নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বৃষ্টিস্নাত রাস্তাটা শুয়ে ছিলো একাকী
নিশ্চুপ! কানে হেঁটে রাস্তা পার হচ্ছিল
কত গুলো কই মাছ।একে একে তাদের
যাত্রা থেমেগেলো আমার ব্যাগের ভিতর।
গরম তেলে কই মাছ লাফাতে লাফাতে
হয়ে পড়ে নিস্তেজ। গরম ভাতে তাদের
গলধকরণে বিঘ্ন ঘটায় এক নিরামিষ
ভোজী মেয়ে, সে বলে এ জঘণ্য আচার।
জীবন্ত মাছ কেটেকুটে জীবন্ত তেলে ভাজা
পৈশাচিক কান্ড, মেয়েটি বিড় বিড় করে
লোভকে ধিককার দেয়। তাকে বলি খেয়ে
দেখ কি সুস্বাদু, ছেড়ে দিয়ে নীতি কথা!
০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাস্তবিক, তারাওতো মরা শাক খায় না। জীবন্ত শাক কেটে-কুটে জীবন্ত রেঁধে খেয়ে ফেলে।
২| ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
কামাল১৮ বলেছেন: যাঁদের নার্ভ সিস্টেম আছে আর যাঁদের নেই তাদের অনুভুতি এরকম না।গাছ পালা প্রতিবাদ করে না।
০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি নিরামিষ খাওয়ার পক্ষে?
৩| ০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
সোনাগাজী বলেছেন:
ঐ সময়ে কই মাছ ধরা ঠিক নয়, সেটা ডিম দেয়ার সময়।
০২ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু এমন কই মাছ পেলে কেউ কি আর তা’ ছেড়ে দেয়?
৪| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ৯:১০
সোনাগাজী বলেছেন:
ডিমসহ মাছ ধরা বুদ্ধিমানের কাজ নয়; উহাকে পানিতে ছেড়ে দেয়া সঠিক কাজ।
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলার মানুষ আপনার কথা মানতে পারলে এর মধ্যে তারা উন্নত জাতির কাতারে চলে আসতো। কিন্তু নীতি কথা তাদের পরানে সয় না।
৫| ০২ রা অক্টোবর, ২০২৩ রাত ১০:০৫
কামাল১৮ বলেছেন: আর কিছুদিন পর আমিষ খেতে পশু হত্যা করতে হবে না।
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা একটু বুঝিয়ে বললে বুঝতে সুবিধা হতো।
৬| ০৩ রা অক্টোবর, ২০২৩ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনাগাজী ভাইয়ার কথা ঠিক
ডিম ওয়ালা মাছ খাই বলেই কত মাছ হারিয়ে গেছে
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের লোভ সামলানো কঠিন।
৭| ০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৫
সোনালি কাবিন বলেছেন: কামাল১৮ বলেছেন: আর কিছুদিন পর আমিষ খেতে পশু হত্যা করতে হবে না।
০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৩০
লেখক বলেছেন: বিষয়টা একটু বুঝিয়ে বললে বুঝতে সুবিধা হতো।
## ইতিমধ্যেই কৃত্রিম মাংস তৈরি শুরু হয়ে গিয়েছে। উনি এটা বুঝাতে চেয়েছেন সন্দ করি।
৮| ০৩ রা অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মায়া লাগলেও অনেক সময় নিরুপায় হয়ে খেতে হয়।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৫
বাকপ্রবাস বলেছেন: মেয়েটি শাক সব্জি খায়, তাদেরও কাটা হয়, কিন্তু তাদের চিৎকার শুনা যায়না