছিলো তাদের
ভাঙ্গা সংসার।তাদেরকে আবার এলামেলো করে দিলো
অবোধের দল। সেই থেকে আঁধারে হাতড়ে ফিরে জাতি
অবিরাম যাত্রায় খুঁজে ফিরে নতুন দিনের কোন সূর্যকে।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লাগলো।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ ধরনের কবিতায় ভলো করার চিন্তা মাথায় এসেছে। কিন্তু এতে প্রচুর ভাব লাগে।
৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৮
জ্যাক স্মিথ বলেছেন: খুউব ভালো লিখেছেন।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়ের হিসাবে মনপুত হয়নি। তথাপি আপনি ভালো বলায় আন্তরিক ধন্যবাদ।
৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৪
মোগল সম্রাট বলেছেন:
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুনীরা সেটা বুঝেনি।
৫| ১৬ ই আগস্ট, ২০২৩ রাত ২:৫৮
কামাল১৮ বলেছেন: শেখ মুজিবকে হত্যা করে অমর করে দিয়েগেছে খুনিরা।
৬| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: এই কবিতা আপনার মেয়ের জামাই কি পছন্দ করবে?
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: শেখ মুজিব সবাইকে ছাড়িয়ে যেতে পেরেছিলেন।
তার সমতুল্য কেউ নেই এই বাংলায়।
কবিতা সুন্দর হয়েছে।