নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমরা অনিশ্চিত জীবনে আছি হঠাৎ
মৃত্যুর অপেক্ষায়। তথাপি অনেক মায়া
অস্থায়ী নিবাসে থাকা সকলের প্রতি
উথলে উঠে মনে হয় এখানে আছি বেশ।
শোক সংবাদ শুনি ক’দিন পরপর তথাপি
মনে হয় না আমরাও সে পথের যাত্রি হয়ে
এখানে আছি ক্ষণকাল। কীর্তি গড়ে কেউ
আর ফুর্তি করে কেউ তাদের এ সময়ে।
নিজে মরবে জেনেও পরের মৃত্যুতে
অনেকে বেজায় খুশী। কিন্তু তারাও
চিরস্থায়ী নয়। পথ ভুলে এসেছি ফিরে
যেতে চাই- কেউ কেউ এ কথাও বলে।
১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: জঘণ্য কাজে যারা যুক্ত তারা মৃত্যুর কথা ভাবে না।
২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: আমি দীর্ঘদিন বেচে থাকতে চাই। আমার ছোট মেয়েটা অনেক ছোট। আমি মরে গেলে মেয়েটা আনন্দ নিয়ে বড় হতে পারবে না।
১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মৃত্যুর বিষয়ে আমাদের চাওয়া আমাদের হাতে থাকে না। তবে আমরা আমাদের মৃত্যুকে বিলম্বিত করতে চেষ্টা করি। তবে মৃত্যুকে ঠেঁকিয়ে দেওয়ার কায়দা এখনো মানুষ উদ্ভাবন করতে পারেনি।
৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মরতে তো হবেই। কিন্তু আমল তো ঠিক হচ্ছে না
ভালো লাগলো কবিতা
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ইসলাম প্রীতি খুব ভালোলাগে প্রিয় কবি। আল্লাহ আপনাকে তাঁর ওলী হিসাবে কবুল করুন- আমিন।
৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
বিজন রয় বলেছেন: একটি অমোঘ সত্যের কবিতা। ভাল হয়েছে।
মানুষ বার বার ভুল করে, তবুও করে।
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সংক্ষিপ্ত সময়ে মানুষ কীর্তি গড়ার চেষ্টা করলে পৃথিবী সমৃদ্ধ হতে পারতো। আর মাত্র কুড়ি রান হলে কোহলির একটা দারুন কাজ হয়। কারণ এতে তার স্ত্রী অনুশকা খুব খুশী হবে।
৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: মরনের জয় হোক কবি দা
ভাল থাকবেন----------
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: মরনের এখনো পরাজয় ঘটেনি। অতীতের সকল বীরদের সাথে তার মোলাকাত ঘটেছে।
৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬
ডার্ক ম্যান বলেছেন: নিজের মৃত্যুতে নিজে খুশী হওয়া অনেক বুদ্ধিমানের কাজ
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাই বলে আত্মহত্যা ঠিক নয়। কবে মৃত্যূর জন্য প্রস্তুত থাকা ভালো। তবে মানুষ মরতে নয়, বরং মারতে বেশী ভালোবাসে।
৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমরা যে মরে যাব-এটাই তো আমরা ভাবি না। মনে করি আজীবন বেঁচে থাকবো এই সুন্দর পৃথিবীতে।
কবিতা অনেক সুন্দর হয়েছে--
শুভকামনা রইলো।
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাস্তবিক মরনের কথা আমাদের মনেই হয় না। বিশেষ করে যারা অত্যাচার করে তারা মৃত্যুকে বেশী ভুলে থাকে।
৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: মরিতে চাহিনা আমি এই সুন্দর ভুবনে যতক্ষণ পকেটে টাকা আর স্বাস্থ্য সবল থাকে
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: শতভাগ সঠিক কথা।
৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চোখের সামনে যত মৃত্যুই হোক, এমন কী নিজের ছোট কেউ মারা গেলেও ভাবি - এখনও আমার সময় হয়নি...
১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক কথা।
১০| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যারা অন্যের মৃত্যুতে খুশি হয়, তাদের মৃত্যুতেও কেউ খুশি হবে। তবে দেখে যেতে পারবে না; এটাই আফসোস।
১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: হক কথা।
১১| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১২| ২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:২৫
ছামিউন জামান ছামি বলেছেন: খুব ভালো হয়েছে
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: পরের মৃত্যুতে খুশি হওয়া ঠিক নয়। আমরা সবাই একদিন মারা যাবো।