| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

রিমঝিম বৃষ্টির শব্দে উদাসী
মন ছুটে চলে শৈশবে দুপুরে
গেঁয়ো বালক-বালিকাদের সাথে
ঝুম বৃষ্টিতে ভেজা নির্মল আনন্দে।
সব শিশুদের একত্রে গড়াগড়ি
ধান শুকাবার বড় উঠোনে
হাসা-হাসি কাদা মাখা-মাখি
চলে অনির্ধারিত অনেক সময়।
কাকাদের তাড়নায় দুষ্টের দল
ছুটে চলে পুকুরে ধুপ ধুপ
দৌড়ে তারা লাফিয়ে পড়ে
জলে তাদের উল্লাস যেন শুনি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু অনেক বালক-বালিকা তাতে বেশ আনন্দ পেত।
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
জুন বলেছেন: ছোট বেলার কথা মনে পরলো মহাজাগতিক। আম্মার পাখার ডাটির ভয় তাড়িয়ে বৃষ্টিতে ভেজার যে কি আনন্দ। সবচেয়ে ভালো লাগতো স্কুল থেকে ফেরার সময় এমনি কচু পাতা মাথায় দিয়ে সহপাঠীদের সাথে ভিজে ভিজে বাড়ি ফেরা কারণ তখন আম্মার পিটুনির ভয় থাকতো না।
অনেক ভালো লাগা রইলো +
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: জ্বর বাঁধানোর ভয়ে হয়ত মায়েরা বৃষ্টিতে ভিজতে দিতে চাইতো না। তথাপি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বালক-বালিকারা বৃষ্টিতে ভিজতে নেমে পড়তো।
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। আপনি ভালো লিখেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কবি লিটনের থেকে ছড়ার মত ছোট পদ্যে কবিতা লিখতে চেষ্টা করছি। দেখা যাক সভালো কিছু হয়ে যায় কিনা।
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭
শাওন আহমাদ বলেছেন: আহা শৈশব! ভালো লিখেছেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই অনেকে বলেন, শৈশবটাই ভালো ছিলো।
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০
ইসলামী জ্ঞান বলেছেন: শৈশবের প্রিয় কিছু এখনও মনে পরে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শৈশবে অনেক কিছুতেই অনেক শান্তি ছিলো।
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২১
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার এমন মৌলিক লেখনী আমার কাছে ভীষণ পছন্দের.
আদরমাখা মায়াবী কবিতায় ভালো লাগা রইল।
শুভেচ্ছা কবীর ভাই আপনাকে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ চৌধুরী ভাই।
৭|
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৫
সোনালি কাবিন বলেছেন: চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৬
সোনাগাজী বলেছেন:
ভিজেছি অনেক, গায়ে কাদা লাগলে ভালো লাগতো না।