নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

জোছনার স্নিগ্ধ চাঁদ

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২২



সুখের সাদা রঙে এখন বিচিত্র কালির ছিঁটে
পড়ে অসুন্দর হয়। হেথায় গোলাপের বিক্ষিপ্ত
পাপড়ীগুলো বিব্রত চশমার চোখে হতাশার
কালো মেঘ যেন, জীবনের গোধুলি লঘ্নে অমলিন।

বিজয় বাবুর হাসিমাখা সরল মুখ পুড়ে গেছে
চিতার আগুনে। সুমিত্রা ‍দি চোখের জলে
একাকী সময় কাটায়। বিজয়ের পরাজয়
ঘটে গেল মৃত্যুর হঠাৎ ডাকে হেয়নেস্ত হয়ে।

জীবনের অতিথির হট্টগোল কেন? খোসালাপে
এরা কেন কাটায় না সময়? তাদের পোশাকি
ভিন্নতা নগন্য হয়ে, জেগে উঠে না কেন মানবতার
জোছনার স্নিগ্ধ চাঁদ? জিজ্ঞাসা আমার অবিরত।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সাধু, সাধু, সাধু---

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দিল খোস

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময় কবি দা
ভাল থাকবেন----------

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যেহেতু বলেছেন সেহেতু খুশী না হয়ে উপায় নেই।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম চাচাজ্বী।

সুন্দর কবিতা লিখেছেন।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

বিজন রয় বলেছেন: কবিতা থেকে হেথায় শব্দটি বাদ দিয়ে এখানে শব্দটি লিখুন।

হেয়নেস্ত!!

ইত্যাদি ইত্যাদি।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে। চক্কত্তিদের বাড়ী কোথা? ঐ হোথা। রবীন্দ্রের এসব কথা থেকে শব্দটি পছন্দ বিধায় ফেলে দিতে ইচ্ছে করছে না।

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
চাঁদগাজী/সোনাগাজী ব্যানে আছেন। সোনাগাজীর ব্যান মুক্তির জন্য কিছু লিখুন। লেখা উচিত। প্লীজ।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মডু সম্ভববত তাঁর শত্রুর বন্ধু। খুব সীগ্র তাঁর পক্ষে লিখে কাজ হবে কিনা সেটাই ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.