নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
# ছবি- ইন্টার নেট
কাটেনাতো রাত
খোলা আঁখি পাত
মিলে না
নয়ন পাতা।
কপালের লেখা
রইব একা
কে ভাবে
আমারি কথা?
তুমি ছাড়া মন
শুধুই এমন
অশ্রু
ঝরায়ে খোঁজে নিরবতা।
# গীতি কবিতা
# নব দম্পতি থাকা কালিন লেখা।
১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি নিজে এটা গুন গুন করে গাই। এটা যে কেউ গুনগুনিয়ে গাইতে পারে। নতুন বিয়ের পর যারা বউ থেকে দূরে থাকে তাদের জন্য গানটা খুবই মানান সই। অবশ্য এখন আমি একা এবং একাধারে চার মাস। বিবিধ কারণে বাড়ী যেতে পারিনি। সেকালে পত্র যোগযোগ ছিলো। এখন ভিডিও কলের ব্যবস্থা থাকায় অবস্থা পাল্টেছে। তথাপি এটি গুনগুনিয়ে গাইতে আমার এখনো ভালোই লাগে। তবে অডিও রেকড করে আপলোড দিতে আলস্য লাগে।
২| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউক্রেন-রুশ যুদ্ধ এবং ইসরায়েল-হামাস যুদ্ধে যারা সাথী হারিয়েছে তাদের সবার ক্ষেত্রে কবিতাটি প্রাসঙ্গিক। উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৬
স্প্যানকড বলেছেন: ভালো হইছে।
১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জনাব স্প্যানকড।
৪| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫০
সোনাগাজী বলেছেন:
এখন আপনার জন্য কবিতা লেখেন কবি সেলিম আনোয়ার?
১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি আমার জন্য কোন কবিতা লিখেছেন কিনা সেটা আমার নজরে আসেনি।
৫| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
কামাল১৮ বলেছেন: সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দের প্রভাব আছে।তাকে ছন্দের যাদুকর বলা হতো।আগে তার একটা দুইটা কবিতা পাঠ্য বইয়ে থাকতোই।এখন মনে হয় নাই।আপনার হাবিজাবি লেখার থেকে কবিতাই ভালো।
১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু আমার কবিতা লিখতে ভালো লাগে না। তথাপি কম কথায় লেখা যায় বলে লেখি।
৬| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
বিধাতা একা ছিলেন
একা একা প্রেম হয়না
তাই দুহো করিলেন সৃজন
দুহো হতে আজ মহাবিশ্বে বহুজন
সকলি সৃস্টি প্রেমেরি কারণ
তাই তুমি ছাড়া মন হয় কেমন।
গীতি কবিতা সুন্দর হয়েছে ।
শুভেচ্ছা রইল
১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক দিন পর আমার পোষ্ট আপনাকে পেয়ে ধন্য হলো।
৭| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৮| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন নাকি?
১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শতভাগ বাস্তব।
৯| ১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ সুন্দর হয়েছে।
১১ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।
১০| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৯
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন।
বিয়ের পর এক বছর আমিও অপেক্ষায় ছিলাম।
লেখাপড়া শেষ করে এলেন। রমজানের ওই রোযার শেষে এসেছিলো খুশীর ঈদ।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: হু সুন্দর সুর কণ্ঠ দিতে পারতেন, শুনতাম কবি দা
ভাল থাকবেন----------